[FOR WBCS, UPPER PRIMARY TET, PSC, SSC, RRB, GROUP-C, GROUP-D ETC]
📝 1. Nanaghat শিলালিপিতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত হয়েছে?
Ⓐ সতকর্ণি প্রথম Ⓑ গৌতমীপুত্র সতকর্ণি Ⓒ বসিষ্ঠপুত্র পুলোমায়ি Ⓓ যজ্ঞশ্রী সতকর্ণি ।
✍️ Answer: Ⓐ সতকর্ণি প্রথম।
🟦 Explanation: Nanaghat শিলালিপিতে সাতবাহন রাজা সতকর্ণি প্রথমের কৃতিত্ব উল্লেখ রয়েছে।
📝 2. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে?
Ⓐ ধনানন্দ Ⓑ চন্দ্রগুপ্ত মউর্য Ⓒ বিম্বিসার Ⓓ বিন্দুসার ।
✍️ Answer: Ⓑ চন্দ্রগুপ্ত মউর্য।
🟦 Explanation: চন্দ্রগুপ্ত মউর্য ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে পরিচিত।
📝 3. কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন?
Ⓐ পুলকেশিন প্রথম Ⓑ পুলকেশিন দ্বিতীয় Ⓒ মঙ্গলেশ Ⓓ কীর্তিবর্মন ।
✍️ Answer: Ⓑ পুলকেশিন দ্বিতীয়।
🟦 Explanation: নর্মদার যুদ্ধে পুলকেশিন দ্বিতীয় হর্ষবর্ধনকে পরাজিত করেন।
📝 4. ষোলো মহাজনপদের মধ্যে কোনটি সাম্রাজ্য প্রতিষ্ঠায় সফল হয়েছিল?
Ⓐ কোশল Ⓑ কাশী Ⓒ মগধ Ⓓ পান্চাল ।
✍️ Answer: Ⓒ মগধ।
🟦 Explanation: ষোল মহাজনপদের মধ্যে মগধই শেষ পর্যন্ত শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
📝 5. ‘গঙ্গাইকোন্ড’ উপাধি কে গ্রহণ করেছিলেন?
Ⓐ রাজেন্দ্র চোল প্রথম Ⓑ রাজরাজ চোল Ⓒ রাজাধিরাজ চোল Ⓓ রাজেন্দ্র চোল দ্বিতীয় ।
✍️ Answer: Ⓐ রাজেন্দ্র চোল প্রথম।
🟦 Explanation: গঙ্গা পর্যন্ত বিজয় অভিযান চালিয়ে রাজেন্দ্র চোল প্রথম ‘গঙ্গাইকোন্ড’ উপাধি ধারণ করেন।
📝 6. ‘কুমারসম্ভবম’ কার রচনা?
Ⓐ বিষ্ণুশর্মা Ⓑ দণ্ডি Ⓒ কালিদাস Ⓓ সোমদেব ।
✍️ Answer: Ⓒ কালিদাস।
🟦 Explanation: ‘কুমারসম্ভবম’ সংস্কৃত সাহিত্যের মহান কবি কালিদাসের সৃষ্টি।
📝 7. চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন?
Ⓐ বিদিশা Ⓑ মালব Ⓒ ভালভি Ⓓ উজ্জয়িনী ।
✍️ Answer: Ⓓ উজ্জয়িনী।
🟦 Explanation: প্রশাসনিক সুবিধার জন্য চন্দ্রগুপ্ত দ্বিতীয় উজ্জয়নীকে দ্বিতীয় রাজধানী করেন।
📝 8. Mihirkula/Mihirgula কে ছিলেন?
Ⓐ শক রাজা Ⓑ কুষাণ রাজা Ⓒ হুণ রাজা Ⓓ পালব রাজা ।
✍️ Answer: Ⓒ হুণ রাজা।
🟦 Explanation: মিহিরকুল ছিলেন হুণদের অন্যতম ভয়ঙ্কর ও শক্তিশালী শাসক।
📝 9. প্রথম বৌদ্ধ সংঘ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ⓐ বৈশালী Ⓑ পাটলিপুত্র Ⓒ রাজগৃহ Ⓓ মালব ।
✍️ Answer: Ⓒ রাজগৃহ।
🟦 Explanation: গৌতম বুদ্ধের পরিনির্বাণের পর প্রথম সংঘ রাজগৃহে বসে।
📝 10. কানিষ্কের রাজধানী কোথায় ছিল?
Ⓐ পুরুষপুর Ⓑ জলন্ধর Ⓒ কাশ্মীর Ⓓ পাটলিপুত্র ।
✍️ Answer: Ⓐ পুরুষপুর।
🟦 Explanation: কানিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, বর্তমান পেশোয়ার।
📝 11. নালন্দা বিশ্ববিদ্যালয় কার শাসনকালে প্রতিষ্ঠিত হয়? (৫ম শতক)
Ⓐ সমুদ্রগুপ্ত Ⓑ চন্দ্রগুপ্ত দ্বিতীয় Ⓒ স্কন্দগুপ্ত Ⓓ কুমারগুপ্ত প্রথম ।
✍️ Answer: Ⓓ কুমারগুপ্ত প্রথম।
🟦 Explanation: গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথমের শাসনকালে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
📝 12. আলাহাবাদ প্রাশস্তির রচয়িতা কে?
Ⓐ হরিষেণ Ⓑ বিশাখদত্ত Ⓒ কালিদাস Ⓓ শূদ্রক ।
✍️ Answer: Ⓐ হরিষেণ।
🟦 Explanation: আলাহাবাদ প্রাশস্তি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের বর্ণনা সম্বলিত এবং এটি তাঁর সভাকবি হরিষেণ রচনা করেন।
📝 13. প্রাচীন Homo sapiens–এর প্রাচীনতম জীবাশ্ম কোথায় পাওয়া গেছে?
Ⓐ শেওয়ালিক পাহাড় Ⓑ নর্মদা উপত্যকা Ⓒ নল্লামালাই পাহাড় Ⓓ ছোটনাগপুর মালভূমি ।
✍️ Answer: Ⓑ নর্মদা উপত্যকা।
🟦 Explanation: ১৯৮২ সালে অরুণ সোনাকিয়া নর্মদা উপত্যকা থেকে আদিম মানবের জীবাশ্ম আবিষ্কার করেন।
📝 14. বিদেশি ভ্রমণকারীদের কালানুক্রমিক সঠিক ক্রম কোনটি?
(ক) হিউয়েন সাঙ (খ) ইৎসিং (গ) ফা–হিয়েন (ঘ) মেগাস্থেনিস
Ⓐ (a), (b), (c), (d)
Ⓑ (a), (d), (b), (c)
Ⓒ (d), (c), (a), (b)
Ⓓ (d), (c), (b), (a) ।
✍️ Answer: Ⓒ (d), (c), (a), (b)।
🟦 Explanation: প্রথম আসেন মেগাস্থেনিস → ফা–হিয়েন → হিউয়েন সাঙ → ইৎসিং।
📝 15. নিচের মিলগুলির সঠিক সমন্বয় কোনটি?
(a) কোট দিজি 1. লুইজি পিও তেসিতরি
(b) হরপ্পা 2. এ.এফ. খান, জি. এস. ঘুরিয়ে
(c) কালীবঙ্গন 3. দয়ারাম সাহানি
(d) মোহেনজোদারো 4. রাকালদাস বন্দ্যোপাধ্যায়
Ⓐ (a-2), (b-3), (c-1), (d-4)
Ⓑ (a-1), (b-3), (c-2), (d-4)
Ⓒ (a-4), (b-1), (c-2), (d-3)
Ⓓ (a-3), (b-2), (c-4), (d-1) ।
✍️ Answer: Ⓐ (a-2), (b-3), (c-1), (d-4)।
🟦 Explanation: সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ববিদদের আবিষ্কার অনুযায়ী এই সমন্বয় সঠিক।
📝 16. কে লিখেছিলেন যে ভারতে দাসপ্রথা ছিল না?
Ⓐ স্ট্রাবো Ⓑ টলেমি Ⓒ মেগাস্থেনিস Ⓓ হিউয়েন সাঙ ।
✍️ Answer: Ⓒ মেগাস্থেনিস।
🟦 Explanation: মেগাস্থেনিস তাঁর ‘ইনডিকা’ গ্রন্থে উল্লেখ করেন যে ভারতে প্রকৃত দাসপ্রথা ছিল না।
📝 17. কোন শিলালিপিতে ‘সতী’ প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়?
Ⓐ গিরনারের অশোক-লিপি Ⓑ আইহোল লিপি Ⓒ এরণ লিপি Ⓓ দামোদরপুর লিপি ।
✍️ Answer: Ⓒ এরণ লিপি।
🟦 Explanation: মধ্যপ্রদেশের সাগর জেলার এরণের শিলালিপিতে প্রথম সতী প্রথার উল্লেখ পাওয়া যায়।
📝 18. কোন গুপ্ত সম্রাট শক শক্তিকে ধ্বংস করেন?
Ⓐ সমুদ্রগুপ্ত Ⓑ চন্দ্রগুপ্ত প্রথম Ⓒ কুমারগুপ্ত Ⓓ চন্দ্রগুপ্ত দ্বিতীয় ।
✍️ Answer: Ⓓ চন্দ্রগুপ্ত দ্বিতীয়।
🟦 Explanation: চন্দ্রগুপ্ত দ্বিতীয় শক শক্তিকে পরাজিত করে ‘বিক্রমাদিত্য’ উপাধি গ্রহণ করেন।
📝 19. উপমহাদেশে স্থায়ী কৃষির প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়?
Ⓐ উৎনুর Ⓑ বুরুজাহোম Ⓒ মেহেরগড় Ⓓ বাগোর ।
✍️ Answer: Ⓒ মেহেরগড়।
🟦 Explanation: পাকিস্তানের মেহেরগড়ে খ্রিস্টপূর্ব ৫৫০০–৪৮০০ অব্দের নিওলিথিক কৃষিনির্ভর বসতির প্রমাণ পাওয়া যায়।
📝 20. গৌতম বুদ্ধের প্রথম ধর্মোপদেশকে কী বলা হয়?
Ⓐ মহানিষ্ক্রমণ Ⓑ ধর্মচক্র প্রবর্তন Ⓒ ধম্মঘোষ Ⓓ মহাপরিনির্বাণ ।
✍️ Answer: Ⓑ ধর্মচক্র প্রবর্তন।
🟦 Explanation: সারনাথে বুদ্ধ প্রথম উপদেশ দেন যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত।
📝 21. অশোকের শিলালিপিতে কোন সিরীয় রাজাকে উল্লেখ করা হয়েছে?
Ⓐ আন্টিয়োকাস দ্বিতীয় থিওস Ⓑ টলেমি দ্বিতীয় Ⓒ অ্যান্টিগোনাস Ⓓ আলেকজান্ডার ।
✍️ Answer: Ⓐ আন্টিয়োকাস দ্বিতীয় থিওস।
🟦 Explanation: অশোকের শিলালিপিতে সমকালীন সিরীয় রাজা আন্টিয়োকাস দ্বিতীয়ের নাম উল্লেখ আছে।
📝 22. নিচের কোন সমন্বয় সঠিক নয়?
(a) মোরিয় 1. পিপ্পলীবন
(b) বিদেহ 2. মিথিলা
(c) লিচ্ছবি 3. বৈশালী
(d) মল্ল 4. কপিলাবস্তু
Ⓐ (a-1), (b-2), (c-3)
Ⓑ (d-4)
Ⓒ (c-3), (d-4)
Ⓓ উপরোক্ত সকলটি ।
✍️ Answer: Ⓓ উপরোক্ত সকলটি।
🟦 Explanation: উল্লেখিত সব মিলনই সঠিকভাবে মেলে না, তাই সঠিক উত্তর “উপরোক্ত সকলটি”।
📝 23. শকাব্দ কবে শুরু হয়েছিল ?
Ⓐ ৭৮ খ্রিঃ Ⓑ ৭৮ খ্রিঃপূঃ Ⓒ ১৭৮ খ্রিঃপূঃ Ⓓ ১৭৮ খ্রিঃ ।
✍️ উত্তর: Ⓑ ৭৮ খ্রিঃপূঃ।
🟦 ব্যাখ্যা: শকাব্দ বা শক গণনার প্রচলন সাধারণত খ্রিস্টপূর্ব ৭৮ সাল থেকে ধরা হয়; তাই সঠিক উত্তর ৭৮ খ্রিঃপূঃ।
📝 24. এলাহাবাদ স্তম্ভলিপির রচয়িতা কে ?
Ⓐ রুদ্রদামন Ⓑ হরিষেণ Ⓒ সমুদ্রগুপ্ত Ⓓ বাণভট্ট ।
✍️ উত্তর: Ⓑ হরিষেণ।
🟦 ব্যাখ্যা: এলাহাবাদ স্তম্ভলিপিতে সমুদ্রগুপ্তের শাসনকালের কীর্তি বর্ণিত আছে, যা তাঁর সভাকবি হরিষেণ রচনা করেছিলেন।
📝 25. (WBCS – 2020) — নীচের কোন বিবৃতিটি সঠিক ?
Ⓐ মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে প্রধান বাণিজ্যকেন্দ্র ছিল
Ⓑ বেদের মূল সংকলন এখানে হয়
Ⓒ এখানে আবিষ্কৃত শিলালিপিতে বৈদিক দেবদেবীর উল্লেখ আছে
Ⓓ উপরের কোনোটিই নয় ।
✍️ উত্তর: Ⓓ উপরের কোনোটিই নয়।
🟦 ব্যাখ্যা: প্রদত্ত বিবৃতিগুলোর কোনটিই পরীক্ষার গ্রহণযোগ্য মানদণ্ড অনুযায়ী প্রযোজ্য নয়, তাই সঠিক উত্তর “উপরের কোনোটিই নয়”।
📝 26. (খ্রিঃপূঃ ৭০০০ – খ্রিঃপূঃ ২০০০) — কোন স্থানটি এই সময়ের সঙ্গে সম্পর্কিত ?
Ⓐ প্রতাপগড় Ⓑ মেহেরগড় Ⓒ কোয়েটা Ⓓ কালাত ।
✍️ উত্তর: Ⓑ মেহেরগড়।
🟦 ব্যাখ্যা: মেহেরগড় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন নিওলিথিক নিদর্শন, যার উপস্থিতি খ্রিঃপূঃ ৭০০০–২০০০ সময়কালে পাওয়া যায়।
📝 27. নীচের মধ্যে কে লেখক হিসাবে পরিচিত ?
Ⓐ এ. এল. ব্যাশাম Ⓑ অ্যালিসন ব্যাশফোর্ড Ⓒ আর. সি. মজুমদার Ⓓ সতীশ চন্দ্র ।
✍️ উত্তর: Ⓐ এ. এল. ব্যাশাম।
🟦 ব্যাখ্যা: এ. এল. ব্যাশাম ভারতীয় ইতিহাস ও সভ্যতা বিষয়ে সুপরিচিত লেখক; “The Wonder That Was India” তাঁর বিখ্যাত গ্রন্থ।
📝 28. প্রাচীন বৈদিক যুগে কোন দুটি গণসমিতি বিদ্যমান ছিল ?
Ⓐ সমিতি Ⓑ সভা Ⓒ সমিতি ও সাঙ্গম Ⓓ (A) ও (B) উভয়ই ।
✍️ উত্তর: Ⓓ (A) ও (B) উভয়ই।
🟦 ব্যাখ্যা: বৈদিক রাজ্যব্যবস্থায় সমিতি ও সভা — উভয়ই গুরুত্বপূর্ণ গণসমিতি হিসেবে উল্লেখিত হয়েছে।
📝 29. নীচের কোন বিবৃতিটি সঠিক ?
Ⓐ হরপ্পা ও মোহেঞ্জোদারো দুটিই রবি নদীর তীরে অবস্থিত
Ⓑ চানহুদারো ও কালিবঙ্গন উভয়ই বর্তমান রাজস্থানে
Ⓒ সুরকোটাদা ও ধোলাবিরা উভয়ই কচ্ছ অঞ্চলে অবস্থিত
Ⓓ লোথাল নর্মদা নদীর তীরে ।
✍️ উত্তর: Ⓒ সুরকোটাদা ও ধোলাবিরা উভয়ই কচ্ছ অঞ্চলে অবস্থিত।
🟦 ব্যাখ্যা: সুরকোটাদা ও ধোলাবিরা — সিন্ধু সভ্যতার দুই গুরুত্বপূর্ণ স্থান, যেগুলোই গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত।
📝 30. গৌতম বুদ্ধ কোথায় পরিনির্বাণ লাভ করেন ?
Ⓐ লুম্বিনী Ⓑ সারনাথ Ⓒ কুশীনগর Ⓓ বোধগয়া ।
✍️ উত্তর: Ⓒ কুশীনগর।
🟦 ব্যাখ্যা: গৌতম বুদ্ধের পরম নির্বাণ (Parinirvana) কুশীনগরে সংঘটিত হয়; আর বোধি-উপলব্ধি ঘটে বোধগয়ায়।
📝 31. ‘মুদ্রারাক্ষস’ নাটকের রচয়িতা কে ?
Ⓐ বিষাখদত্ত Ⓑ শূদ্রক Ⓒ বাণভট্ট Ⓓ ভাস ।
✍️ উত্তর: Ⓐ বিষাখদত্ত।
🟦 ব্যাখ্যা: ‘মুদ্রারাক্ষস’ রাষ্ট্রনীতি ও চাণক্য-চন্দ্রগুপ্ত বিষয়ক প্রাচীন নাটক, যার রচয়িতা বিষাখদত্ত।
📝 32. সমুদ্রগুপ্তের পরে গুপ্ত সাম্রাজ্যের শাসক কে হন ?
Ⓐ চন্দ্রগুপ্ত দ্বিতীয় Ⓑ বিষ্ণুগুপ্ত Ⓒ চন্দ্রগুপ্ত প্রথম Ⓓ স্কন্দগুপ্ত ।
✍️ উত্তর: Ⓐ চন্দ্রগুপ্ত দ্বিতীয়।
🟦 ব্যাখ্যা: সমুদ্রগুপ্তের পর সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়, যিনি ভিক্রমাদিত্য উপাধিতেও পরিচিত।
📝 33. ১৮৩৮ সালে কোন ঐতিহাসিক বিশিষ্ট অবদান রাখেন ?
Ⓐ আলেকজান্ডার কানিংহাম Ⓑ জেমস প্রিন্সেপ Ⓒ ম্যাক্স মুলার Ⓓ মর্টিমার হুইলার ।
✍️ উত্তর: Ⓑ জেমস প্রিন্সেপ।
🟦 ব্যাখ্যা: জেমস প্রিন্সেপ ১৮৩০-এর দশকে ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার ও শিলালিপি বিশ্লেষণে যুগান্তকারী কাজ করেন।
📝 34. নীচের কোন স্থানটি নিওলিথিক যুগের সঙ্গে সম্পর্কিত ?
Ⓐ প্রতাপগড় Ⓑ মেহেরগড় Ⓒ কোয়েটা Ⓓ কালাত ।
✍️ উত্তর: Ⓑ মেহেরগড়।
🟦 ব্যাখ্যা: দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন মানববসতি মেহেরগড়, যার ধারাবাহিকতা খ্রিঃপূঃ ৭০০০–২০০০ সময়কালে পাওয়া যায়।
📝 35. ‘অষ্টাধ্যায়ী’ গ্রন্থের রচয়িতা কে ?
Ⓐ পাতঞ্জলি Ⓑ কাত্যায়ন Ⓒ যাস্ক Ⓓ পাণিনি ।
✍️ উত্তর: Ⓓ পাণিনি।
🟦 ব্যাখ্যা: পাণিনি প্রাচীন ভারতীয় ব্যাকরণবিদ, যার ‘অষ্টাধ্যায়ী’ সংস্কৃত ব্যাকরণের ভিত্তি স্থাপন করে।
📝 36. নিম্নের কোন সিন্ধু সভ্যতার স্থানটি গুজরাটে অবস্থিত নয় ?
Ⓐ সুরকোটাডা Ⓑ লোথাল Ⓒ ধোলাবিরা Ⓓ বানওয়ালি ।
✍️ উত্তর: Ⓓ বানওয়ালি।
🟦 ব্যাখ্যা: বানওয়ালি হরিয়ানায় অবস্থিত; অন্য তিনটি নিদর্শন গুজরাটে।
📝 37. অঙ্গ, কোসল, মগধ ও অবন্তীর মধ্যে নিচের কোনটি মহাজনপদ হিসেবে পরিচিত ?
Ⓐ অঙ্গ Ⓑ কোসল Ⓒ মগধ Ⓓ অবন্তী ।
✍️ উত্তর: Ⓒ মগধ।
🟦 ব্যাখ্যা: মগধ প্রাচীন ভারতের একটি প্রধান মহাজনপদ, যা পরবর্তীতে শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্রে পরিণত হয়।
📝 38. ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা কে ?
Ⓐ ফা-হিয়েন Ⓑ হিউয়েন সাঙ Ⓒ মেগাস্থিনিস Ⓓ স্ট্রাবো ।
✍️ উত্তর: Ⓒ মেগাস্থিনিস।
🟦 ব্যাখ্যা: গ্রিক দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল সম্পর্কে ‘ইন্ডিকা’ রচনা করেন।
📝 39. গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন (প্রথম প্রচার) করেন ?
Ⓐ বোধগয়া Ⓑ শ্রাবস্তী Ⓒ সারনাথ Ⓓ বৈশালী ।
✍️ উত্তর: Ⓒ সারনাথ।
🟦 ব্যাখ্যা: বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী, গৌতম বুদ্ধ প্রথম ধর্মদেশনা দেন সারনাথে।
📝 40. গ্রিক লেখকদের রচনায় ‘সান্দ্রকোটাস’ নামে কাকে নির্দেশ করা হয়েছে ?
Ⓐ অশোক Ⓑ বিন্দুসার Ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য Ⓓ ধনানন্দ ।
✍️ উত্তর: Ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য।
🟦 ব্যাখ্যা: গ্রিক ঐতিহাসিকেরা চন্দ্রগুপ্ত মৌর্যকে ‘সান্দ্রকোটাস’ নামে উল্লেখ করেছেন।
📝 41. কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন ?
Ⓐ সমুদ্রগুপ্ত Ⓑ চন্দ্রগুপ্ত দ্বিতীয় Ⓒ স্কন্দগুপ্ত Ⓓ কুমারগুপ্ত ।
✍️ উত্তর: Ⓒ স্কন্দগুপ্ত।
🟦 ব্যাখ্যা: স্কন্দগুপ্ত তাঁর শাসনামলে পরাক্রমের সঙ্গে হুনদের আক্রমণ রুখে দেন।
📝 42. নিম্নের মধ্যে কোন প্রাচীন পণ্ডিত ‘চন্দ্রগুপ্ত দ্বিতীয়’-এর সমসাময়িক ছিলেন ?
Ⓐ আর্যভট্ট Ⓑ বরণমিহির Ⓒ আমরসিংহ Ⓓ ব্রহ্মগুপ্ত ।
✍️ উত্তর: Ⓒ আমরসিংহ।
🟦 ব্যাখ্যা: আমরসিংহ ‘অমরকোষ’গ্রন্থের রচয়িতা এবং চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সভার ‘নবরত্ন’দের একজন।
📝 43. প্রাচীন ভারতীয় ইতিহাস গবেষণার ক্ষেত্রে কোন ধর্মনিরপেক্ষ ঐতিহাসিক বিখ্যাত ?
Ⓐ সতীশ চন্দ্র Ⓑ বিপন চন্দ্র Ⓒ রামশরণ শর্মা Ⓓ অমলেশ ত্রিপাঠী ।
✍️ উত্তর: Ⓒ রামশরণ শর্মা।
🟦 ব্যাখ্যা: রামশরণ শর্মা ভারতে প্রাচীন ইতিহাসচর্চার অন্যতম আধুনিক ধর্মনিরপেক্ষ ঐতিহাসিক।
📝 44. সিন্ধু সভ্যতার কোন স্থান সর্বাধিক দক্ষিণে অবস্থিত বলে ধরা হয় ?
Ⓐ মোহেঞ্জোদারো Ⓑ সুকতাগেন দোর Ⓒ কালিবঙ্গন Ⓓ লোথাল ।
✍️ উত্তর: Ⓑ সুকতাগেন দোর।
🟦 ব্যাখ্যা: সুকতাগেন দোর পাকিস্তান-ইরান সীমান্তের কাছে অবস্থিত এবং সিন্ধু সভ্যতার দক্ষিণতম নিদর্শন হিসেবে বিবেচিত।
📝 45. অশোকের কোন শিলালিপি ১৩তম শিলালিপি নামে পরিচিত ?
Ⓐ বিম্বিসার Ⓑ অশোক Ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য Ⓓ ব্রিহদ্রথ ।
✍️ উত্তর: Ⓑ অশোক।
🟦 ব্যাখ্যা: ১৩তম শিলালিপি অশোকের অন্যতম গুরুত্বপূর্ণ সম্রাট-শাসনিক প্রজ্ঞাপন, যেখানে কলিঙ্গযুদ্ধের অনুশোচনা বর্ণিত হয়েছে।
📝 46. হর্যঙ্ক বংশের শাসক কে ছিলেন ?
Ⓐ বিম্বিসার Ⓑ অজাতশত্রু Ⓒ মহাপদ্ম নন্দ Ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য ।
✍️ উত্তর: Ⓐ বিম্বিসার।
🟦 ব্যাখ্যা: বিম্বিসার মগধের হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা শাসক।
📝 47. আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে কে পরিচিত ?
Ⓐ কৌটিল্য Ⓑ নচিকেত Ⓒ চরক Ⓓ জীবক ।
✍️ উত্তর: Ⓒ চরক।
🟦 ব্যাখ্যা: চরক চিকিৎসা-গ্রন্থ ‘চরক সংহিতা’-র রচয়িতা এবং প্রাচীন ভারতের অন্যতম আয়ুর্বেদ চিকিৎসক।
📝 48. ‘হর্ষচরিত’ গ্রন্থের রচয়িতা কে ?
Ⓐ ক্ষেমেন্দ্র Ⓑ কলহন Ⓒ ভবভূতি Ⓓ বাণভট্ট ।
✍️ উত্তর: Ⓓ বাণভট্ট।
🟦 ব্যাখ্যা: হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট ‘হর্ষচরিত’ রচনা করেন।
📝 49. হিউয়েন সাঙ কোন সময় ভারতে ভ্রমণ করেন ?
Ⓐ সমুদ্রগুপ্ত Ⓑ অশোক Ⓒ হর্ষবর্ধন Ⓓ কুলোত্তুঙ্গ ।
✍️ উত্তর: Ⓒ হর্ষবর্ধন।
🟦 ব্যাখ্যা: চীনা পর্যটক হিউয়েন সাঙ ৬৩০–৬৪৫ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের আমলে ভারতে ভ্রমণ করেন।
📝 50. ১৮৬১ সালে ভারতীয় প্রত্নতত্ত্ব সার্ভে প্রতিষ্ঠা করেন কে ?
Ⓐ আলেকজান্ডার কানিংহাম Ⓑ গর্ডন চাইল্ড Ⓒ মর্টিমার হুইলার Ⓓ জন মার্শাল ।
✍️ উত্তর: Ⓐ আলেকজান্ডার কানিংহাম।
🟦 ব্যাখ্যা: ১৮৬১ সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (ASI) আলেকজান্ডার কানিংহাম প্রতিষ্ঠা করেন।
📝 51. নন্দবংশের পতন ও চন্দ্রগুপ্তের উত্থান কোন সংস্কৃত নাটকে বিশদভাবে বর্ণিত ?
Ⓐ মৃচ্ছকটিক Ⓑ দেবীচন্দ্রগুপ্ত Ⓒ মত্তবিলাস Ⓓ মুদ্রারাক্ষস ।
✍️ উত্তর: Ⓓ মুদ্রারাক্ষস।
🟦 ব্যাখ্যা: বিষাখদত্তের ‘মুদ্রারাক্ষস’ নাটকে নন্দবংশের পতন ও চন্দ্রগুপ্তের উত্থানের কাহিনী সুন্দরভাবে ফুটে উঠেছে।
📝 52. নিম্নের মধ্যে কোন গ্রিক রাজা ভারতে আগমন করেন ?
Ⓐ ডেমেট্রিয়াস Ⓑ এনটিয়োকাস I Ⓒ মেনান্ডার Ⓓ উপরের কোনোটিই নয় ।
✍️ উত্তর: Ⓒ মেনান্ডার।
🟦 ব্যাখ্যা: মেনান্ডার (মিলিন্দ) ভারত প্রবেশকারী ইন্দো-গ্রিক শাসকদের একজন; মিলিন্দ-প্রশ্ন তার সঙ্গে সংযুক্ত।
📝 53. কোন সিন্ধু সভ্যতার স্থানে আগুনে পোড়ানো ইটের বেদি আবিষ্কৃত হয়েছে ?
Ⓐ কালিবঙ্গন Ⓑ লোথাল Ⓒ কোট-দিজি Ⓓ রোপার ।
✍️ উত্তর: Ⓐ কালিবঙ্গন।
🟦 ব্যাখ্যা: কালিবঙ্গন স্থানে আগুনদান ও বলিদান সম্পর্কিত ইটের বেদি আবিষ্কৃত হয়েছে।
📝 54. বৈদিক যুগ আনুমানিক কোন সময়কাল ধরে ধরা হয় ?
Ⓐ খ্রিঃপূঃ ৬০০ Ⓑ খ্রিঃপূঃ ৮০০ Ⓒ খ্রিঃপূঃ ১০০০ Ⓓ খ্রিঃপূঃ ১৬০০–৬০০ ।
✍️ উত্তর: Ⓓ খ্রিঃপূঃ ১৬০০–৬০০।
🟦 ব্যাখ্যা: প্রাচীন বৈদিক যুগ সাধারণত খ্রিঃপূঃ ১৬০০ থেকে ৬০০ সময়কালে হিসেবে ধরা হয়।
📝 55. বৌদ্ধ ধর্মমতে দুঃখের মূল কারণ কোনটি ?
Ⓐ মায়া Ⓑ কাম Ⓒ তৃষ্ণা Ⓓ ক্রোধ ।
✍️ উত্তর: Ⓒ তৃষ্ণা।
🟦 ব্যাখ্যা: বৌদ্ধ দর্শন অনুযায়ী মানবজীবনের দুঃখের মূল কারণ তৃষ্ণা (ইচ্ছা, আকাঙ্ক্ষা)।
📝 56. হর্ষবর্ধনের রাজকবি কে ছিলেন?
Ⓐ ক্ষেমেন্দ্র Ⓑ কলহন Ⓒ ভাভভূতি Ⓓ বাণভট্ট ।
✍️ উত্তর: Ⓓ বাণভট্ট।
📌 ব্যাখ্যা: বাণভট্ট ছিলেন সম্রাট হর্ষবর্ধনের দরবারের প্রধান কবি এবং হর্ষচরিত রচনার জন্য সর্বাধিক পরিচিত।
📝 57. নিম্নের কোনটি গুজরাটে অবস্থিত হরপ্পা যুগের প্রত্নস্থল?
Ⓐ হরপ্পা Ⓑ লোথাল Ⓒ ধোলাভিরা Ⓓ সুরকোটাডা ।
✍️ উত্তর: Ⓑ লোথাল।
📌 ব্যাখ্যা: লোথাল গুজরাটের আহমেদাবাদ জেলায় অবस्थित এবং এটি প্রাচীন সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দরনগর।
📝 58. শ্রীলঙ্কার ইতিহাস সম্পর্কিত প্রাচীন গ্রন্থ কোনটি?
Ⓐ সুত্তপিটক Ⓑ বিনয়পিটক Ⓒ অভিধর্মপিটক Ⓓ দ্বীপাবংশ ।
✍️ উত্তর: Ⓓ দ্বীপাবংশ।
📌 ব্যাখ্যা: দ্বীপাবংশ পালি ভাষায় রচিত শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ।
📝 59. অজাতশত্রু কোন রাজবংশের সঙ্গে যুক্ত?
Ⓐ বিম্বিসার Ⓑ চন্দ্রগুপ্ত Ⓒ প্রদ্যোত Ⓓ অজাতশত্রু ।
✍️ উত্তর: Ⓓ অজাতশত্রু।
📌 ব্যাখ্যা: অজাতশত্রু হন জরাসন্ধহীন হর্যঙ্ক রাজবংশের শক্তিশালী শাসক এবং গৌতম বুদ্ধের সমসাময়িক।
📝 60. কোন হরপ্পা স্থলটি গুজরাটের আহমেদাবাদ জেলায় অবস্থিত?
Ⓐ লোথাল Ⓑ কালিবাঙ্গান Ⓒ চাঁহুদাড়ো Ⓓ মেহেরগড় ।
✍️ উত্তর: Ⓐ লোথাল।
📌 ব্যাখ্যা: লোথাল আহমেদাবাদ জেলায় অবস্থিত এবং এটি ছিল সিন্ধু সভ্যতার প্রধান বাণিজ্য কেন্দ্র।
📝 61. অশোক কবে সিংহাসনে আরোহণ করেন?
Ⓐ বিন্দুসার Ⓑ অজাতশত্রু Ⓒ অশোক Ⓓ হর্ষ ।
✍️ উত্তর: Ⓒ অশোক।
📌 ব্যাখ্যা: খ্রিস্টপূর্ব ২৭৩ সালে অশোক মগধ সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন।
📝 62. দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী নামে পরিচিত?
Ⓐ জয় Ⓑ ধর্মবিজয় Ⓒ দিগ্বিজয় Ⓓ কোনোটিই নয় ।
✍️ উত্তর: Ⓑ ধর্মবিজয়।
📌 ব্যাখ্যা: দক্ষিণ অভিযানে সমুদ্রগুপ্ত সামরিক জয় নয়, নৈতিক শ্রেষ্ঠতাকে গুরুত্ব দেন।
📝 63. কোন বেদে সঙ্গীত ও সুরের উল্লেখ পাওয়া যায়?
Ⓐ অথর্ববেদ Ⓑ ঋগ্বেদ Ⓒ যজুর্বেদ Ⓓ সামবেদ ।
✍️ উত্তর: Ⓓ সামবেদ।
📌 ব্যাখ্যা: সামবেদ মূলত সঙ্গীত ও সুরময় স্তোত্রের সংকলন।
📝 64. ৫৯০ – ৬২৫ খ্রিস্টাব্দে কোন রাজবংশের শাসনকাল?
Ⓐ পাল রাজবংশ Ⓑ সেন রাজবংশ Ⓒ গৌড় রাজবংশ Ⓓ কামরূপ রাজবংশ ।
✍️ উত্তর: Ⓒ গৌড় রাজবংশ।
📌 ব্যাখ্যা: এই সময় গৌড় রাজবংশ সম্রাট শশাঙ্কের নেতৃত্বে সর্বাধিক শক্তিশালী ছিল।
📝 65. কোন নদীর তীরে মহেঞ্জোদাড়ো অবস্থিত?
Ⓐ সিন্ধু Ⓑ জ helum Ⓒ রবি Ⓓ ইরাবতী ।
✍️ উত্তর: Ⓐ সিন্ধু।
📌 ব্যাখ্যা: মহেঞ্জোদাড়ো সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সিন্ধু সভ্যতার এক উৎকৃষ্ট নগর।
📝 66. “ইনডিকা” গ্রন্থ কে রচনা করেন?
Ⓐ হেরোডোটাস Ⓑ মেগাস্থিনিস Ⓒ স্ট্রাবো Ⓓ প্লুটার্ক ।
✍️ উত্তর: Ⓑ মেগাস্থিনিস।
📌 ব্যাখ্যা: সেলিউকাসের প্রতিনিধি হিসেবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসে ভারত সম্পর্কে ইনডিকা রচনা করেন।
📝 67. কোন শিল্পধারা পাঞ্জাব, পাকিস্তানে বিকশিত হয়েছিল?
Ⓐ প্রাক্-ঋগ্বেদ যুগ Ⓑ গান্ধারা শিল্প Ⓒ গুপ্ত শিল্প Ⓓ মৌর্য শিল্প ।
✍️ উত্তর: Ⓑ গান্ধারা শিল্প।
📌 ব্যাখ্যা: গান্ধারা শিল্প গ্রিক-রোমান ও ভারতীয় সাংস্কৃতিক মিলনে উত্তর-পশ্চিম ভারতে বিকশিত হয়।
📝 68. কোন প্রত্নস্থল সিন্ধু সভ্যতার অন্তর্গত?
Ⓐ লোথাল Ⓑ হরপ্পা Ⓒ মহেঞ্জোদাড়ো Ⓓ কালিবাঙ্গান ।
✍️ উত্তর: Ⓐ লোথাল।
📌 ব্যাখ্যা: লোথাল সিন্ধু সভ্যতার উৎকৃষ্ট সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র।
📝 69. পুলকেশিন দ্বিতীয়ের কীর্তি কে লিখেছিলেন?
Ⓐ কৌটিল্য Ⓑ রবিকীর্তি Ⓒ হরিষেণ Ⓓ নায়নিকর ।
✍️ উত্তর: Ⓑ রবিকীর্তি।
📌 ব্যাখ্যা: আহোলির শিলালিপিতে রবিকীর্তি পুলকেশিন দ্বিতীয়ের কীর্তি উল্লেখ করেন।
📝 70. গৌতম বুদ্ধের জন্মবর্ষ কোনটি বলে ধরা হয়?
Ⓐ ৫২৩ খ্রি.পূ. Ⓑ ৫৬৩ খ্রি.পূ. Ⓒ ৬২৩ খ্রি.পূ. Ⓓ ৬০২ খ্রি.পূ. ।
✍️ উত্তর: Ⓑ ৫৬৩ খ্রি.পূ.।
📌 ব্যাখ্যা: অধিকাংশ ঐতিহাসিক গৌতম বুদ্ধের জন্ম বর্ষ হিসেবে খ্রিস্টপূর্ব ৫৬৩ মানেন।
📝 71. ১৬০০ – ১৫০০ খ্রি.পূ. কোন অঞ্চলে আর্যদের প্রাথমিক বসতি ছিল?
Ⓐ পাঞ্জাব Ⓑ রাজস্থান Ⓒ সিন্ধ Ⓓ গুজরাট ।
✍️ উত্তর: Ⓐ পাঞ্জাব।
📌 ব্যাখ্যা: প্রথমে আর্যরা পাঞ্জাবে বসতি স্থাপন করে পরে গঙ্গা উপত্যকার দিকে অগ্রসর হয়।
📝 72. হাইড্যাসপিস যুদ্ধ (খ্রি.পূ. ৩২৬) এ আলেকজান্ডারের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন কে?
Ⓐ অম্বি Ⓑ মহাপদ্ম Ⓒ পুরু (পুরুষোত্তম) Ⓓ সকলেই ।
✍️ উত্তর: Ⓒ পুরু।
📌 ব্যাখ্যা: রাজা পুরু আলেকজান্ডারের বিরুদ্ধেই প্রবল প্রতিরোধ করেন।
📝 73. অশোকের ১৩তম প্রধান শিলালিপিতে কোন উপাধি উল্লেখ রয়েছে?
Ⓐ প্রিয়দর্শী Ⓑ ধর্মাশোক Ⓒ দैवপুত্র Ⓓ দেবানমপ্রিয় প্রিয়দর্শী ।
✍️ উত্তর: Ⓓ দেবানমপ্রিয় প্রিয়দর্শী।
📌 ব্যাখ্যা: অশোক নিজেকে এই উপাধিতে পরিচিত করেন।
📝 74. কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন?
Ⓐ চন্দ্রগুপ্ত–I Ⓑ সমুদ্রগুপ্ত Ⓒ চন্দ্রগুপ্ত–II Ⓓ স্কন্দগুপ্ত ।
✍️ উত্তর: Ⓒ চন্দ্রগুপ্ত–II।
📌 ব্যাখ্যা: চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য নামে সর্বাধিক পরিচিত।
📝 75. অশোকের স্তম্ভলিপি কার দ্বারা রচিত হয়েছিল?
Ⓐ কলহন Ⓑ বিলহন Ⓒ বাণভট্ট Ⓓ হরিষেণ ।
✍️ উত্তর: Ⓓ হরিষেণ।
📌 ব্যাখ্যা: বর্ণনামূলক শিলালিপি ও স্তম্ভলিপি রচনায় হরিষেণের বিশেষ অবদান রয়েছে।
📝 76. কোন প্রাচীন গ্রন্থে প্রথম বর্ণব্যবস্থার উল্লেখ রয়েছে?
Ⓐ মনুস্মৃতি Ⓑ ঋগ্বেদ Ⓒ অথর্ববেদ Ⓓ শতপথ ব্রাহ্মণ ।
✍️ উত্তর: Ⓑ ঋগ্বেদ।
📌 ব্যাখ্যা: ঋগ্বেদের পুরুষসূক্তে বর্ণব্যবস্থা স্পষ্টভাবে বর্ণিত।
📝 77. কোন গুপ্ত সম্রাট হুণ আক্রমণ প্রতিরোধ করেন?
Ⓐ সমুদ্রগুপ্ত Ⓑ চন্দ্রগুপ্ত দ্বিতীয় Ⓒ কুমারগুপ্ত Ⓓ স্কন্দগুপ্ত ।
✍️ উত্তর: Ⓓ স্কন্দগুপ্ত।
📌 ব্যাখ্যা: হুণদের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলেন স্কন্দগুপ্ত।
📝 78. খ্রিস্টপূর্ব ৮৭০০ সালে উত্তর ইরাকে কোন ধাতুর ব্যবহার পাওয়া যায়?
Ⓐ লোহা Ⓑ অ্যালুমিনিয়াম Ⓒ দস্তা Ⓓ তামা ।
✍️ উত্তর: Ⓓ তামা।
📌 ব্যাখ্যা: মানব সভ্যতার আদিযুগে তামা ধাতুর সবচেয়ে পুরনো ব্যবহার পাওয়া যায়।
📝 79. বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি প্রধানত কোন ভাষায় রচিত?
Ⓐ প্রাকৃত Ⓑ সংস্কৃত Ⓒ পালি Ⓓ অর্ধমাগধী ।
✍️ উত্তর: Ⓒ পালি।
📌 ব্যাখ্যা: বুদ্ধের বাণী সংরক্ষিত ত্রিপিটক গ্রন্থগুলির মূল ভাষা পালি।
📝 80. বৌদ্ধ সন্ন্যাসীর বুদ্ধত্ব লাভের জন্য কত মাসের বৃষ্টিপাত বসবাস বাধ্যতামূলক ছিল?
Ⓐ ১৬ মাস Ⓑ ১৯ মাস Ⓒ ২০ মাস Ⓓ ২৪ মাস ।
✍️ উত্তর: Ⓒ ২০ মাস।
📌 ব্যাখ্যা: বৌদ্ধ ভিক্ষুদের জন্য বৃষ্টি–অবাস বা বর্ষাবাস ২০ মাস নির্দিষ্ট ছিল।
📝 81. সাতবাহনদের শাসনামলে নিম্নের কোন বন্দরটি গুরুত্বপূর্ণ ছিল?
Ⓐ সোপারা Ⓑ তাম্রলিপ্ত Ⓒ ক্যালিকট Ⓓ কোচিন ।
✍️ উত্তর: Ⓐ সোপারা।
📌 ব্যাখ্যা: সাতবাহন যুগে সোপারা পশ্চিম ভারতের প্রধান বাণিজ্যবন্দর ছিল।
📝 82. অশোকের পিতা কে ছিলেন?
Ⓐ বিম্বিসার Ⓑ বিন্দুসার Ⓒ অশোক Ⓓ কালাশোক ।
✍️ উত্তর: Ⓑ বিন্দুসার।
📌 ব্যাখ্যা: মগধ সাম্রাজ্যের শাসক বিন্দুসার ছিলেন অশোকের পিতা।
📝 83. নাসিক শিলালিপিতে কাকে “ত্রয়োদশ শক” নামে উল্লেখ করা হয়েছে?
Ⓐ গৌতমীপুত্র সাতকর্ণি Ⓑ সমুদ্রগুপ্ত Ⓒ হর্ষবর্ধন Ⓓ ধর্মপাল ।
✍️ উত্তর: Ⓐ গৌতমীপুত্র সাতকর্ণি।
📌 ব্যাখ্যা: নাসিক শিলালিপিতে সাতকর্ণিকে শক্তিশালী সাতবাহন শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে।
📝 84. খ্রিস্টপূর্ব ২৫০ সালে নিম্নের কোন বৌদ্ধ স্তূপ নির্মিত হয়?
Ⓐ ভরহাট Ⓑ সাঁচি Ⓒ বোধগয়া Ⓓ সারনাথ ।
✍️ উত্তর: Ⓑ সাঁচি।
📌 ব্যাখ্যা: সম্রাট অশোক সাঁচিতে বিখ্যাত বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন।
📝 85. আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ছিলেন?
Ⓐ মৌর্য যুগ Ⓑ গুপ্ত যুগ Ⓒ পাল যুগ Ⓓ দিল্লি সালতনাত ।
✍️ উত্তর: Ⓑ গুপ্ত যুগ।
📌 ব্যাখ্যা: গুপ্ত যুগ বিজ্ঞানের “স্বর্ণযুগ” হিসেবে পরিচিত এবং আর্যভট্ট–বরাহমিহির এর প্রধান প্রতিনিধি।
📝 86. সিন্ধু সভ্যতার মানুষ কোন দেশের সঙ্গে সমুদ্র বাণিজ্য করত?
Ⓐ চিন Ⓑ ইরান Ⓒ রাশিয়া Ⓓ সুমের ।
✍️ উত্তর: Ⓓ সুমের।
📌 ব্যাখ্যা: প্রত্নতাত্ত্বিক প্রমাণে সিন্ধু সভ্যতা ও সুমেরের মধ্যে সমৃদ্ধ বাণিজ্য সম্পর্কের সন্ধান পাওয়া যায়।
📝 87. বস্তুজগত ছয় পদার্থ নিয়ে গঠিত—এ মত কোন দর্শনশাস্ত্রের?
Ⓐ যোগ Ⓑ সাংখ্য Ⓒ বৈশেষিক Ⓓ কর্ম মীমাংসা ।
✍️ উত্তর: Ⓒ বৈশেষিক।
📌 ব্যাখ্যা: বৈশেষিক দর্শনে পদার্থকে ছয় ভাগে বিভক্ত করে বিশ্বের ব্যাখ্যা করা হয়েছে।
📝 88. মেগাস্থিনিস কে ছিলেন?
Ⓐ সেলিউকাসের রাষ্ট্রদূত Ⓑ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী Ⓒ গ্রীক পর্যটক Ⓓ চীনা ভিক্ষু ।
✍️ উত্তর: Ⓐ সেলিউকাসের রাষ্ট্রদূত।
📌 ব্যাখ্যা: মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের দরবারে সেলিউকাসের প্রতিনিধি হিসেবে আসেন এবং ইনডিকা রচনা করেন।
📝 89. ১৯২১-২২ সালে মহেঞ্জোদাড়ো আবিষ্কারের কৃতিত্ব কার?
Ⓐ স্যার লিওনার্ড উলি Ⓑ ভি. এস. আগরওয়াল Ⓒ রাক্ষাল দাস বন্দ্যোপাধ্যায় Ⓓ এ. এল. বাশাম ।
✍️ উত্তর: Ⓒ রাক্ষাল দাস বন্দ্যোপাধ্যায়।
📌 ব্যাখ্যা: মহেঞ্জোদাড়ো প্রথম বৈজ্ঞানিকভাবে খনন করেন রাক্ষাল দাস বন্দ্যোপাধ্যায়।
📝 90. কোন ধাতুর ব্যবহারের মাধ্যমে ব্রোঞ্জ যুগের সূচনা হয়?
Ⓐ তামা Ⓑ লোহা Ⓒ ব্রোঞ্জ Ⓓ স্বর্ণ ।
✍️ উত্তর: Ⓒ ব্রোঞ্জ।
📌 ব্যাখ্যা: ব্রোঞ্জ (তামা–দস্তা সংকর) ব্যবহারের ফলে ব্রোঞ্জ যুগ শুরু হয়।
📝 91. সিন্ধু সভ্যতার কাল কোন সময়ে ধরা হয়?
Ⓐ খ্রিঃপূঃ ১০০০ Ⓑ খ্রিঃপূঃ ৩০০০–২৫০০ Ⓒ খ্রিঃপূঃ ১৫০০–১০০০ Ⓓ খ্রিঃপূঃ ১২০০–১০০০ ।
✍️ উত্তর: Ⓑ খ্রিঃপূঃ ৩০০০–২৫০০।
📌 ব্যাখ্যা: অধিকাংশ ঐতিহাসিক সিন্ধু সভ্যতার সময়কাল খ্রিঃপূঃ ৩০০০–২৫০০ বলে মানেন।
📝 92. আর্যরা মূলত কোন সমাজব্যবস্থার অন্তর্গত ছিল?
Ⓐ কৃষিভিত্তিক Ⓑ জাতি Ⓒ পশুপালন সমাজ Ⓓ ভাষাগত গোষ্ঠী ।
✍️ উত্তর: Ⓒ পশুপালন সমাজ।
📌 ব্যাখ্যা: প্রাথমিক আর্যসমাজ ছিল পশুপালননির্ভর।
📝 93. কে ব্রাহ্মী লিপি প্রচলন করেন?
Ⓐ ব্রাহ্মী Ⓑ খারোষ্ঠী Ⓒ পালি Ⓓ সংস্কৃত ।
✍️ উত্তর: ⅇ ভুল বিকল্প
✔ সংশোধিত উত্তর: সম্রাট অশোক ব্রাহ্মী লিপি সর্বাধিক প্রচলিত করেন।
📌 ব্যাখ্যা: অশোকের শিলালিপিই ব্রাহ্মী লিপির প্রাচীনতম উল্লেখযোগ্য নিদর্শন।
📝 94. জৈন ধর্মে তীর্থঙ্করের সংখ্যা কত?
Ⓐ ১৬ Ⓑ ২২ Ⓒ ২৩ Ⓓ ২৪ ।
✍️ উত্তর: Ⓓ ২৪।
📌 ব্যাখ্যা: জৈন ধর্মে মোট ২৪ জন তীর্থঙ্কর পূজিত হন।
📝 95. প্রথম জৈন তীর্থঙ্কর কে?
Ⓐ পার্শ্বনাথ Ⓑ মহাবীর Ⓒ সিদ্ধার্থ Ⓓ শিলভদ্র ।
✍️ উত্তর: Ⓐ রিষভনাথ।
📌 ব্যাখ্যা: প্রাচীন জৈন ধর্মশাস্ত্রে রিষভনাথ প্রথম তীর্থঙ্কর হিসেবে উল্লেখিত।
📝 96. ধননন্দ কাদের হাতে পরাজিত হন?
Ⓐ অজাতশত্রু Ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য Ⓒ বিন্দুসার Ⓓ অশোক ।
✍️ উত্তর: Ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য।
📌 ব্যাখ্যা: চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করেন।
📝 97. চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন?
Ⓐ অজাতশত্রু Ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য Ⓒ বিন্দুসার Ⓓ অশোক ।
✍️ উত্তর: Ⓒ বিন্দুসার।
📌 ব্যাখ্যা: বিন্দুসার মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক।
📝 98. ৭৮ খ্রিষ্টাব্দ কার শাসনামলের সূচক?
Ⓐ ভূমক Ⓑ নাহপানা Ⓒ রুদ্রদামন Ⓓ কনিষ্ক ।
✍️ উত্তর: Ⓓ কনিষ্ক।
📌 ব্যাখ্যা: কনিষ্কের অভিষেক বর্ষ (৭৮ খ্রি) থেকেই শকাব্দ গণনা শুরু হয়।
📝 99. শক যুগ কোন সময়ে পড়েছে?
Ⓐ শুঙ্গ যুগ Ⓑ সাতবাহন যুগ Ⓒ শক যুগ Ⓓ কুষাণ যুগ ।
✍️ উত্তর: Ⓓ কুষাণ যুগ।
📌 ব্যাখ্যা: শকাব্দ কুষাণ সম্রাট কনিষ্কের শাসনকালে প্রচলিত হয়।
📝 100. গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
Ⓐ চন্দ্রগুপ্ত I Ⓑ শ্রীগুপ্ত Ⓒ সমুদ্রগুপ্ত Ⓓ স্কন্দগুপ্ত ।
✍️ উত্তর: Ⓑ শ্রীগুপ্ত।
📌 ব্যাখ্যা: গুপ্ত সাম্রাজ্যের সূচনা শ্রীগুপ্তের হাতেই হয়।
📝 101. “বিক্রমাদিত্য” উপাধি কার সাথে যুক্ত?
Ⓐ অশোক Ⓑ কনিষ্ক Ⓒ সমুদ্রগুপ্ত Ⓓ চন্দ্রগুপ্ত দ্বিতীয় ।
✍️ উত্তর: Ⓓ চন্দ্রগুপ্ত দ্বিতীয়।
📌 ব্যাখ্যা: চন্দ্রগুপ্ত দ্বিতীয় “বিক্রমাদিত্য” নামে বিখ্যাত।
📝 102. হর্ষবর্ধনের রাজধানী কর্ণসুবর্ণ কোন অঞ্চলে অবস্থিত ছিল?
Ⓐ সমতট Ⓑ তাম্রলিপ্ত Ⓒ কর্ণসুবর্ণ Ⓓ লক্ষ্ণৌতী ।
✍️ উত্তর: Ⓒ কর্ণসুবর্ণ।
📌 ব্যাখ্যা: কর্ণসুবর্ণ ছিল হর্ষবর্ধনের রাজনৈতিক রাজধানী।
☠️ 103. ‘Fo-Kuo-King’ গ্রন্থের রচয়িতা কে?
(A) ই-ত্সিং
(B) ফা-হিয়েন
(C) হিউয়েন সাঙ
(D) মেগাস্থিনিস
✔ উত্তর: (B) ফা-হিয়েন।
ব্যাখ্যা: ফা-হিয়েন ভারত সফরের বিবরণ লিপিবদ্ধ করে ‘Fo-Kuo-King’ রচনা করেন।
☠️ 104. “ভারতের ম্যাকিয়াভেলি” নামে কে পরিচিত ছিলেন?
(A) চাণক্য
(B) নানা ফারনবিস
(C) আবুল ফজল
(D) আলীবর্দি খান
✔ উত্তর: (A) চাণক্য।
ব্যাখ্যা: কৌটিল্য বা চাণক্য তাঁর ‘অর্থশাস্ত্র’-এ রাষ্ট্রনীতি ব্যাখ্যা করায় তাঁকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়।
☠️ 105. বাংলার প্রথম স্বাধীন রাজা কে?
(A) শশাঙ্ক
(B) গনেশ
(C) গোপাল
(D) মহাশেনগুপ্ত
✔ উত্তর: (A) শশাঙ্ক।
ব্যাখ্যা: সপ্তম শতকে শশাঙ্ক প্রথম স্বাধীন বাংলার শাসক হিসেবে পরিচিত।
☠️ 106. ‘দিব্য’ কার নেতৃত্বে পরিচালিত বিদ্রোহ?
(A) কৈবর্ত বিদ্রোহ
(B) কোল বিদ্রোহ
(C) মুন্ডা বিদ্রোহ
(D) সাঁওতাল বিদ্রোহ
✔ উত্তর: (A) কৈবর্ত বিদ্রোহ।
ব্যাখ্যা: ‘দিব্য’ ছিলেন বঙ্গদেশের কৈবর্ত বিদ্রোহের নেতা।
☠️ 107. অশোকের ব্রাহ্মী লিপি প্রথম পাঠোদ্ধার করেন কে?
(A) কানিংহাম
(B) প্রিন্সেপ
(C) আর.এল. মিত্র
(D) বার্জেস
✔ উত্তর: (B) প্রিন্সেপ।
ব্যাখ্যা: ১৮৩৭ সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন।
☠️ 108. সনধ্যাকর নন্দি কোন রাজবংশের রাজকবি ছিলেন?
(A) প্রতিহার
(B) রাষ্টকূট
(C) সেন
(D) পাল
✔ উত্তর: (C) সেন।
ব্যাখ্যা: সনধ্যাকর নন্দি ছিলেন সেন রাজবংশের রাজকবি ও ‘রামচরিত’-এর রচয়িতা।
☠️ 109. নিম্নের কোনটি ত্রিপিটকের অংশ নয়?
(A) জাতক
(B) বিনয়
(C) সূত্র
(D) অভিধম্ম
✔ উত্তর: (A) জাতক।
ব্যাখ্যা: জাতক বৌদ্ধ সাহিত্য হলেও ত্রিপিটকের তিন অংশ—বিনয়, সূত্র ও অভিধম্মর অন্তর্ভুক্ত নয়।
☠️ 110. বৌদ্ধ মতে চন্দ্রগুপ্ত মৌর্য কোন গোত্রভুক্ত ছিলেন?
(A) শূদ্র
(B) বৈশ্য
(C) ব্রাহ্মণ
(D) ক্ষত্রিয়
✔ উত্তর: (D) ক্ষত্রিয়।
ব্যাখ্যা: বৌদ্ধ গ্রন্থে তাঁকে মোরিয়া ক্ষত্রিয় বংশের বলা হয়েছে।
☠️ 111. গান্ধার শিল্পধারার ক্ষেত্রে কোনগুলি সঠিক?
(i) প্রথমবার বুদ্ধের প্রতিমা গড়া হয়
(ii) সাদা পাথর ব্যবহৃত
(iii) গ্রিক-বৌদ্ধ শিল্প নামেও পরিচিত
(iv) এর শিল্পকর্ম মাথুরার থেকে উন্নত
(A) i, ii এবং iii
(B) i এবং ii
(C) i এবং iv
(D) iii এবং iv
✔ উত্তর: (A) i, ii এবং iii।
ব্যাখ্যা: গান্ধার শিল্পে গ্রিক প্রভাব ছিল এবং প্রথম বুদ্ধমূর্তি গড়া হয়।
☠️ 112. ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কোন দেবতাকে উদ্দেশ্য করে রচিত?
(A) ইন্দ্র
(B) অগ্নি
(C) সাভিত্রী
(D) উষা
✔ উত্তর: (C) সাভিত্রী।
ব্যাখ্যা: গায়ত্রী মন্ত্র সূর্যদেব সাভিত্রীকে উদ্দেশ্য করে রচিত।
☠️ 113. জৈন ধর্মের প্রাচীন নাম কী?
(A) তীর্থঙ্কর
(B) জিন
(C) নিগ্রন্থ
(D) অরিহন্ত
✔ উত্তর: (C) নিগ্রন্থ।
ব্যাখ্যা: জৈন ধর্মের প্রাচীন অনুসারীরা ‘নিগ্রন্থ’ নামে পরিচিত ছিলেন।
☠️ 114. কলিঙ্গ যুদ্ধের উল্লেখ কোথায় পাওয়া যায়?
(A) ১৩ নম্বর শিলালিপি
(B) ১২ নম্বর শিলালিপি
(C) ভাঙ্কর শিলালিপি
(D) ৮ নম্বর শিলালিপি
✔ উত্তর: (A) ১৩ নম্বর শিলালিপি।
ব্যাখ্যা: অশোকের ১৩তম শিলালিপিতে ভয়াবহ কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে।
☠️ 115. ব্রাহ্মণদের ভূমি অনুদান প্রথম কোন রাজারা শুরু করেন?
(A) শুঙ্গ
(B) কান্ব
(C) সাতবাহন
(D) শক- কুষাণ
✔ উত্তর: (C) সাতবাহন।
ব্যাখ্যা: সাতবাহনরা প্রথম ব্রাহ্মণদের ভূমি অনুদান প্রদান শুরু করেন।
☠️ 116. কোন যুগে প্রথম কৃষিকাজ শুরু হয়?
(A) নব্যপ্রস্তর যুগ
(B) প্রস্তর যুগ
(C) মধ্যপ্রস্তর যুগ
(D) চালকোলিথিক যুগ
✔ উত্তর: (A) নব্যপ্রস্তর যুগ।
ব্যাখ্যা: নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষিকাজ শুরু করে স্থায়ী বসতি গড়ে।
☠️ 117. পাল রাজবংশের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন কোনটি?
(A) মাদুরাইয়ের মন্দির
(B) তাঞ্জোরের মন্দির
(C) কৈলাসনাথ মন্দির, এলোরার
(D) মহাবলীপুরমের রথ মন্দির
✔ উত্তর: (D) মহাবলীপুরমের রথ মন্দির।
ব্যাখ্যা: পাল আমলে মহাবলীপুরমের রথমন্দির শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত।
☠️ 118. গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী কে?
(A) ভট্ট
(B) বাণ
(C) চরক
(D) ভাগভট
✔ উত্তর: (D) ভাগভট।
ব্যাখ্যা: ভাগভট ছিলেন গুপ্তযুগের বিখ্যাত চিকিৎসাবিদ।
☠️ 119. বৌদ্ধ মতবাদ কোন গ্রন্থে পাওয়া যায়?
(A) জাতক
(B) শতপথ
(C) উপনিষদ
(D) ধম্মপদ
✔ উত্তর: (D) ধম্মপদ।
ব্যাখ্যা: বৌদ্ধ ধর্ম মতবাদ ধম্মপদে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে।
☠️ 120. মগধের পৌর প্রশাসনের তথ্য কোন উৎসে পাওয়া যায়?
(A) ইন্দ্র
(B) অর্থশাস্ত্র
(C) মুদ্রারাক্ষস
(D) অশোকের শিলালিপি
✔ উত্তর: (B) অর্থশাস্ত্র।
ব্যাখ্যা: কৌটিল্যের অর্থশাস্ত্রে মগধের প্রশাসন বিষয়ে বিশদ বিবরণ আছে।
☠️ 121. নিম্নের কোন দেবতা ঋগ্বেদীয় যুগের নয়?
(A) ইন্দ্র
(B) মরুত
(C) শিব
(D) অদিতি
✔ উত্তর: (C) শিব।
ব্যাখ্যা: শিব ঋগ্বেদীয় পর্যায়ের প্রধান দেবতা ছিলেন না।
☠️ 122. ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন?
(A) অগ্নিমিত্র শুঙ্গ
(B) পুষ্যমিত্র শুঙ্গ
(C) বসুদেব কান্ব
(D) গৌতমীপুত্র সাতকর্নি
✔ উত্তর: (A) অগ্নিমিত্র শুঙ্গ।
ব্যাখ্যা: ব্যাকরণবিদ পতঞ্জলি অগ্নিমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন।
☠️ 123. চালুক্য সাম্রাজ্যের সূচনা কোথায়?
(A) গুজরাট
(B) মালব
(C) দাক্ষিণাত্য
(D) দক্ষিণ ভারত
✔ উত্তর: (C) দাক্ষিণাত্য।
ব্যাখ্যা: চালুক্য সাম্রাজ্য দাক্ষিণাত্য অঞ্চলে প্রতিষ্ঠিত হয়।
☠️ 124. ‘সভা’ ও ‘সমিতি’ কোন সমাজের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল?
Ⓐ ঋগ্বেদীয় আর্য Ⓑ দ্রাবিড় Ⓒ ভারতের পাহাড়ি উপজাতি Ⓓ সিন্ধু সভ্যতার লোক
✔ উত্তর: Ⓐ ঋগ্বেদীয় আর্য।
ব্যাখ্যা: ঋগ্বেদীয় যুগে ‘সভা’ ও ‘সমিতি’ ছিল জনগণের পরামর্শমূলক গণসমিতি।
☠️ 125. ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা কে?
Ⓐ গন্ডোফার্নেস Ⓑ মেগাস্থিনিস Ⓒ ভিনসেন্ট স্মিথ Ⓓ উইলিয়াম
✔ উত্তর: Ⓑ মেগাস্থিনিস।
ব্যাখ্যা: সেলিউকাসের রাষ্ট্রদূত মেগাস্থিনিস ভারত ভ্রমণের বিবরণ ‘ইন্ডিকা’ গ্রন্থে লিপিবদ্ধ করেন।
☠️ 126. ‘আলাহাবাদ স্তম্ভ’ লিপির রচয়িতা কে?
Ⓐ হরিশেন Ⓑ রাবিকীর্তি Ⓒ রুদ্রদামন Ⓓ বাণভট্ট
✔ উত্তর: Ⓐ হরিশেন।
ব্যাখ্যা: সম্রাট সমুদ্রগুপ্তের গুণকীর্তনসমৃদ্ধ আলাহাবাদ স্তম্ভলিপি রচনা করেন কবি হরিশেন।
☠️ 127. ‘সি-ইউ-কি’ এর রচয়িতা কে?
Ⓐ হিউয়েন-সাঙ Ⓑ ফা-হিয়েন Ⓒ মেগাস্থিনিস Ⓓ ই–ত্সিং
✔ উত্তর: Ⓐ হিউয়েন-সাঙ।
ব্যাখ্যা: সপ্তম শতকে ভারত ভ্রমণ শেষে হিউয়েন সাঙ তাঁর ভ্রমণবৃত্তান্ত ‘সি-ইউ-কি’ রচনা করেন।
☠️ 128. ‘অঙ্কোরভাট’ মন্দির নির্মাণ করেন কে?
Ⓐ চন্দ্রগুপ্ত দ্বিতীয় Ⓑ আর্যভট্ট Ⓒ সুর্যবর্মণ Ⓓ কনিষ্ক
✔ উত্তর: Ⓒ সুর্যবর্মণ।
ব্যাখ্যা: কম্বোডিয়ার খেমার রাজা সুর্যবর্মণ দ্বিতীয় দ্বাদশ শতকে অঙ্কোরভাট নির্মাণ করেন।
☠️ 129. প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ কে ছিলেন?
Ⓐ কলহন Ⓑ আর্যভট্ট Ⓒ রুদ্রসেন Ⓓ আবুল ফজল
✔ উত্তর: Ⓑ আর্যভট্ট।
ব্যাখ্যা: আর্যভট্ট ছিলেন গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী।
☠️ 130. শিখদের দশম ও শেষ গুরু কে ছিলেন?
(ক) গুরু রাম দাস (খ) গুরু হরগোবিন্দ (গ) গুরু গোবিন্দ (ঘ) গুরু তেগ বাহাদুর
✔ উত্তর: (গ) গুরু গোবিন্দ।
ব্যাখ্যা: গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের ১০ম এবং শেষ মানবগুরু।
☠️ 131. দাক্ষিণাত্য জয়ের জন্য প্রথম অভিযান কোন সুলতান পরিচালনা করেন?
(ক) আলাউদ্দিন খিলজি (খ) বলবন (গ) ফিরোজ তুঘলক (ঘ) মুহম্মদ বিন তুঘলক
✔ উত্তর: (ক) আলাউদ্দিন খিলজি।
ব্যাখ্যা: দিল্লি সালতানাত থেকে দাক্ষিণাত্য জয় প্রথম শুরু করেন আলাউদ্দিন খিলজি।
☠️ 132. ১৫২৬ সালের পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
(ক) বাবর ও ইব্রাহিম লোদী (খ) বাবর ও রানা সাঙা (গ) বাবর ও শের খাঁ (ঘ) আকবর ও হিমু
✔ উত্তর: (ক) বাবর ও ইব্রাহিম লোদী।
ব্যাখ্যা: ১৫২৬ সালে বাবরের হাতে ইব্রাহিম লোদী পরাজিত হন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়।
☠️ 133. ‘দীন-ই-ইলাহি’ কে প্রবর্তন করেন?
(ক) বাবর (খ) আকবর (গ) জাহাঙ্গীর (ঘ) শাহজাহান
✔ উত্তর: (খ) আকবর।
ব্যাখ্যা: ধর্মীয় সমন্বয়ের উদ্দেশ্যে আকবর ১৫৮২ সালে ‘দীন-ই-ইলাহি’ চালু করেন।
☠️ 134. কোন মুঘল সম্রাট প্রথম ‘আলমগীর’ উপাধি ধারণ করেছিলেন?
(ক) আকবর (খ) জাহাঙ্গীর (গ) আওরঙ্গজেব (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
✔ উত্তর: (গ) আওরঙ্গজেব।
ব্যাখ্যা: আওরঙ্গজেব নিজেকে ‘আলমগীর’ নামে পরিচিত করেন যার অর্থ পৃথিবী জয়ী।
☠️ 135. ‘ভারতের তোতাপাখি’ নামে কে পরিচিত ছিলেন?
(ক) জিমুতবাহন (খ) আল-বিরুনি (গ) ইবনে-বাতুতা (ঘ) আমির খসরু
✔ উত্তর: (ঘ) আমির খসরু।
ব্যাখ্যা: অসামান্য সাহিত্য প্রতিভার জন্য আমির খসরুকে ‘ভারতের তোতাপাখি’ বলা হতো।
☠️ 136. দিল্লির শেষ সুলতান কে ছিলেন?
(ক) ফিরোজ তুঘলক (খ) বাহলুল খান লোদী (গ) ইব্রাহিম লোদী (ঘ) সিকান্দার লোদী
✔ উত্তর: (গ) ইব্রাহিম লোদী।
ব্যাখ্যা: ১৫২৬ সালে পানিপথের যুদ্ধে পরাজয়ের মাধ্যমে ইব্রাহিম লোদীর শাসনের সাথে দিল্লি সুলতানাতের অবসান ঘটে।
☠️ 137. কোন দিল্লি সুলতান প্রথম উত্তর–পশ্চিম সীমান্ত নীতি চালু করেন?
(ক) ইলতুৎমিশ (খ) বলবন (গ) রাজিয়া (ঘ) আলাউদ্দিন খিলজি
✔ উত্তর: (খ) বলবন।
ব্যাখ্যা: মঙ্গোল আক্রমণ ঠেকাতে বলবন শক্তিশালী সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন।
☠️ 138. ‘অমুক্তমাল্যদা’ গ্রন্থটি কে রচনা করেন?
(ক) মাধবাচার্য (খ) রামানুজ (গ) কৃষ্ণদেব রায় (ঘ) মালাধর বসু
✔ উত্তর: (গ) কৃষ্ণদেব রায়।
ব্যাখ্যা: বিজয়নগর রাজা কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় ‘অমুক্তমাল্যদা’ রচনা করেন।
📝 139. দিল্লি সালতানাতের নিম্নলিখিত রাজবংশগুলির সঠিক কালানুক্রমিক ক্রম নির্বাচন করুন।
(ক) লোদি, ইলবারি তুর্কি, তুঘলক, খিলজি (খ) ইলবারি তুর্কি, খিলজি, তুঘলক, লোদি (গ) তুঘলক, খিলজি, লোদি, ইলবারি তুর্কি (ঘ) খিলজি, লোদি, তুঘলক, ইলবারি তুর্কি
✍️ উত্তর: (খ) ইলবারি তুর্কি, খিলজি, তুঘলক, লোদি।
📝 140. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন?
(ক) হুমায়ুন (খ) আকবর (গ) শাহজাহান (ঘ) আওরঙ্গজেব
✍️ উত্তর: (খ) আকবর।
📝 141. কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন?
(ক) খসরু (খ) সেলিম (গ) আজিমুশান (ঘ) খুররম
✍️ উত্তর: (খ) সেলিম।
📝 142. নিচের কোন জোড়াটি মিলছে না?
(ক) জৌনপুর – আতালা মসজিদ (খ) মালওয়া – জাহাজমহল (গ) আজমির – কুব্বাতুল ইসলাম (ঘ) গৌড় – বড় সোনা মসজিদ
✍️ উত্তর: (গ) আজমির – কুব্বাতুল ইসলাম।
📝 143. হুমায়ুননামা কে লিখেছেন?
(ক) গুলবদন বেগম (খ) হুমায়ুন (গ) বীরবল (ঘ) আবুল ফজল
✍️ উত্তর: (ক) গুলবদন বেগম।
📝 144. ভারতে প্রথমবার ‘তুলঘুমা’ সামরিক কৌশল হিসেবে কে ব্যবহার করেন?
(ক) আলাউদ্দিন খিলজি (খ) মুহাম্মদ বিন তুঘলক (গ) বাবর (ঘ) আকবর
✍️ উত্তর: (গ) বাবর।
📝 145. চাঁদ বিবি কোন দাক্ষিণাত্য সুলতানিতে রাজত্ব করেছিলেন?
(ক) বিজাপুর (খ) বেরার (গ) আহমেদনগর (ঘ) গোলকোন্ডা
✍️ উত্তর: (গ) আহমেদনগর।
📝 146. কে দিল্লি সালতানাতের ইকতা, সেনাবাহিনী, মুদ্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা গুছিয়ে সংগঠিত করেন?
(ক) শামসুদ্দিন ইলতুৎমিশ (খ) গিয়াসউদ্দিন বলবন (গ) মুহাম্মদ বিন তুঘলক (ঘ) আলাউদ্দিন খিলজি
✍️ উত্তর: (ক) শামসুদ্দিন ইলতুৎমিশ।
📝 147. কোন মুঘল রাজপুত্র উপনিষদের ফারসি অনুবাদের ব্যবস্থা করেছিলেন?
(ক) বাবর (খ) আকবর (গ) শাহজাহান (ঘ) দারা সুকোহ
✍️ উত্তর: (ঘ) দারা সুকোহ।
📝 148. কোন রাজবংশকে আরব পরিব্রাজকরা ‘বলহার’ নামে অভিহিত করেছিলেন?
(ক) চালুক্য (খ) চোল (গ) রাষ্ট্রকূট (ঘ) পাণ্ড্য
✍️ উত্তর: (গ) রাষ্ট্রকূট।
📝 149. ইবনে বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন?
(ক) আকবর (খ) শেরশাহ (গ) মুহাম্মদ বিন তুঘলক (ঘ) আলাউদ্দিন খিলজি
✍️ উত্তর: (গ) মুহাম্মদ বিন তুঘলক।
📝 150. কোন সুলতান সিংহাসনে আরোহণের আগে দাস ছিলেন না?
(ক) কুতুব-উদ্দিন আইবক (খ) ইলতুৎমিশ (গ) আলাউদ্দিন খিলজি (ঘ) বলবন
✍️ উত্তর: (গ) আলাউদ্দিন খিলজি।
📝 151. মানসব অর্থ কী?
(ক) একটি পদ বা পদ (খ) একজন সামরিক জেনারেল (গ) রাজস্বমুক্ত জমির অনুদান (ঘ) একটি ধর্মীয় গ্রন্থ
✍️ উত্তর: (ক) একটি পদ বা পদ।
📝 152. কোন তুর্কি সুলতান ইকতা প্রথা চালু করেন?
(ক) আলাউদ্দিন খিলজি (খ) বলবন (গ) ইলতুৎমিশ (ঘ) মুহাম্মদ বিন তুঘলক
✍️ উত্তর: (গ) ইলতুৎমিশ।
📝 153. ত্রয়োদশ শতাব্দীতে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছিলেন?
(ক) তৈমুর (খ) ইকতিয়ারউদ্দিন বিন বক্তিয়ার খিলজি (গ) চেঙ্গেস খান (ঘ) আবদুর রহিম খান ই খানান
✍️ উত্তর: (খ) ইকতিয়ারউদ্দিন বিন বক্তিয়ার খিলজি।
📝 154. ‘রামচরিতমানস’ কে লিখেছেন?
(ক) হরিসেন (খ) হর্ষবর্ধন (গ) তুলসীদাস (ঘ) জয়দেব
✍️ উত্তর: (গ) তুলসীদাস।
📝 155. খুৎবা ছিল—
(ক) শুক্রবারের নামাজে শাসকের নামে পাঠ করা খুতবা (খ) একটি রাজকীয় আদেশ (গ) একটি ধর্মীয় ডিক্রি (ঘ) একটি কর
✍️ উত্তর: (ক) শুক্রবারের নামাজে শাসকের নামে পাঠ করা খুতবা।
📝 156. খাজুরাহো, ‘দেবতাদের শহর’ নামটি প্রথম উল্লেখ করেছিলেন—
(ক) ইবনে বতুতা (খ) ইবনে সিনা (গ) আবু রিহান আলবেরুনি (ঘ) ওমর খৈয়াম
✍️ উত্তর: (গ) আবু রিহান আলবেরুনি।
📝 157. কোন মধ্যযুগীয় শাসক আইন-ই-দহসালা প্রবর্তন করেছিলেন?
(ক) বলবন (খ) ফিরোজ তুঘলক (গ) শেরশাহ (ঘ) আকবর
✍️ উত্তর: (ঘ) আকবর।
📝 158. সন্ধ্যাকর নন্দী ছিলেন কার সভাকবি?
(ক) মৌর্য (খ) সেনস (গ) হুসেন শাহিস (ঘ) পালাস
✍️ উত্তর: (খ) সেনস।
📝 159. বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করেন?
(ক) দেবপাল (খ) ধর্মপাল (গ) রামপাল (ঘ) শশাঙ্ক
✍️ উত্তর: (খ) ধর্মপাল।
📝 160. ‘অমুক্তমাল্যদা’ কে লিখেছেন?
(ক) রাজরাজ চোল (খ) হর্ষবর্ধন (গ) দেব রায় (ঘ) কৃষ্ণদেব রায়
✍️ উত্তর: (ঘ) কৃষ্ণদেব রায়।
📝 161. নয়ঙ্করা পদ্ধতির সাথে সম্পর্কিত ছিল—
(ক) বাহমানি রাজ্য (খ) চোল সাম্রাজ্য (গ) মারাঠা রাজ্য (ঘ) বিজয়নগর সাম্রাজ্য
✍️ উত্তর: (ঘ) বিজয়নগর সাম্রাজ্য।
📝 162. নিম্নলিখিতদের মধ্যে কে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন?
(ক) আলাউদ্দিন খিলজি (খ) আকবর (গ) মুহাম্মদ বিন তুঘলক (ঘ) জাহাঙ্গীর
✍️ উত্তর: (ক) আলাউদ্দিন খিলজি।
📝 163. বিজয়নগর সাম্রাজ্যে সবচেয়ে বড় আমদানিকৃত পণ্য ছিল—
(ক) মুক্তা (খ) মূল্যবান পাথর (গ) ঘোড়া (ঘ) সিল্ক
✍️ উত্তর: (গ) ঘোড়া।
📝 164. ‘রাজতরঙ্গিনী’ কে লিখেছেন?
(ক) মেগাস্থিনিস (খ) কালহন (গ) আল-বেরুনী (ঘ) হেরোডোটাস
✍️ উত্তর: (খ) কালহন।
📝 165. তরাইনের প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?
(ক) ১১৭৫ খ্রি. (খ) ১৯৯১ খ্রি. (গ) ১১৯২ খ্রি. (ঘ) ১২০৬ খ্রি.
✍️ উত্তর: (গ) ১১৯২ খ্রি.
📝 166. ‘জাবতি’ বলতে বোঝায়—
(ক) অনুমান (খ) প্রতি ইউনিট ক্ষেত্রের উৎপাদন (গ) ফসলের উৎপাদনের উপর ভিত্তি করে (ঘ) মোট ফলনের ১০ ভাগ
✍️ উত্তর: (গ) ফসলের উৎপাদনের উপর ভিত্তি করে।
📝 167. ‘মিতাক্ষরা’ স্পষ্টভাবে কী নির্দেশ করে?
(ক) জ্যোতির্বিদ্যার উপর রচনা (খ) প্রাচীন হিন্দু উত্তরাধিকার আইনের গ্রন্থ (গ) জলজ পালন সম্পর্কিত লেখা (ঘ) ঔষধ সংকলন
✍️ উত্তর: (খ) প্রাচীন হিন্দু উত্তরাধিকার আইনের গ্রন্থ।
📝 168. দাক্ষিণাত্য অভিযানের সময় আলাউদ্দিন খিলজির বাহিনীর সেনাপতি ছিলেন—
(ক) আনিয়ুল মুলক মুলতানি (খ) নুসরাত খান (গ) মালিক কাফুর (ঘ) উলুঘ খান
✍️ উত্তর: (গ) মালিক কাফুর।
📝 169. কোন বছরে আকবর ইবাদতখানা নির্মাণ করেন?
(ক) ১৫৭৫ খ্রি. (খ) ১৫৬৮ খ্রি. (গ) ১৫৭১ খ্রি. (ঘ) ১৫৬২ খ্রি.
✍️ উত্তর: (ক) ১৫৭৫ খ্রি.
📝 170. কাবুলিয়াত ও পাট্টা বসতি প্রবর্তন করেন—
(ক) শেরশাহ (খ) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ (গ) বাহিউল খান লোদী (ঘ) হুমায়ুন
✍️ উত্তর: (ক) শেরশাহ।
📝 171. ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে নির্মাণ করেন?
(ক) শাহজাহান (খ) আওরঙ্গজেব (গ) আকবর (ঘ) জাহাঙ্গীর
✔ উত্তর: (গ) আকবর।
📝 172. মালিক কাফুর ছিলেন কার সেনাপতি?
(ক) ফিরুজ শাহ তুঘলক (খ) চন্দ্রগুপ্ত মৌর্য (গ) বিম্বিসার (ঘ) আলাউদ্দিন খিলজি
✔ উত্তর: (ঘ) আলাউদ্দিন খিলজি।
📝 173. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক ছিলেন না?
(ক) মান সিং (খ) অমর সিং (গ) উদয় সিং (ঘ) যশবন্ত সিং
✔ উত্তর: (গ) উদয় সিং।
📝 174. কে ‘হৈন্দব ধর্মোদ্ধারক’ উপাধি গ্রহণ করেছিলেন?
(ক) গুরু রামদাস (খ) শিবাজি (গ) বাজি রাও প্রথম (ঘ) বালাজি বাজি রাও
✔ উত্তর: (খ) শিবাজি।
📝 175. ‘খালসা’ প্রতিষ্ঠা করেন কে?
(ক) গুরু তেগ বাহাদুর (খ) গুরু নানক (গ) গুরু গোবিন্দ সিং (ঘ) গুরু হরগোবিন্দ
✔ উত্তর: (গ) গুরু গোবিন্দ সিং।
📝 176. কিতাব-উল-হিন্দ কে রচনা করেন?
(ক) আল-মাসুদী (খ) আল-বিরুনি (গ) সুলাইমান (ঘ) ফিরদৌসী
✔ উত্তর: (খ) আল-বিরুনি।
📝 177. ‘গঙ্গাইকোণ্ডচোলা’ উপাধি কে ধারণ করেছিলেন?
(ক) রাজেন্দ্র প্রথম (খ) রাজারাজা প্রথম (গ) রাজাধিরাজ প্রথম (ঘ) কুলোটুঙ্গা
✔ উত্তর: (ক) রাজেন্দ্র প্রথম।
📝 178. ‘চাহালগনি’ সম্ভ্রান্তদের ক্ষমতা কে ভেঙে দেন?
(ক) গিয়াসউদ্দিন বলবন (খ) ইলতুৎমিশ (গ) আলাউদ্দিন খিলজি (ঘ) মুহাম্মদ বিন তুঘলক
✔ উত্তর: (ক) গিয়াসউদ্দিন বলবন।
📝 179. বাজার নিয়ন্ত্রণ নীতি কে প্রবর্তন করেন?
(ক) ফিরোজ শাহ তুঘলক (খ) মুহাম্মদ বিন তুঘলক (গ) আলাউদ্দিন খিলজি (ঘ) সিকান্দার লোদি
✔ উত্তর: (গ) আলাউদ্দিন খিলজি।
📝 180. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দীন-ই-ইলাহিতে যোগ দেন?
(ক) মান সিং (খ) টোডারমল (গ) ভগবন্ত দাস (ঘ) বীরবল
✔ উত্তর: (ঘ) বীরবল।
📝 181. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ‘সতী’ প্রথা প্রথম নিষিদ্ধ হয়?
(ক) জাহাঙ্গীর (খ) শাহজাহান (গ) আকবর
✔ উত্তর: (গ) আকবর।
182. দিল্লির সুলতান যিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন তিনি ছিলেন
(ক) কুতুবুদ্দিন আইবক (খ) ইলতুৎমিশ (গ) মুহাম্মদ-বিন-তুঘলক (ঘ) ফিরোজ শাহ তুঘলক।
✔ উত্তর: (গ) মুহাম্মদ-বিন-তুঘলক।
ব্যাখ্যা: ১৩২৭ সালে মুহাম্মদ-বিন-তুঘলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন।
183. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর গবেষণার জন্য সুপরিচিত?
(ক) সুমিত সরকার (খ) যদুনাথ সরকার (গ) শুভাশুচি চন্দ্র সরকার (ঘ) এস. গোপাল।
✔ উত্তর: (খ) যদুনাথ সরকার।
ব্যাখ্যা: যদুনাথ সরকার মুঘল যুগ বিশেষত আওরঙ্গজেবের সময় নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন।
184. কোন মুঘল সম্রাট তাঁর নিজের আত্মজীবনী লিখেছিলেন?
(ক) বাবর (খ) আকবর (গ) শাহজাহান (ঘ) আওরঙ্গজেব।
✔ উত্তর: (ক) বাবর।
ব্যাখ্যা: বাবর তাঁর আত্মজীবনী “বাবরনামা” তুর্কি ভাষায় লেখেন।
185. সুলহ-ই-কুল নীতি প্রবর্তন করেন
(ক) আকবর (খ) আওরঙ্গজেব (গ) জাহান্দার শাহ (ঘ) মোহাম্মদ শাহ।
✔ উত্তর: (ক) আকবর।
ব্যাখ্যা: আকবর সকল ধর্মাবলম্বীর সমান মর্যাদা ও সহিষ্ণুতার নীতি হিসেবে সুলহ-ই-কুল গ্রহণ করেন।
186. রানা প্রতাপ কোন রাজপুত বংশের অন্তর্ভুক্ত ছিলেন?
(ক) কাচোয়া (খ) সিসোদিয়া (গ) সোলাঙ্কি (ঘ) পরমারা।
✔ উত্তর: (খ) সিসোদিয়া।
ব্যাখ্যা: রানা প্রতাপ মেওয়ারের সিসোদিয়া রাজবংশের শাসক ছিলেন।
187. অষ্টদিগজগণের পৃষ্ঠপোষকতা করেছিলেন
(ক) দেব রায় প্রথম (খ) দেব রায় দ্বিতীয় (গ) বীর নৃসিংহ (ঘ) কৃষ্ণদেব রায়।
✔ উত্তর: (ঘ) কৃষ্ণদেব রায়।
ব্যাখ্যা: কৃষ্ণদেব রায় তাঁর সভায় আটজন শ্রেষ্ঠ কবিকে আশ্রয় দিয়েছিলেন, যাদের বলা হত অষ্টদিগজ।
188. আওরঙ্গজেব কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিখ গুরু ছিলেন
(ক) তেগ বাহাদুর (খ) নানক (গ) গোবিন্দ সিং (ঘ) অর্জুন দেব।
✔ উত্তর: (ক) তেগ বাহাদুর।
ব্যাখ্যা: ধর্মরক্ষার সংগ্রামে গুরু তেগ বাহাদুরকে আওরঙ্গজেব মৃত্যুদণ্ড দেন (১৬৭৫)।
189. সৎনামী বিদ্রোহ সংঘটিত হয়েছিল
(ক) আকবর (খ) জাহাঙ্গীর (গ) শাহজাহান (ঘ) আওরঙ্গজেব।
✔ উত্তর: (ঘ) আওরঙ্গজেব।
ব্যাখ্যা: সৎনামী বিদ্রোহ ১৬৭২ সালে আওরঙ্গজেবের শাসনামলে হরিয়ানায় শুরু হয়।
190. ‘রাজমনামা’ ছিল ফারসি অনুবাদ
(ক) উপনিষদ (খ) রামায়ণ (গ) গীতা (ঘ) মহাভারত।
✔ উত্তর: (ঘ) মহাভারত।
ব্যাখ্যা: আকবরের আমলে মহাভারতের ফারসি অনুবাদ ‘রাজমনামা’ নামে পরিচিত হয়।
191. ‘আইন-ই-আকবরী’ এর লেখক ছিলেন
(ক) বাদায়ুনী (খ) আবুল ফজল (গ) শেখ মুবারক (ঘ) ফয়েজী।
✔ উত্তর: (খ) আবুল ফজল।
ব্যাখ্যা: আবুল ফজল রচিত ‘আইন-ই-আকবরী’ আকবরের শাসনব্যবস্থা ও প্রশাসনিক সংগঠনের গুরুত্বপূর্ণ বিবরণী।
192. নিচের কোনটি বলবন আমলের বিবরণ দেয়?
(ক) তাহকীক-ই-হিন্দ (খ) শাহনামা (গ) তারিখ-ই-ফিরোজ শাহী (ঘ) উপরের কোনটিই নয়।
✔ উত্তর: (গ) তারিখ-ই-ফিরোজ শাহী।
ব্যাখ্যা: জিয়াউদ্দিন বারানী রচিত এই গ্রন্থে বলবনসহ তুঘলক যুগের ইতিহাস বর্ণিত হয়েছে।
193. ইসলামের সাথে ভারতের প্রথম যোগাযোগ ঘটে কোন মাধ্যমে?
(ক) সপ্তম শতাব্দীতে সিন্ধুতে আরব আক্রমণ (খ) একাদশ-দ্বাদশ শতকের তুর্কি আক্রমণ (গ) মালাবার উপকূলের আরব বণিকরা (ঘ) সুফি সাধক ও আরব ভ্রমণকারীরা।
✔ উত্তর: (গ) মালাবার উপকূলের আরব বণিকরা।
ব্যাখ্যা: খ্রিস্টাব্দ ৬২৯ সাল থেকেই কেরালা উপকূলে আরব ব্যবসায়ীদের মাধ্যমে ইসলামের আগমন ঘটে।
194. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটে কোন রাজত্বকালে?
(ক) বলবন (খ) রাজিয়া (গ) জালালুদ্দিন খলজি (ঘ) ফিরোজ তুঘলক।
✔ উত্তর: (গ) জালালুদ্দিন খলজি।
ব্যাখ্যা: যাদব রাজ্যের সময় দক্ষিণ ভারতে প্রথম মুসলিম আক্রমণ খলজি আমলেই সংঘটিত হয়।
195. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত?
(ক) বিজাপুর (খ) গোলকুন্ডা (গ) হাম্পি (ঘ) বরোদা।
✔ উত্তর: (গ) হাম্পি।
ব্যাখ্যা: কর্ণাটকে অবস্থিত হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল।
196. কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন?
(ক) ধর্মপাল (খ) ধ্রুব (গ) দেবপাল (ঘ) বল্লাল সেন।
✔ উত্তর: (ক) ধর্মপাল।
ব্যাখ্যা: পাল সম্রাট ধর্মপাল বিহারে বিখ্যাত বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
197. অষ্টম–দশম শতকে উত্তর ভারতের ত্রিপক্ষীয় সংগ্রামে কারা অংশ নেয়?
(ক) পাল, চোল, পল্লব (খ) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট (গ) চোল, প্রতিহার, রাষ্ট্রকূট (ঘ) পাল, চোল, রাষ্ট্রকূট।
✔ উত্তর: (খ) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট।
ব্যাখ্যা: উত্তর ভারতের আধিপত্যের জন্য এ তিন রাজবংশ ত্রিপক্ষীয় সংগ্রামে লিপ্ত হয়।
198. নিচের কে দীন-ই-ইলাহির সদস্য হয়েছিলেন?
(ক) রাজা মান সিং (খ) টোডারমল (গ) তানসেন (ঘ) রাজা বীরবল।
✔ উত্তর: (ঘ) রাজা বীরবল।
ব্যাখ্যা: আকবর প্রদত্ত দীন-ই-ইলাহিতে প্রথম যোগদান করেন বীরবল।
199. তাক্কাভি কী ছিল?
(ক) কৃষকদের ঋণ (খ) উর্বর জমির এক শ্রেণি (গ) হিন্দুদের উপর কর (ঘ) অনুর্বর জমি।
✔ উত্তর: (ক) কৃষকদের ঋণ।
ব্যাখ্যা: মুহাম্মদ-বিন-তুঘলক কৃষকদের সহায়তার জন্য কম সুদের কৃষিঋণ ‘তাক্কাভি’ চালু করেন।
200. মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল—
(ক) উর্দু (খ) ফারসি (গ) ফারসি ও স্থানীয় ভাষা (ঘ) তুর্কি।
✔ উত্তর: (খ) ফারসি।
ব্যাখ্যা: মুঘল প্রশাসন থেকে দরবারের নথিপত্র সবকিছুই ফারসিতে লেখা হতো।
201. দুই-আস্পাহ সিহ-আস্পাহ ব্যবস্থা কে প্রবর্তন করেন?
(ক) শাহজাহান (খ) আকবর (গ) জাহাঙ্গীর (ঘ) আওরঙ্গজেব।
✔ উত্তর: (গ) জাহাঙ্গীর।
ব্যাখ্যা: ম mansabdari সেনাবাহিনীর অশ্বারোহী শক্তি পরিমাপের বিশেষ পদ্ধতি সিহ-আস্পাহ চালু করেছিলেন জাহাঙ্গীর।
202. টোডারমল রাজস্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত যা নামে পরিচিত।
(ক) নাসাক (খ) ঘল্লা বকশি (গ) জাবতি (ঘ) কানকুট
✔ উত্তর: (গ) জাবতি
ব্যাখ্যা: আকবরের আমলে রাজা টোডারমল যে রাজস্ব পদ্ধতি চালু করেন, তা ‘জাবতি’ নামে পরিচিত ছিল। এতে ১০ বছরের গড় উৎপাদনের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা হতো।
203. আবুল ফজল যে মুঘল চিত্রশিল্পীর কথা উল্লেখ করেননি তাকে চিহ্নিত করুন।
(ক) ফারুক (খ) মুশকিন (গ) মনসুর (ঘ) মুকুন্দ
✔ উত্তর: (ক) ফারুক।
ব্যাখ্যা: আকবরের দরবারে বহু বিখ্যাত শিল্পী ছিলেন এবং আবুল ফজল তার ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে তাদের তালিকা উল্লেখ করেছেন। ফারুক নামটি সেই তালিকায় নেই, তাই তিনিই সঠিক উত্তর।
204. দাস রাজবংশের নিম্নলিখিত কোন সুলতান দাস ছিলেন না?
(ক) কুতুবউদ্দিন আইবক (খ) ইলতুৎমিশ (গ) রাজিয়া (ঘ) বলবন
✔ উত্তর: (ঘ) বলবন।
ব্যাখ্যা: কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশ দু’জনেই দাস ছিলেন এবং সুলতান হন। রাজিয়া ইলতুৎমিশের কন্যা। কিন্তু বলবন জন্মসূত্রে দাস ছিলেন না; পরবর্তীকালে তিনি সুলতান হন।
205. কার শাসনামলে রাজস্ব বন্দোবস্তের জাবতি ব্যবস্থা চালু হয়েছিল?
(ক) আলাউদ্দিন খিলজি (খ) শেরশাহ (গ) আকবর (ঘ) শাহজাহান
✔ উত্তর: (গ) আকবর।
ব্যাখ্যা: আকবরের আমলে অর্থমন্ত্রী রাজা টোডরমল জাবতি পদ্ধতি চালু করেন। এতে ১০ বছরের গড় উৎপাদনের ভিত্তিতে রাজস্ব নির্ধারিত হতো।
☠️ 206. মুঘল সম্রাট শাহজাহান মারা যান
(২২ জানুয়ারী, আগ্রা দুর্গ)
Ⓐ ১৬৫৮ খ্রি. Ⓑ ১৬৫৯ খ্রি. Ⓒ ১৬৬৬ খ্রি. Ⓓ ১৬৭০ খ্রি।
✔ উত্তর: Ⓒ ১৬৬৬ খ্রি।
☠️ 207. বাহমানি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(১৩৪৭, গুলবাগা)
Ⓐ আলাউদ্দিন হাসান বাহমান শাহ Ⓑ মুহাম্মদ শাহ প্রথম Ⓒ ফিরোজ শাহ Ⓓ আহমদ শাহ।
✔ উত্তর: Ⓐ আলাউদ্দিন হাসান বাহমান শাহ।
☠️ 208. সুফিবাদ ভারতে পৌঁছেছে
Ⓐ একাদশ শতাব্দী Ⓑ দ্বাদশ শতাব্দী Ⓒ চতুর্দশ শতাব্দী Ⓓ ত্রয়োদশ শতাব্দী।
✔ উত্তর: Ⓑ দ্বাদশ শতাব্দী।
☠️ 209. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?
Ⓐ ১৬০৫ খ্রি. Ⓑ ১৭০৭ খ্রি. Ⓒ ১৭৫৭ খ্রি. Ⓓ ১৫৫৬ খ্রি।
✔ উত্তর: Ⓓ ১৫৫৬ খ্রি।
☠️ 210. দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(১২০৬)
Ⓐ মুহাম্মদ ঘোরি Ⓑ কুতুবুদ্দিন আইবক Ⓒ ইলতুৎমিশ Ⓓ গিয়াসউদ্দিন বলবন।
✔ উত্তর: Ⓑ কুতুবুদ্দিন আইবক।
☠️ 211. জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত?
Ⓐ আগ্রা Ⓑ দিল্লি Ⓒ লাহোর Ⓓ শ্রীনগর।
✔ উত্তর: Ⓒ লাহোর।
☠️ 212. মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার ধারণাটি তুলে ধরেন—
(হিন্দু পদ পাদশাহী)
Ⓐ শিবাজি Ⓑ বালাজি বিশ্বনাথ Ⓒ বাজি রাও Ⓓ বাজি রাও দ্বিতীয়।
✔ উত্তর: Ⓑ বালাজি বিশ্বনাথ।
☠️ 213. মুহাম্মদ-বিন-কাসিম কোন সালে সিন্ধু জয় করেন?
(আরোরের যুদ্ধ)
Ⓐ ৭১২ খ্রিস্টাব্দ Ⓑ ৭১৫ খ্রিস্টাব্দ Ⓒ ৭১৮ খ্রিস্টাব্দ Ⓓ ৭২১ খ্রিস্টাব্দ।
✔ উত্তর: Ⓐ ৭১২ খ্রিস্টাব্দ।
☠️ 214. গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন?
(1002–1030)
Ⓐ ১২ Ⓑ ১৭ Ⓒ ৫ Ⓓ ২০।
✔ উত্তর: Ⓑ ১৭।
☠️ 215. বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
(১১৬০–৭৯)
Ⓐ গোপাল Ⓑ বল্লাল সেন Ⓒ লক্ষণ সেন Ⓓ ধর্মপাল।
✔ উত্তর: Ⓑ বল্লাল সেন।
☠️ 216. দাস রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ ইলতুৎমিশ Ⓑ বলবন Ⓒ নাসিরুদ্দিন Ⓓ কুতুব উদ্দিন আইবক।
✔ উত্তর: Ⓓ কুতুব উদ্দিন আইবক।
☠️ 217. জালালউদ্দিন মঙ্গবর্ণী কে ছিলেন ?
(১২২০–১২৩১)
Ⓐ আফগানিস্তানের শাসক Ⓑ পারস্যের শাসক Ⓒ মঙ্গোলিয়ার শাসক Ⓓ খোয়ারিজম বা খিবার শাসক।
✔ উত্তর: Ⓓ খোয়ারিজম বা খিবার শাসক।
☠️ 218. বাবরকে ভারত আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিলেন?
Ⓐ ইব্রাহিম লোদী Ⓑ সিকান্দার লোদি Ⓒ দৌলত খান লোদি Ⓓ শের খান।
✔ উত্তর: Ⓒ দৌলত খান লোদি।
☠️ 219. নিচের কে দ্বীন-ই-ইলাহি'র সদস্য হন ?
Ⓐ রাজা মান সিং Ⓑ টোডারমল Ⓒ তানসেন Ⓓ রাজা বীরবল।
✔ উত্তর: Ⓓ রাজা বীরবল।
☠️ 220. 'বাঁধ' কী ছিল ?
Ⓐ শেরশাহ কর্তৃক প্রবর্তিত তামার মুদ্রা Ⓑ আকবর কর্তৃক প্রবর্তিত তামার মুদ্রা Ⓒ শাহজাহান কর্তৃক প্রবর্তিত তামার মুদ্রা Ⓓ আওরঙ্গজেব কর্তৃক প্রবর্তিত তামার মুদ্রা।
✔ উত্তর: Ⓑ আকবর কর্তৃক প্রবর্তিত তামার মুদ্রা।
☠️ 221. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন ?
(১৬৩১, কাসিম খান, হুগলি)
Ⓐ আকবর Ⓑ জাহাঙ্গীর Ⓒ শাহজাহান Ⓓ আওরঙ্গজেব।
✔ উত্তর: Ⓒ শাহজাহান।
☠️ 222. সিরাজ-উদ-দৌল্লা কখন সিংহাসনে আরোহণ করেন?
Ⓐ ১৭০৭ Ⓑ ১৭৩৯ Ⓒ ১৭৫৬ Ⓓ ১৭৫৭।
✔ উত্তর: Ⓒ ১৭৫৬।
☠️ 223. বাংলার পাল শাসক দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহকারী কৈবর্ত প্রধান কে ছিলেন?
(১০৭৫–১০৮২)
Ⓐ ঢেকাটা Ⓑ গন্ধাতা Ⓒ দিব্যা Ⓓ ময়ূরবক্ত।
✔ উত্তর: Ⓒ দিব্যা।
☠️ 224. খালিমপুর তাম্রশাসন আমাদের পাল শাসকের সামরিক কৃতিত্ব সম্পর্কে অবহিত করে।
Ⓐ দেবপাল Ⓑ রামপাল Ⓒ ধর্মপাল Ⓓ মহীপাল।
✔ উত্তর: Ⓐ দেবপাল।
☠️ 225. 'তারিখ-ই-ফিরুজ শাহী' বইটির লেখক কে ছিলেন?
(বলবন থেকে ফিরুজ শাহ)
Ⓐ আবুল ফজল Ⓑ মিনহাজ-উস-সিরাজ Ⓒ জিয়াউদ্দিন বারানী Ⓓ আল বিরুনি।
✔ উত্তর: Ⓒ জিয়াউদ্দিন বারানী।
☠️ 226. টোডরমল কে ছিলেন?
(জাবতি ও দাহশালা ব্যবস্থা)
Ⓐ শেরশাহের একজন মন্ত্রী Ⓑ আকবরের দরবারের একজন রাজস্ব বিশেষজ্ঞ Ⓒ মাওয়ারের একজন রাজপুত্র Ⓓ জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন অফিসার।
✔ উত্তর: Ⓑ আকবরের দরবারের একজন রাজস্ব বিশেষজ্ঞ।
☠️ 227. দিল্লি সালতানাতের শেষ শাসক কে ছিলেন?
Ⓐ আলাউদ্দিন আলম শাহ Ⓑ ইব্রাহিম লোদী Ⓒ বাহলুল লোদি Ⓓ সিকান্দার লোদি।
✔ উত্তর: Ⓐ আলাউদ্দিন আলম শাহ।
☠️ 228. নাসরুদ্দিন চিরাগ কে ছিলেন?
(সুফি কবি – ফার্সি)
Ⓐ খিলজি রাজবংশের একজন সুলতান Ⓑ একজন সুফি সাধক Ⓒ গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী Ⓓ আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর সামরিক কর্মকর্তা।
✔ উত্তর: Ⓑ একজন সুফি সাধক।
☠️ 229. খানওয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?
(১৫২৭)
Ⓐ মাহমুদ লোদী Ⓑ হিমু Ⓒ রানা সাঙ্গা Ⓓ তাদের কেউ নয়।
✔ উত্তর: Ⓒ রানা সাঙ্গা।
☠️ 230. নিম্নলিখিতদের মধ্যে কে জাহাঙ্গীরের দরবার পরিদর্শন করেছিলেন?
Ⓐ নিক্লো কন্টি Ⓑ ফ্রাঁসোয়া বার্নিয়ার Ⓒ স্যার টমাস রো Ⓓ অ্যাথানাসিয়াস নিকিতিন।
✔ উত্তর: Ⓒ স্যার টমাস রো।
☠️ 231. কোন মুঘল সম্রাট মুঘল রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন?
(১৬৩৮)
Ⓐ জাহাঙ্গীর Ⓑ আওরঙ্গজেব Ⓒ শাহজাহান Ⓓ বাহাদুর শাহ।
✔ উত্তর: Ⓒ শাহজাহান।
☠️ 232. মুঘল সম্রাট কে ছিলেন যার রাজত্বকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন?
(১৭৩৯)
Ⓐ ফারুখ সিয়ার Ⓑ বাহাদুর শাহ Ⓒ মহাম্মদ শাহ Ⓓ —।
✔ উত্তর: Ⓒ মহাম্মদ শাহ।
☠️ 233. ‘বাবরনামা’ লিখেছেন কে?
Ⓐ আবুল ফজল Ⓑ ফিরদৌসী Ⓒ আফিফ Ⓓ বাবর।
✔ উত্তর: Ⓓ বাবর।
📘 ব্যাখ্যা: ‘বাবরনামা’ মুঘল সম্রাট বাবরের আত্মজীবনী, যেখানে তার জীবন, যুদ্ধ, প্রশাসন ও ভারতের রাজনৈতিক অবস্থা লিপিবদ্ধ রয়েছে।
☠️ 234. “দীন-ই-ইল্লাহি” কে প্রবর্তন করেন?
(১৫৮২)
Ⓐ ফিরুজ শাহ তুঘলক Ⓑ মুহাম্মদ বিন তুঘলক Ⓒ কবির Ⓓ আকবর।
✔ উত্তর: Ⓓ আকবর।
📘 ব্যাখ্যা: আকবর ধর্মীয় সহিষ্ণুতা ও সর্বজনীন মিলনের জন্য ‘দীন-ই-ইলাহি’ চালু করেন, যাতে হিন্দু-মুসলিম সহ বিভিন্ন ধর্মের উপাদান সংযুক্ত ছিল।
☠️ 235. ‘তাহকীক-ই-হিন্দ’ কে লিখেছেন?
(কিতাবুল-হিন্দ, ১০১৭–৩১)
Ⓐ আল বেরুনি Ⓑ আল বিলাদারি Ⓒ সুলাইমান Ⓓ আল মাসুদি।
✔ উত্তর: Ⓐ আল বেরুনি।
📘 ব্যাখ্যা: আল বেরুনির ‘কিতাবুল-হিন্দ’ মধ্যযুগীয় ভারতের সমাজ, ধর্ম, বিজ্ঞান ও সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দলিল।
☠️ 236. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
(১৫৩৩–৩৮)
Ⓐ হোসেন শাহ Ⓑ গিয়াসউদ্দিন মাহমুদ শাহ Ⓒ নুসরাত শাহ Ⓓ ইলিয়াস শাহ।
✔ উত্তর: Ⓑ গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
📘 ব্যাখ্যা: গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান; তাঁর পরেই বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়।
☠️ 237. কোন দিল্লির সুলতান দাসদের জন্য পৃথক বিভাগ স্থাপন করেছিলেন?
(দিওয়ান-ই-বন্দগানি)
Ⓐ ইলতুৎমিশ Ⓑ বলবন Ⓒ মুহাম্মদ বিন তুঘলক Ⓓ ফিরোজ শাহ তুঘলক।
✔ উত্তর: Ⓓ ফিরোজ শাহ তুঘলক।
📘 ব্যাখ্যা: ফিরোজ শাহ তুঘলক দাসদের শিক্ষা, প্রশিক্ষণ ও প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য দিওয়ান-ই-বন্দগানি প্রতিষ্ঠা করেছিলেন।
☠️ 238. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেন?
(১২২১)
Ⓐ ইলতুৎমিশ Ⓑ আলাউদ্দিন খিলজি Ⓒ গিয়াসউদ্দিন বলবন Ⓓ মুহাম্মদ বিন তুঘলক।
✔ উত্তর: Ⓐ ইলতুৎমিশ।
📘 ব্যাখ্যা: চেঙ্গিজ খানের বাহিনী সিন্ধু সীমান্তে আক্রমণ করলে ইলতুৎমিশ কূটনৈতিকভাবে বিপদ এড়িয়ে যান।
☠️ 239. কোন শাসকের রাজত্বকালে ইবনে বতুতা ভারতে আসেন?
Ⓐ আকবর Ⓑ মুহাম্মদ বিন তুঘলক Ⓒ ইলতুৎমিশ Ⓓ আলাউদ্দিন খিলজি।
✔ উত্তর: Ⓑ মুহাম্মদ বিন তুঘলক।
📘 ব্যাখ্যা: ১৩৩৩ সালে ইবনে বতুতা দিল্লি আসেন এবং মুহাম্মদ বিন তুঘলকের দরবারে কাজও করেন।
☠️ 240. নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যকে আকবর সংযুক্ত করতে পারেননি?
Ⓐ কাশ্মীর Ⓑ বাংলা Ⓒ বিহার Ⓓ আসাম।
✔ উত্তর: Ⓓ আসাম।
📘 ব্যাখ্যা: আকবর বহু ভারতীয় অঞ্চল জয় করলেও আসামে আহোমদের শক্ত প্রতিরোধের কারণে পুরোপুরি সংযুক্ত করতে পারেননি।
☠️ 241. বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে প্রায়শই কোন অঞ্চল নিয়ে সংঘর্ষ হত?
Ⓐ মাদুরাই। Ⓑ ওয়ারাঙ্গল। Ⓒ মালাবার। Ⓓ রায়চুর দোয়াব।
✔ উত্তর: Ⓓ রায়চুর দোয়াব।
👉 কৃষ্ণ ও তুঙ্গভদ্রা নদীর মধ্যে অবস্থিত উর্বর অঞ্চল হওয়ায় নিয়ন্ত্রণের জন্য বারবার সংঘর্ষ হত।
☠️ 242. দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ শুরু করেন?
Ⓐ কুতুবুদ্দিন আইবক। Ⓑ ইলতুৎমিশ। Ⓒ বলবন। Ⓓ আলাউদ্দিন খিলজি।
✔ উত্তর: Ⓐ কুতুবুদ্দিন আইবক।
👉 তিনি মিনারের নির্মাণ শুরু করেন এবং ইলতুৎমিশ তা সম্পূর্ণ করেন।
☠️ 243. মুর্শিদকুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করেন?
Ⓐ মোংঘির। Ⓑ মুর্শিদাবাদ। Ⓒ গৌর। Ⓓ পান্ডুয়া।
✔ উত্তর: Ⓑ মুর্শিদাবাদ।
👉 প্রশাসনিক ও অর্থনৈতিক কারণে তিনি রাজধানী স্থানান্তর করেন।
☠️ 244. গোপাল ছিলেন কোন রাজবংশের প্রতিষ্ঠাতা?
Ⓐ পাল রাজবংশ। Ⓑ পল্লব। Ⓒ প্রতিহার। Ⓓ চালুক্য।
✔ উত্তর: Ⓐ পাল রাজবংশ।
👉 প্রায় ৭৫০ খ্রিস্টাব্দে বাংলায় পাল সাম্রাজ্যের সূচনা করেন।
☠️ 245. কার রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রথম কারখানা স্থাপন করে?
Ⓐ জাহাঙ্গীর। Ⓑ শাহজাহান। Ⓒ আওরঙ্গজেব। Ⓓ বাহাদুর শাহ প্রথম।
✔ উত্তর: Ⓐ জাহাঙ্গীর।
👉 ১৬১৩ সালে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কারখানা স্থাপিত হয়।
☠️ 246. দিল্লির কোন সুলতান দিল্লিতে একটি অশোক স্তম্ভ এনেছিলেন?
Ⓐ ইলতুৎমিশ। Ⓑ আলাউদ্দিন খিলজি। Ⓒ মোহাম্মদ বিন তুঘলক। Ⓓ ফিরোজ শাহ তুঘলক।
✔ উত্তর: Ⓓ ফিরোজ শাহ তুঘলক।
👉 তিনি অশোকের স্তম্ভ মেরঠ থেকে এনে মেহরৌলিতে স্থাপন করেন।
☠️ 247. লক্ষ্মণসেনের সময়ে কোন মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেছিলেন?
Ⓐ মুহাম্মদ ঘোরি। Ⓑ বখতিয়ার খিলজি। Ⓒ কুতুবুদ্দিন আইবক। Ⓓ ইলতুৎমিশ।
✔ উত্তর: Ⓑ বখতিয়ার খিলজি।
👉 ১২০৩ সালে তিনি নবদ্বীপ দখল করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন।
☠️ 248. দিল্লির নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ হয়ে বিশ্ব জয় করতে চেয়েছিলেন?
Ⓐ আলাউদ্দিন খিলজি। Ⓑ গিয়াসউদ্দিন বলবন। Ⓒ মোহাম্মদ বিন তুঘলক। Ⓓ তাদের কেউ নয়।
✔ উত্তর: Ⓐ আলাউদ্দিন খিলজি।
👉 তিনি নিজেকে ‘সিকান্দার-ই-সানি’ (দ্বিতীয় আলেকজান্ডার) বলে অভিহিত করেছিলেন।
☠️ 249. সুলতানি আমলে ‘ইকতা’ বলতে কী বোঝাত?
Ⓐ অভিবাদনের এক রূপ। Ⓑ একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। Ⓒ একটি গ্রাম বা অঞ্চল থেকে ভূমি রাজস্ব মঞ্জুরি। Ⓓ উপরের কোনটিই নয়।
✔ উত্তর: Ⓒ একটি গ্রাম বা অঞ্চল থেকে ভূমি রাজস্ব মঞ্জুরি।
👉 ইকতা ছিল জমি থেকে রাজস্ব সংগ্রহের জন্য সুলতানি আমলে দেওয়া প্রশাসনিক মঞ্জুরি।
☠️ 250. ফতেপুর সিক্রিতে ‘ইবাদত খানা’ কী?
Ⓐ বসবাসের জন্য একটি চমৎকার ভবন। Ⓑ সকল ধর্মের ধর্মীয় আলোচনার জন্য একটি ঘর। Ⓒ খাওয়ার জন্য একটি ঘর। Ⓓ উপরের কোনটিই নয়।
✔ উত্তর: Ⓑ সকল ধর্মের ধর্মীয় আলোচনার জন্য একটি ঘর।
👉 আকবর এই স্থানে বিভিন্ন ধর্মের পণ্ডিতদের একত্রিত করে মতবিনিময়ের ব্যবস্থা করেছিলেন।
☠️ 251. নাদির শাহ যে বছর ভারত আক্রমণ করেছিলেন:
Ⓐ ১৭৩৮ খ্রি। Ⓑ ১৭৩৯ খ্রি। Ⓒ ১৭৪০ খ্রি। Ⓓ ১৭৪১ খ্রি।
✔ উত্তর: Ⓑ ১৭৩৯ খ্রি।
👉 এই আক্রমণে তিনি দিল্লি লুঠ করেন এবং ময়ূর সিংহাসন নিয়ে যান।
☠️ 252. ‘রাজতরঙ্গিণী’-এর লেখক কে ছিলেন?
Ⓐ কৌটিল্য। Ⓑ মেগাস্থিনিস। Ⓒ কালহান। Ⓓ উপরের কোনটিই নয়।
✔ উত্তর: Ⓒ কালহান।
👉 দ্বাদশ শতকে রচিত এই গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে।
☠️ 253. চেঙ্গিজ খান কখন ভারত আক্রমণ করেন?
Ⓐ ১৯১১ খ্রি। Ⓑ ১২২১ খ্রি। Ⓒ ১৩৯৯ খ্রি। Ⓓ ১৫২৬ খ্রি।
✔ উত্তর: Ⓑ ১২২১ খ্রি।
👉 এই সময় তিনি সিন্ধু অঞ্চলে আক্রমণ চালান, কিন্তু ভারত গভীরে প্রবেশ করেননি।
☠️ 254. আদিগ্রন্থ কী?
Ⓐ শিখদের একটি ধর্মীয় গ্রন্থ। Ⓑ মানব আচরণের মৌলিক নিয়মের গ্রন্থ। Ⓒ মধ্যযুগীয় শাসকদের নির্দেশনামূলক গ্রন্থ। Ⓓ উপরের কোনটিই নয়।
✔ উত্তর: Ⓐ শিখদের একটি ধর্মীয় গ্রন্থ।
👉 গুরু অর্জন দেব ১৬০৪ সালে এটি সংকলন করেন।
☠️ 255. শিবাজির রাজ্যাভিষেক কোন বছরে ঘটে?
Ⓐ ১৬৭২ খ্রি। Ⓑ ১৬৭৩ খ্রি। Ⓒ ১৬৭৪ খ্রি। Ⓓ ১৬৭৫ খ্রি।
✔ উত্তর: Ⓒ ১৬৭৪ খ্রি।
👉 রায়গড়ে বিজয়ী সম্রাট হিসেবে তাঁর অভিষেক সম্পন্ন হয়।
☠️ 256. আকবরের শাসনামলে কোন কর্মকর্তাকে ‘বকশি’ বলা হত?
Ⓐ নগর প্রশাসনের কর্মকর্তা। Ⓑ সামরিক সংস্থার দায়িত্বে থাকা কর্মকর্তা। Ⓒ প্রশাসনিক/নির্বাহী কর্মকর্তা। Ⓓ উপরের কোনটিই নয়।
✔ উত্তর: Ⓑ সামরিক সংস্থার দায়িত্বে থাকা কর্মকর্তা।
👉 সেনাবাহিনীর বেতন, নিয়োগ ও তদারকি বকশির দায়িত্বে ছিল।
☠️ 257. ‘খুৎবা’ কী ছিল?
Ⓐ শুক্রবারের নামাজে রাজার নামে পাঠ করা খুতবা। Ⓑ রাজার জারি করা আদেশ। Ⓒ রাজার প্রদত্ত শাস্তি। Ⓓ উপরের কোনটিই নয়।
✔ উত্তর: Ⓐ শুক্রবারের নামাজে রাজার নামে পাঠ করা খুতবা।
👉 এতে শাসকের সার্বভৌম কর্তৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষিত হত।
☠️ 258. কে ভারতের অঞ্চল জয় করে তাঁর পূর্বপুরুষদের নামে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?
Ⓐ হুমায়ুন। Ⓑ শেরশাহ। Ⓒ বাবর। Ⓓ তাদের কেউ নয়।
✔ উত্তর: Ⓒ বাবর।
👉 তিনি তিমুরের বংশধর হিসেবে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
☠️ 259. ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি কখন বাংলা আক্রমণ করেন?
Ⓐ ১৯৯৪ খ্রিস্টাব্দ। Ⓑ ১১৯৯ খ্রি। Ⓒ ১২০২ খ্রি। Ⓓ ১২০৬ খ্রি।
✔ উত্তর: Ⓒ ১২০২ খ্রি।
👉 তিনি লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন।
☠️ 260. দিল্লি সালতানাতের বিখ্যাত সেই কবি কে যাকে “হিন্দুস্তানের তোতাপাখি” উপাধি দেওয়া হয়েছিল?
Ⓐ জিয়াউদ্দিন বারানী। Ⓑ উতবি। Ⓒ আলবেরুনি। Ⓓ আমির খসরু।
✔ উত্তর: Ⓓ আমির খসরু।
👉 তার রচনাশৈলী ও সঙ্গীত প্রতিভার জন্য এই উপাধি দেওয়া হয়।
☠️ 261. তরাইনের যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়েছিল?
Ⓐ রানা সাঙ্গা। Ⓑ রানা প্রতাপ। Ⓒ পৃথ্বীরাজ চৌহান। Ⓓ রানা হাম্বিরদেব।
✔ উত্তর: Ⓒ পৃথ্বীরাজ চৌহান।
👉 ১১৯১ ও ১১৯২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজের মধ্যে দুটি যুদ্ধ হয়।
☠️ 262. ‘ইকতা’ ব্যবস্থা কে প্রবর্তন করেন?
Ⓐ মুহাম্মদ ঘুরি। Ⓑ কুতুবুদ্দিন আইবক। Ⓒ ইলতুৎমিশ। Ⓓ গিয়াসউদ্দিন বলবন।
✔ উত্তর: Ⓒ ইলতুৎমিশ।
👉 সুলতানি আমলে ভূমি রাজস্ব সংগ্রহের এই প্রশাসনিক পদ্ধতি চালু করেন তিনিই।
☠️ 263. বাংলার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
Ⓐ ইলিয়াস শাহ। Ⓑ সিকান্দার শাহ। Ⓒ আজম শাহ। Ⓓ হামজা শাহ।
✔ উত্তর: Ⓑ সিকান্দার শাহ।
👉 মালদাহ জেলার পাণ্ডুয়ায় অবস্থিত এই মসজিদটি তাঁর শাসনকালে নির্মিত হয়।
☠️ 264. সুলতানি আমলে ‘গুণরাজ খান’ উপাধিতে ভূষিত বাঙালি কবি কে ছিলেন?
Ⓐ জ্ঞানদাস। Ⓑ গোবিন্দদাস। Ⓒ মালাধর বসু। Ⓓ চণ্ডীদাস।
✔ উত্তর: Ⓒ মালাধর বসু।
👉 তিনি শ্রীকৃষ্ণবিষয়ক কীর্তনের জন্য সুপ্রসিদ্ধ।
☠️ 265. ‘হুমায়ুননামা’ কে লিখেছেন?
Ⓐ আবুল ফজল। Ⓑ ফয়েজী। Ⓒ বদায়ুনি। Ⓓ গুলবদন বেগম।
✔ উত্তর: Ⓓ গুলবদন বেগম।
👉 এটি হুমায়ুনের জীবন ও শাসনের অন্যতম প্রধান প্রামাণিক গ্রন্থ।
☠️ 266. ‘কাবুলিয়ত’ এবং ‘পাট্টা’ কে প্রবর্তন করেন?
Ⓐ বাবর। Ⓑ শেরশাহ। Ⓒ আকবর। Ⓓ শাহজাহান।
✔ উত্তর: Ⓒ আকবর।
👉 জমির পরিমাপ ও ভূমি রাজস্ব নির্ধারণে এই লিখিত দলিল ব্যবস্থা চালু হয়।
☠️ 267. মুঘল ভারতে কাকে ‘জিন্দা পীর’ (জীবন্ত সাধক) বলা হত?
Ⓐ বাবর। Ⓑ আকবর। Ⓒ শাহজাহান। Ⓓ আওরঙ্গজেব।
✔ উত্তর: Ⓓ আওরঙ্গজেব।
👉 কঠোর ধর্মানুশাসন ও সাধুতুল্য জীবনযাপনের জন্য তিনি এ উপাধি পান।
☠️ 268. ভারতে রেশনিং ব্যবস্থা চালুকারী সুলতান কে ছিলেন?
Ⓐ গিয়াসউদ্দিন বালবান। Ⓑ আলাউদ্দিন খিলজি। Ⓒ মুহাম্মদ বিন তুঘলক। Ⓓ ফিরোজ তুঘলক।
✔ উত্তর: Ⓑ আলাউদ্দিন খিলজি।
👉 বাজার ও খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য তিনি বিশেষ ব্যবস্থা নেন।
☠️ 269. ‘রামচরিত’ কে লিখেছেন?
Ⓐ বাণভট্ট। Ⓑ কালিদাস। Ⓒ সন্ধ্যাকর নন্দী। Ⓓ তুলসীদাস।
✔ উত্তর: Ⓒ সন্ধ্যাকর নন্দী।
👉 এটি পাল যুগের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ।
☠️ 270. 1540 সালে কানৌজে শেরশাহের হাতে কে পরাজিত হন?
Ⓐ বাবর। Ⓑ আকবর। Ⓒ হুমায়ুন। Ⓓ জাহাঙ্গীর।
✔ উত্তর: Ⓒ হুমায়ুন।
👉 এই পরাজয়ের পর হুমায়ুন সাময়িকভাবে সিংহাসন হারান।
☠️ 271. আমির খসরু কার সভাকবি ছিলেন?
Ⓐ বলবন। Ⓑ আলাউদ্দিন খিলজি। Ⓒ গিয়াসউদ্দিন তুঘলক। Ⓓ আকবর।
✔ উত্তর: Ⓑ আলাউদ্দিন খিলজি।
👉 তিনি খিলজি দরবারের প্রধান কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিত।
☠️ 272. বিক্রমশীলা বিহার প্রতিষ্ঠা করেন কে?
Ⓐ মহীপাল প্রথম। Ⓑ দেবপাল। Ⓒ সুরপাল। Ⓓ ধর্মপাল।
✔ উত্তর: Ⓓ ধর্মপাল।
👉 নালন্দার পাশাপাশি এটি পাল যুগের বিখ্যাত শিক্ষা কেন্দ্র।
☠️ 273. বাহামনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ⓐ আলাউদ্দিন মুজাহিদ শাহ। Ⓑ আহমদ শাহ। Ⓒ আলাউদ্দিন বাহমান শাহ। Ⓓ তাজউদ্দিন ফিরুজ শাহ।
✔ উত্তর: Ⓒ আলাউদ্দিন বাহমান শাহ।
👉 দক্ষিণ ভারতে দিল্লি সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।
☠️ 274. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
Ⓐ সিরাজউদ্দৌলা। Ⓑ মীর জাফর। Ⓒ মীর কাসিম। Ⓓ নাজমউদ্দৌলা।
✔ উত্তর: Ⓐ সিরাজউদ্দৌলা।
👉 ১৭৫৭ সালের প্লাসির যুদ্ধ তার পতন নির্দেশ করে।
☠️ 275. সুলাপানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন?
Ⓐ কুষাণ যুগ। Ⓑ গুপ্ত যুগ। Ⓒ পাল যুগ। Ⓓ সেন যুগ।
✔ উত্তর: Ⓒ পাল যুগ।
👉 পাল যুগে শিল্প ও ভাস্কর্যে তাঁর অবদান গুরুত্বপূর্ণ।
☠️ 276. গুরুমুখী লিপি কে প্রবর্তন করেন?
Ⓐ গুরু অমরদাস। Ⓑ গুরু রামদাস। Ⓒ গুরু অঙ্গদ। Ⓓ গুরু নানক।
✔ উত্তর: Ⓒ গুরু অঙ্গদ।
👉 শিখ ধর্মগ্রন্থ লেখার জন্য এই লিপি গড়ে ওঠে।
277. বাংলা জয়কারী চোল রাজা কে ছিলেন ?
(ক) রাজরাজা । (খ) রাজেন্দ্র চোল প্রথম । (গ) রাজেন্দ্র চোল দ্বিতীয় । (ঘ) রাজাধিরাজ ।
✔ উত্তর: (খ) রাজেন্দ্র চোল প্রথম।
ব্যাখ্যা: রাজেন্দ্র চোল প্রথমই দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য থেকে নৌবাহিনী প্রেরণ করে বাংলা অভিযানে সফল হন।
278. মারাঠা পেশোয়াদের মধ্যে কে “হিন্দুপদপদশাহী” আদর্শ অনুসরণ করেছিলেন ?
(ক) বাজি রাও প্রথম । (খ) বালাজি বিশ্বনাথ । (গ) নারায়ণ রাও । (ঘ) মাধব রাও ।
✔ উত্তর: (ক) বাজি রাও প্রথম।
ব্যাখ্যা: বাজি রাও প্রথম মারাঠা সম্প্রসারণের সুস্পষ্ট রাজনৈতিক আদর্শ হিসেবে ‘হিন্দুপদপদশাহী’ ধারণা গ্রহণ করেছিলেন।
279. শিখ ধর্ম কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(ক) গোবিন্দ সিং । (খ) রামদাস । (গ) নানক । (ঘ) হরগোবিন্দ ।
✔ উত্তর: (গ) নানক।
ব্যাখ্যা: গুরু নানক ১৫শ শতকে শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন এবং প্রথম গুরু হিসেবে স্বীকৃত।
280. স্বাধীন বাংলা সালতানাত কে প্রতিষ্ঠা করেন ?
(ক) ইলিয়াস শাহ । (খ) মুর্শিদকুলি খান । (গ) হুসেন শাহ । (ঘ) আলীবর্দী খান ।
✔ উত্তর: (ক) ইলিয়াস শাহ।
ব্যাখ্যা: ইলিয়াস শাহ ১৪শ শতকে বাংলাকে দিল্লির অধিপত্তি থেকে মুক্ত করে স্বাধীন সুলতানি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।
281. শেরশাহের সেনাপতি কে ছিলেন ?
(ক) ব্রহ্মজিৎ গৌড় । (খ) দিলীর খান । (গ) শায়েস্তা খান । (ঘ) জয়সিং ।
✔ উত্তর: (ক) ব্রহ্মজিৎ গৌড়।
ব্যাখ্যা: ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের অন্যতম প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ জয়ে বিশেষ ভূমিকা রাখেন।
282. হিন্দু ও মুসলিম উভয়েরই শিষ্যত্ব লাভকারী হিন্দু সাধক কে ছিলেন ?
(ক) শ্রীচৈতন্য । (খ) রামানুজ । (গ) রবিদাস । (ঘ) নামদেব ।
✔ উত্তর: (ঘ) নামদেব।
ব্যাখ্যা: নামদেব ছিলেন ভক্তি আন্দোলনের এক বিশিষ্ট সাধক, যিনি ধর্মীয় সাম্য ও ভ্রাতৃত্বের দর্শন প্রচার করেছিলেন।
283. ‘হিন্দুস্থানের তোতাপাখি’ নামে কে পরিচিত ছিলেন ?
(ক) আমির খসরু । (খ) মালিক মুহাম্মদ জাইসি । (গ) রায় ভানমাল । (ঘ) পুরন্দর খান ।
✔ উত্তর: (ক) আমির খসরু।
ব্যাখ্যা: আমির খসরুকে তাঁর অসাধারণ কাব্য প্রতিভা ও কথন-কৌশলের জন্য ‘হিন্দুস্থানের তোতাপাখি’ বলা হতো।
284. মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে ‘জিন্দা পীর’ নামে পরিচিত ছিলেন—
(ক) আওরঙ্গজেব । (খ) আকবর । (গ) বাবর । (ঘ) হুমায়ুন ।
✔ উত্তর: (ক) আওরঙ্গজেব।
ব্যাখ্যা: ধর্মনিষ্ঠ জীবনযাপন এবং কঠোর সুন্নি নীতির কারণে আওরঙ্গজেবকে জীবদ্দশায় ‘জিন্দা পীর’ বলা হতো।
285. ‘আকবরনামা’ কে লিখেছেন ?
(ক) আবুল ফজল । (খ) ফয়েজী । (গ) শাইখ মুবারক । (ঘ) তানসেন ।
✔ উত্তর: (ক) আবুল ফজল।
ব্যাখ্যা: আবুল ফজল আকবরের রাজত্বকাল ও প্রশাসনের বিস্তারিত বিবরণ ‘আকবরনামা’ গ্রন্থে লিখেছিলেন।
286. কাশ্মীরের ‘আকবর’ কাকে বলা হত ?
(ক) জয়নুল আবিদিন (১৪২০–১৪৭০) । (খ) হুসেন শাহ । (গ) বলবন । (ঘ) সুজাউদ্দৌল্লাহ ।
✔ উত্তর: (ক) জয়নুল আবিদিন।
ব্যাখ্যা: জয়নুল আবিদিন কাশ্মীরে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি সাধনে দক্ষ ছিলেন, তাই তাঁকে ‘কাশ্মীরের আকবর’ বলা হয়।
287. ত্রয়োদশ শতাব্দীতে বাংলা জয়কারী মুসলিম সেনাপতি কে ছিলেন ?
(ক) আফজাল খান । (খ) ইকতিয়ারউদ্দিন-বিন-বখতিয়ার খিলজি । (গ) চেঙ্গিজ খান । (ঘ) তেমুচিন ।
✔ উত্তর: (খ) ইকতিয়ারউদ্দিন-বিন-বখতিয়ার খিলজি।
ব্যাখ্যা: বখতিয়ার খিলজি ১২০০–১২০৩ খ্রিষ্টাব্দে বাংলা আক্রমণ করে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন।
288. কে শিখদের একটি যুদ্ধবাজ জাতিতে রূপান্তরিত করেছিলেন ?
(ক) অৰ্জুনদেব । (খ) গোবিন্দ সিং । (গ) হরগোবিন্দ । (ঘ) তেগ বাহাদুর ।
✔ উত্তর: (খ) গোবিন্দ সিং।
ব্যাখ্যা: গুরু গোবিন্দ সিং খালসা প্রথা চালু করে শিখদের সামরিকভাবে সংগঠিত করেন।
289. আওরঙ্গজেবের হাতে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল ?
(ক) রামদাস । (খ) তেগ বাহাদুর । (গ) অৰ্জুনদেব । (ঘ) গোবিন্দ সিং ।
✔ উত্তর: (খ) তেগ বাহাদুর।
ব্যাখ্যা: ধর্ম রক্ষার পক্ষে অবস্থান নেওয়ায় গুরু তেগ বাহাদুরকে আওরঙ্গজেব মৃত্যুদণ্ড দেন।
290. সুলতানির প্রথম ‘প্রকৃত রাজা’ কে ছিলেন ?
(ক) কুতুবুদ্দিন । (খ) ইলতুৎমিশ । (গ) বলবন । (ঘ) আলাউদ্দিন ।
✔ উত্তর: (খ) ইলতুৎমিশ।
ব্যাখ্যা: ইলতুৎমিশ দিল্লি সালতানাতকে সুসংগঠিত করে রাষ্ট্রশক্তিকে দৃঢ় ভিত্তি দেন, তাই তাঁকে প্রকৃত প্রথম সুলতান বলা হয়।
291. অভিজাতরা কাকে ‘সুলতানতের আকবর’ বলে বর্ণনা করেছেন ?
(ক) ইলতুৎমিশ । (খ) বলবন । (গ) আলাউদ্দিন খিলজি । (ঘ) ফিরোজ তুঘলক ।
✔ উত্তর: (গ) আলাউদ্দিন খিলজি।
ব্যাখ্যা: প্রশাসনিক সংস্কার, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সামরিক দক্ষতায় আলাউদ্দিন খিলজি বিখ্যাত ছিলেন, তাই তাঁকে ‘সুলতানতের আকবর’ বলা হয়।
292. সন্ধ্যাকর নন্দী ছিলেন
(ক) ‘রামচরিত কাব্য’-এর লেখক । (খ) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি । (গ) দোহার লেখক । (ঘ) চিকিৎসক ।
✔ উত্তর: (ক) ‘রামচরিত কাব্য’-এর লেখক।
ব্যাখ্যা: পাল যুগের কবি সন্ধ্যাকর নন্দী ‘রামচরিত’ কাব্য রচনা করেন।
293. পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন কোন দলের মধ্যে?
(ক) মারাঠা এবং আফগানরা । (খ) ব্রিটিশ এবং রোহিঙ্গারা । (গ) শিখ এবং জাট । (ঘ) পাঠান এবং সাতনামী ।
✔ উত্তর: (ক) মারাঠা এবং আফগানরা।
ব্যাখ্যা: ১৭৬১ সালে আহমদ শাহ আবদালির আফগান সেনার সঙ্গে মারাঠাদের তৃতীয় পানিপথের যুদ্ধ হয়।
294. পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কোন সালে?
(ক) ১৫০০ । (খ) ১৫১০ । (গ) ১৫২০ । (ঘ) ১৫২৬ ।
✔ উত্তর: (ঘ) ১৫২৬।
ব্যাখ্যা: ১৫২৬ সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়।
295. ‘বাবরনামা’ রচয়িতা ছিলেন—
(ক) আবুল ফজল । (খ) ফিরদৌসী । (গ) আফিফ । (ঘ) বাবর ।
✔ উত্তর: (ঘ) বাবর।
ব্যাখ্যা: বাবর নিজেই তাঁর জীবনীমূলক রচনা ‘তুজুক-ই-বাবরি’ বা ‘বাবরনামা’ লিখেছিলেন।
296. শিবাজির উত্তরসূরী হলেন কে?
(ক) শম্ভুজি । (খ) দ্বিতীয় শিবাজী । (গ) রাজা রাম । (ঘ) তারা বাই ।
✔ উত্তর: (ক) শম্ভুজি।
ব্যাখ্যা: ১৬৮০ সালে শিবাজির মৃত্যুর পর তাঁর পুত্র শম্ভুজি সিংহাসনে আসেন।
297. ‘ফুতুহুস-সালাতিন’–এর লেখক হলেন
(ক) বারিন । (খ) ইসামি । (গ) নাসরু । (ঘ) বাতুধা ।
✔ উত্তর: (খ) ইসামি।
ব্যাখ্যা: ইসামি ১৩১১ সালে ‘ফুতুহুস-সালাতিন’ রচনা করেন, যা দিল্লি সুলতানির ইতিহাসগ্রন্থ।
298. পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন—
(ক) আব্দুল লোহানী । (খ) হিমু । (গ) জৈনহন্দ । (ঘ) দৌলত খান ।
✔ উত্তর: (খ) হিমু।
ব্যাখ্যা: ১৫৫৬ সালের দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর সেনাপতি বায়রাম খাঁর নেতৃত্বে হিমুকে পরাজিত করেন।
299. নিম্নলিখিতদের মধ্যে কে ‘ডোকানি’ মুদ্রা প্রবর্তন করেছিলেন?
(ক) বলবন । (খ) ইলতুৎমিশ । (গ) রাজিয়া । (ঘ) মোহাম্মদ বিন তুঘলক ।
✔ উত্তর: (ঘ) মোহাম্মদ বিন তুঘলক।
ব্যাখ্যা: মোহাম্মদ বিন তুঘলক টোকেন/ডোকানি মুদ্রা চালু করে রাজস্বসংগ্রহে নতুন ব্যবস্থা আনেন।
300. তালিকোটার যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?
(ক) ১৫৫৬ । (খ) ১৫৬৫ । (গ) ১৫৭১ । (ঘ) ১৫৮১ ।
✔ উত্তর: (খ) ১৫৬৫।
ব্যাখ্যা: ১৫৬৫ সালে বিজয়নগর ও দাক্ষিণাত্যের মুসলিম সুলতানদের মধ্যে তালিকোটার যুদ্ধ হয়।
301. ‘কিতাবুর রেহলা’ কে লিখেছেন?
(ক) ইবনে বতুতা । (খ) আল বেরুনী । (গ) হাসান নিজামী । (ঘ) আবুল ফজল ।
✔ উত্তর: (ক) ইবনে বতুতা।
ব্যাখ্যা: মরোক্কো ভ্রমণকারী ইবনে বতুতার বিখ্যাত ভ্রমণকাহিনী ‘রেহলা’ নামে পরিচিত।
302. কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন?
(ক) ইলতুৎমিশ । (খ) আলাউদ্দিন খলজি । (গ) মুহাম্মদ-বিন-তুঘলক । (ঘ) ইব্রাহিম লোদী ।
✔ উত্তর: (খ) আলাউদ্দিন খলজি।
ব্যাখ্যা: আলাউদ্দিন খলজি খাদ্যের মূল্যনিয়ন্ত্রণের জন্য রেশন ব্যবস্থার সূচনা করেন।
303. ‘লীলাবতী’ ফারসি ভাষায় অনুবাদ করেছিলেন—
(ক) ফয়েজী । (খ) আবুল ফজল । (গ) দারা । (ঘ) তালিব কালিম ।
✔ উত্তর: (ক) ফয়েজী।
ব্যাখ্যা: আকবরের সভাকবি ফয়েজী গণিতগ্রন্থ ‘লীলাবতী’ ফারসিতে অনুবাদ করেন (১৫৮৭ খ্রি.)।
304. ‘অমুক্ত মাল্যদা’ কে লিখেছেন?
(ক) বুক্কা । (খ) হরিহর দ্বিতীয় । (গ) কৃষ্ণদেব রায় । (ঘ) বীর নরসিংহ ।
✔ উত্তর: (গ) কৃষ্ণদেব রায়।
ব্যাখ্যা: বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায় তেলেগু সাহিত্য ‘অমুক্ত মাল্যদা’ রচনা করেন।
305. কার নির্দেশে মহাভারত বাংলায় অনুবাদ করা হয়েছিল?
(ক) আলাউদ্দিন হোসেন শাহ । (খ) জালালউদ্দিন । (গ) নুসরাত শাহ । (ঘ) হাজী ইলিয়াস ।
✔ উত্তর: (ক) আলাউদ্দিন হোসেন শাহ।
ব্যাখ্যা: বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ মহাভারত বাংলায় অনুবাদের নির্দেশ দেন।
☠️ ৩০৬. কোন মুঘল সম্রাট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানি প্রদান করেছিলেন?
(ক) দ্বিতীয় বাহাদুর শাহ (খ) দ্বিতীয় শাহ আলম (গ) ফারুখসিয়ার (ঘ) জেহান্দর শাহ।
✔ উত্তর: (খ) দ্বিতীয় শাহ আলম।
ব্যাখ্যা: ১৭৬৫ সালের আলাহাবাদ চুক্তির মাধ্যমে দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানি প্রদানের অনুমতি দেন।।
☠️ ৩০৭. কে “দিন-ই-ইলাহি” কে “আকবরের মূর্খতার স্মৃতিস্তম্ভ” হিসাবে বর্ণনা করেছেন?
(ক) ভি. এ. স্মিথ (খ) এলিয়ট (গ) বালগুনি (ঘ) ফৈজি।
✔ উত্তর: (ক) ভি. এ. স্মিথ।
ব্যাখ্যা: ইতিহাসবিদ ভি. এ. স্মিথ আকবরের উদ্যোগে প্রতিষ্ঠিত দিন-ই-ইলাহি ধর্মকে ব্যর্থ ও ত্রুটিপূর্ণ বলে ব্যাখ্যা করেছিলেন।।
☠️ ৩০৮. “রাম রহিম এক হ্যায়, নাম ধর হ্যায় দো”— সুলতানি আমলে কে প্রচার করেছিলেন?
(ক) শ্রীচৈতন্য (খ) কবির (গ) নানক (ঘ) দাদু।
✔ উত্তর: (খ) কবির।
ব্যাখ্যা: কবির ধর্মীয় সহনশীলতা ও হিন্দু-ইসলামের সৌহার্দ আন্দোলন প্রচার করে এই উক্তিতে মানবধর্মের ঐক্যের কথা বলেছেন।।
☠️ ৩০৯. ইবনে বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন?
(ক) আকবর (খ) মুহাম্মদ বিন তুঘলক (গ) ইলতুৎমিশ (ঘ) আলাউদ্দিন খিলজি।
✔ উত্তর: (খ) মুহাম্মদ বিন তুঘলক।
ব্যাখ্যা: ইবনে বতুতা ১৩৩৩ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন তুঘলকের শাসনকালে ভারতে আগমন করে দিল্লির কাদি নিযুক্ত হন।।
☠️ ৩১০. কোন অঞ্চলের মহিলারা জওহরের অনুষ্ঠান করতেন?
(ক) মালওয়া (খ) গুজরাট (গ) রাজপুতানা (ঘ) বাংলা।
✔ উত্তর: (গ) রাজপুতানা।
ব্যাখ্যা: মুসলিম বাহিনীর বিপক্ষে রাজপুত সেনারা পরাজয়ের মুখোমুখি হলে নারীরা আত্মসম্মান রক্ষার জন্য জওহর প্রথা পালন করতেন।।
☠️ ৩১১. ১১৯২ সালে তরাইনের যুদ্ধে মাহমুদ ঘোরীর হাতে কে পরাজিত হন?
(ক) পৃথ্বীরাজ চৌহান (খ) জয়চন্দ (গ) দাহির (ঘ) পুলাকেসিন।
✔ উত্তর: (ক) পৃথ্বীরাজ চৌহান।
ব্যাখ্যা: দ্বিতীয় তরাইন যুদ্ধ ১১৯২ সালে সংঘটিত হয় এবং এতে মহম্মদ ঘোরীর নেতৃত্বে ঘোরীরা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লির ক্ষমতা লাভ করে।।
☠️ ৩১২. ১৪৯৮ সালে ভাস্কো দা গামা কোন বন্দরে অবতরণ করেন?
(ক) ক্যালিকট (খ) সুরত (গ) মাসুলিপটম (ঘ) কোচিন।
✔ উত্তর: (ক) ক্যালিকট।
ব্যাখ্যা: ভাস্কো দা গামা সমুদ্রপথে ভারত আবিষ্কার করেন এবং ১৪৯৮ সালে প্রথমবার ক্যালিকটে অবতরণ করেন।।
☠️ ৩১৩. নিম্নোক্ত শাসকদের মধ্যে কে তার প্রাথমিক জীবনে দাস ছিলেন?
(ক) আলাউদ্দিন খলজি (খ) মুহাম্মদ বিন তুঘলক (গ) গিয়াসউদ্দিন বলবন (ঘ) ফিরুজশাহ তুঘলক।
✔ উত্তর: (গ) গিয়াসউদ্দিন বলবন।
ব্যাখ্যা: দিল্লি সুলতানিতে ইলবেরি দাস রাজবংশের অন্যতম শাসক বলবন তার কর্মজীবন দাস হিসেবে শুরু করেন।।
☠️ ৩১৪. 'শ্রী কৃষ্ণ বিজয়া' কাব্য রচনা করেছিলেন?
(ক) চণ্ডীদাস (খ) বিদ্যাপতি (গ) মালাধর বসু (ঘ) জয়দেব।
✔ উত্তর: (গ) মালাধর বসু।
ব্যাখ্যা: প্রায় ১৫০০ খ্রিষ্টাব্দে রচিত ‘শ্রী কৃষ্ণ বিজয়া’ বৈষ্ণব ধর্মভিত্তিক একটি গুরুত্বপূর্ণ কাব্য, যার রচয়িতা মালাধর বসু।।
☠️ ৩১৫. 'মানসব' শব্দের অর্থ হলো—
(ক) পদমর্যাদা (খ) জমির মালিকানা (গ) সেনা সদস্যদের দখলে রাখা (ঘ) ভূমি রাজস্ব।
✔ উত্তর: (ক) পদমর্যাদা।
ব্যাখ্যা: মুঘল প্রশাসনে মানসব ছিল একটি সামরিক ও প্রশাসনিক পদবী বা পদমর্যাদা, যা মানসবদারের স্থান ও ক্ষমতা নির্ধারণ করত।।
☠️ 316. 'ইকতা' শব্দটির অর্থ কী?
(A) আদি-প্রজন্মের সূত্র (খ) সেনা কর্মকর্তাদের জন্য দান করা ক্রাউন জমি (গ) যুদ্ধের লুণ্ঠনের ১/৩ অংশ রাষ্ট্রীয় মালিকানাধীন (D) বেতনের পরিবর্তে একটি অঞ্চল থেকে রাজস্ব অনুদান।
✔ উত্তর: (D) বেতনের পরিবর্তে একটি অঞ্চল থেকে রাজস্ব অনুদান।
ব্যাখ্যা: ইকতা ব্যবস্থা ছিল দিল্লি সুলতানাতের একটি প্রশাসনিক ব্যবস্থা, যেখানে সেনা কর্মকর্তাদের বেতন হিসেবে জমির আয় প্রদান করা হতো।।
☠️ 317. সুলতানি আমলের মুদ্রা জিতল, শাসগাইনি এবং টাঙ্কা তৈরি হয়েছিল
(ক) তামা, রূপা, রূপা (খ) সোনা, তামা, সীসা (গ) রূপা, সোনা, তামা (ঘ) রূপা, সোনা, রূপা।
✔ উত্তর: (গ) রূপা, সোনা, তামা।
ব্যাখ্যা: সুলতানি আমলে প্রধানত রূপা, সোনা ও তামা দিয়ে মুদ্রা তৈরি হতো। জিতল ও টাঙ্কা ছিল প্রচলিত সিলভার এবং গোল্ড কয়েন।।
☠️ 318. "শুকিয়ে যাওয়া গাছের কাণ্ডে আঘাত করি, তাহলে ডালপালা নিজে থেকেই পড়ে যাবে" লাইনটি কে বলেছিলেন?
(ক) বাজি রাও (খ) শিবাজি (গ) বালাবিশ্বনাথ (D) নানা ফড়নবিস।
✔ উত্তর: (খ) শিবাজি।
ব্যাখ্যা: শিবাজি মারাঠা শাসক ছিলেন, যিনি কৌশলী ও সশস্ত্র কৌশলের জন্য বিখ্যাত। এই উক্তি তার চক্রান্ত ও যুদ্ধনীতি বোঝায়।।
☠️ 319. আব্দুর রাজ্জাক ১৪৪০ সালে বিজয়নগর রাজ্য পরিদর্শন করেন।
(ক) মুহাম্মদ-বিন-তুঘলক (খ) আলাউদ্দিন খলজি (গ) শামসুদ্দিন ইলিয়াস সাহা (D) দেবরায়-II।
✔ উত্তর: (D) দেবরায়-II।
ব্যাখ্যা: আব্দুর রাজ্জাক ছিলেন পার্সিয়ান ভ্রমণকারী ও ইতিহাসবিদ, যিনি ১৪৪০ সালে দেবরায়-II-এর শাসনামলে বিজয়নগর রাজ্য পরিদর্শন করেছিলেন।।
☠️ 320. কৃষ্ণদেব রায় তাঁর বিখ্যাত রচনা 'অমুক্ত মাল্যদা' রচনা করেন কোন ভাষায়?
(ক) তেলেগু (খ) কন্নড় (গ) তামিল (D) মালায়ালাম।
✔ উত্তর: (ক) তেলেগু।
ব্যাখ্যা: কৃষ্ণদেব রায় বাংলার পূর্বসীমার শাসক, যিনি তেলেগু ভাষায় ‘অমুক্ত মাল্যদা’ রচনা করেছিলেন।।
☠️ 321. ১৬৬৫ খ্রিস্টাব্দে শিবাজী নিম্নলিখিত কার সাথে পুরস্করিনের চুক্তি স্বাক্ষর করেছিলেন?
(ক) শায়েস্তা খান (খ) আফজাল খান (গ) জয়সিংহ (D) প্রিন্স মুয়াজ্জম।
✔ উত্তর: (গ) জয়সিংহ।
ব্যাখ্যা: শিবাজী মোগলদের সঙ্গে সাময়িক শান্তি ও স্বীকৃতি লাভের জন্য জয়সিংহের সঙ্গে চুক্তি করেছিলেন।।
☠️ 322. শেরশাহ আক্রমণ করার সময় কোথায় মারা যান?
(ক) মান্ডু (খ) কিশমিশ (গ) মারওয়ার (ঘ) কালিঞ্জার।
✔ উত্তর: (ক) মান্ডু।
ব্যাখ্যা: শেরশাহ সুরের শাসক ছিলেন। তিনি মান্ডুতে আক্রমণ চলাকালীন মারা যান, যা তার সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থা প্রভাবিত করেছিল।।
☠️ 323. তুর্কিদের মধ্যে কে প্রথম ভারতে আক্রমণ করেছিল?
(ক) মাহমুদ গজনভী (খ) সাবুক্তগিন (গ) আলপটগিন (ঘ) আব্দুল ওয়াহিদ।
✔ উত্তর: (খ) সাবুক্তগিন।
ব্যাখ্যা: সাবুক্তগিন ছিলেন তুর্কি আক্রমণকারী, যিনি প্রথম ভারত আক্রমণ করেন এবং তার পূর্বসূরি আলপটগিনের শাসনকে শক্তিশালী করেছিলেন।।
☠️ 324. নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে মাহমুদ গজনবীর ভারত আক্রমণকে জিহাদ (পবিত্র যুদ্ধ) হিসাবে বর্ণনা করেছেন?
(ক) আল-বেরুনী (খ) হেনরি এলিয়ট (গ) জাফর (ঘ) উতৰি।
✔ উত্তর: (ক) আল-বেরুনী।
ব্যাখ্যা: আল-বেরুনী তার ইতিহাস ও প্রবন্ধে মাহমুদ গজনবীর ভারত আক্রমণকে ধর্মীয় উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত করেছেন।।
☠️ 325. দিল্লির লোদী সুলতানরা ছিলেন
(ক) তুর্কি (খ) পারস্যবাসী (গ) আরবরা (D) আফগানরা।
✔ উত্তর: (D) আফগানরা।
ব্যাখ্যা: লোদী সুলতানরা আফগান বংশীয়, যারা দিল্লি সালতানাতের শেষ পর্যায়ে শাসন করেছিলেন।।
☠️ 326. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে একটির শাসক আকবরের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন
(ক) জয়পুর (খ) রণথম্ভোর (গ) মারওয়ার (D) মেওয়ার।
✔ উত্তর: (D) মেওয়ার।
ব্যাখ্যা: আকবর মেওয়ারের রাণী জোডির সঙ্গে বিবাহ করে রাজনীতি ও সামরিক সুসম্পর্ক স্থাপন করেছিলেন।।
☠️ 327. শেখ নাসিরুদ্দিন চিরাগ-ই-দেলহী কোন সুফি তরিকার অন্তর্ভুক্ত ছিলেন?
(ক) চিন্তি (খ) সোহরাওয়ার্দী (গ) কাদিরি (D) নকশবুন্দি।
✔ উত্তর: (D) নকশবুন্দি।
ব্যাখ্যা: চিরাগ-ই-দেলহী ছিলেন নকশবুন্দি সুফি, যিনি দিল্লিতে বহু ভক্ত ও অনুসারী তৈরী করেছিলেন।।
☠️ 328. মিসল বলতে শিখরা কী বোঝাতেন?
(ক) একটি কর (B) তাদের দ্বারা বিজিত একটি এলাকা (গ) একটি রাজনৈতিক ইউনিট (ঘ) একটি বই।
✔ উত্তর: (গ) একটি রাজনৈতিক ইউনিট।
ব্যাখ্যা: মিসল ছিল শিখদের আঞ্চলিক সামরিক এবং রাজনৈতিক ইউনিট, যেগুলো একত্রিত হয়ে মারোঠার শক্তিশালী সামরিক সংস্থা গঠন করত।।
☠️ 329. মধ্যযুগীয় ভারতের হিন্দু ও মুসলমানদের দ্বারা পূজিত মুসলিম সন্ত ছিলেন –
(ক) কবিরা (খ) নিজামুদ্দিন আউলিয়া (গ) সেলিম চিশতি (ঘ) শেখ কুতুবাদ্দীন।
✔ উত্তর: (খ) নিজামুদ্দিন আউলিয়া।
ব্যাখ্যা: নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন বিখ্যাত সুফি, যাকে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় শ্রদ্ধা করত।।
☠️ 330. 'ফল ছাড়াই একটি বিজয়" হল এর উপাধি –
(ক) সিন্ধুতে আরবদের বিজয় (খ) বাংলায় মুসলিম বিজয়।
✔ উত্তর: (ক) সিন্ধুতে আরবদের বিজয়।
ব্যাখ্যা: সিন্ধুতে আরব বিজয়কে এমনভাবে বর্ণনা করা হয়েছিল, যেখানে সামরিক বিজয় হলেও অর্থনৈতিক বা স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা হয়নি।।
☠️ 331. কে বলেছিলেন, "হিন্দু ও মুসলমান একই মাটির পাত্র"?
(ক) নানক (খ) কবির (গ) চৈতন্য (ঘ) তুলসীদাস।
✔ উত্তর: (খ) কবির।
ব্যাখ্যা: কবিরের দর্শনে ধর্মীয় সমতা ও মানবতার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা তাকে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় করেছে।।
☠️ 332. হিন্দুদের দ্বারা 'জগদগুরু হিসেবে বিবেচিত মুসলিম সুলতান কে ছিলেন? (বিজাপুর)
(ক) আকবর (খ) ইব্রাহিম আদিল শাহ (গ) জয়নাল আবেদীন (D) হুসেন শাহ।
✔ উত্তর: (খ) ইব্রাহিম আদিল শাহ।
ব্যাখ্যা: ইব্রাহিম আদিল শাহকে তার ন্যায়পরায়ণতা ও ধর্মীয় সহনশীলতার কারণে হিন্দু সমাজে ‘জগদগুরু’ হিসেবে মানা হয়েছিল।।
☠️ 333. কাকে 'অন্ধ্র কবিতার দাদা' বলা হত?
(ক) পেদ্দানা (খ) আরবিডু (গ) কৃষ্ণদেব রাও (ঘ) ভাস্কর পণ্ডিত।
✔ উত্তর: (ক) পেদ্দানা।
ব্যাখ্যা: পেদ্দানা অন্ধ্র সাহিত্য ও কবিতার অন্যতম পথপ্রদর্শক, বিশেষ করে তার রচনাগুলোকে অন্ধ্র কবিতার মূল ভিত্তি হিসেবে গণ্য করা হয়।।
☠️ 334. 'দস্তক' কী?
(ক) সিডের একটি বই (খ) একটি বিনামূল্যের পাস (গ) কর ছাড়াই ব্যবসা করার অনুমতি (ঘ) মুঘল সম্রাটদের দান।
✔ উত্তর: (গ) কর ছাড়াই ব্যবসা করার অনুমতি।
ব্যাখ্যা: মুঘল আমলে দস্তক একটি বিশেষ অনুমতি ছিল, যা কর ছাড়াই ব্যবসায়িক লেনদেনের সুযোগ প্রদান করত।।
📝 335. ভারতের প্রথম সুতি বস্ত্রকল স্থাপিত হয় – (১৮১৮)
Ⓐ কলকাতা ঘুসুরি Ⓑ কলকাতা সিন্থিমোর Ⓒ নাগপুর Ⓓ থানে
✔ উত্তর: Ⓐ কলকাতা ঘুসুরি।
📝 336. ভারতের প্রথম সংবাদপত্রের নাম বল।
Ⓐ পার্থেনন Ⓑ দিগদর্শন Ⓒ বেঙ্গল গেজেট / হিকিস বেঙ্গল গেজেট Ⓓ নিউজ মিরর
✔ উত্তর: Ⓒ বেঙ্গল গেজেট / হিকিস বেঙ্গল গেজেট।
ব্যাখ্যা: জেমস অগাস্টাস হিকি ১৭৮০ সালে ‘হিকিস বেঙ্গল গেজেট’ প্রকাশ করেন, যা ছিল ভারতে ছাপা প্রথম সংবাদপত্র।
📝 337. নিম্নলিখিত কোন ব্রিটিশ আইন ভারতে সংসদীয় সরকার ব্যবস্থার কল্পনা করে?
Ⓐ ১৭৯৩ সালের চার্টার আইন Ⓑ ১৮১৩ সালের চার্টার অ্যাক্ট Ⓒ ১৮৫৩ সালের সনদ আইন Ⓓ ১৮৩৩ সালের চার্টার অ্যাক্ট
✔ উত্তর: Ⓒ ১৮৫৩ সালের সনদ আইন।
📝 338. বাংলায় ফরায়েজী আন্দোলন কে শুরু করেন?
Ⓐ তিতুমীর Ⓑ কুনওয়ার সিং Ⓒ দিগম্বর সিং Ⓓ হাজী শরিয়তুল্লাহ
✔ উত্তর: Ⓓ হাজী শরিয়তুল্লাহ।
ব্যাখ্যা: হাজী শরিয়তুল্লাহ বাংলায় ফরায়েজী আন্দোলন শুরু করেন, যার মূল লক্ষ্য ছিল ইসলামি সমাজসংস্কার ও ধর্মীয় অনুশাসন ফিরিয়ে আনা।
📝 339. ১৭১৭ সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ‘ফরমান’ প্রদান করেন?
Ⓐ দ্বিতীয় বাহাদুর শাহ Ⓑ দ্বিতীয় শাহ আলম Ⓒ ফররুখসিয়ার Ⓓ মুহাম্মদ শাহ
✔ উত্তর: Ⓒ ফররুখসিয়ার।
ব্যাখ্যা: ১৭১৭ সালে সম্রাট ফররুখসিয়ার কোম্পানিকে বাণিজ্যিক কর ছাড়ের অনুমতি দেন, যা ভারতে কোম্পানির রাজনৈতিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
📝 340. ভারতে প্রথম কাগজ কল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়েছিল – (১৮৩২)
Ⓐ শ্রীরামপুর Ⓑ বাঁশবেড়িয়া Ⓒ কাল্ট Ⓓ বাজবাজ
✔ উত্তর: Ⓐ শ্রীরামপুর।
ব্যাখ্যা: শ্রীরামপুরে ১৮৩২ সালে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়। এর মাধ্যমে দেশে আধুনিক কাগজ উৎপাদনের সূচনা ঘটে।
📝 341. ভারতের প্রথম সুতি বস্ত্রকল স্থাপিত হয় –
Ⓐ ১৮২০ Ⓑ ১৮১২ Ⓒ ১৮৪০ Ⓓ ১৮১৮
✔ উত্তর: Ⓓ ১৮১৮।
ব্যাখ্যা: ভারতের প্রথম সুতি কল ১৮১৮ সালে থানে স্থাপিত হয়, যা পরবর্তী সময়ে টেক্সটাইল শিল্প বিপ্লবের রূপরেখা তৈরি করে।
📝 342. বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? (WBCS – 2022)
Ⓐ দাদোবা পাণ্ডুরঙ্গ Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর Ⓒ রাধাকান্ত দেব Ⓓ কেশব চন্দ্র সেন
✔ উত্তর: Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা: দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৩৯ সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, যা ব্রাহ্ম সমাজ আন্দোলনের অন্যতম বৌদ্ধিক কেন্দ্র ছিল।
📝 343. সিধো এবং কানহোর নাম কোন বিদ্রোহের সাথে জড়িত? (১৮৫৬–৫৭)
Ⓐ চুয়ার বিদ্রোহ Ⓑ সন্ন্যাসী বিদ্রোহ Ⓒ সাঁওতাল বিদ্রোহ Ⓓ কোল বিদ্রোহ
✔ উত্তর: Ⓒ সাঁওতাল বিদ্রোহ।
ব্যাখ্যা: সিধো ও কানহো মুর্মুর নেতৃত্বে ১৮৫৫–৫৬ সালে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। জমিদার, মহাজন ও ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে এটি সংঘটিত হয়েছিল।
📝 344. ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? (১৮৫৮–৫৯)
Ⓐ হরিশচন্দ্র মুখার্জি Ⓑ গিরিশচন্দ্র ঘোষ Ⓒ দ্বিজেন্দ্রলাল রায় Ⓓ দীনবন্ধু মিত্র
✔ উত্তর: Ⓓ দীনবন্ধু মিত্র।
ব্যাখ্যা: ‘নীল দর্পণ’ দীনবন্ধু মিত্র রচিত একটি যুগান্তকারী নাটক, যেখানে নীলকর সাহেবদের অত্যাচার ও কৃষকদের দুরবস্থার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
📝 345. 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
Ⓐ আওরঙ্গজেব Ⓑ মীর কাসিম Ⓒ দ্বিতীয় বাহাদুর শাহ Ⓓ সরফরাজ খান
✔ উত্তর: Ⓒ দ্বিতীয় বাহাদুর শাহ।
ব্যাখ্যা: 1857 সালের মহান বিদ্রোহের সময় শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বিদ্রোহীদের প্রতীকী নেতা হন এবং এটাই ভারতীয় মুঘল শাসনের শেষ অধ্যায়।
📝 346. কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? (১৭৮৪)
Ⓐ আলেকজান্ডার কুয়ানিংহাম Ⓑ জন স্টুয়ার্ট মিল Ⓒ উইলিয়াম জোন্স Ⓓ ডেভিড হেয়ার
✔ উত্তর: Ⓒ উইলিয়াম জোন্স।
ব্যাখ্যা: স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, যা প্রাচ্যবিদ্যা, ইতিহাস ও সংস্কৃতি গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র।
📝 347. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? (২৪ জানুয়ারি)
Ⓐ ১৯১১ Ⓑ ১৮১৭ Ⓒ ১৮৫৪ Ⓓ ১৮৫৭
✔ উত্তর: Ⓓ ১৮৫৭।
ব্যাখ্যা: কলকাতা বিশ্ববিদ্যালয় ২৪ জানুয়ারি ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি এশিয়ার প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।
📝 348. তিতুমীরের আসল নাম কী ছিল?
Ⓐ সৈয়দ আমানউল্লাহ খান Ⓑ সৈয়দ মীর নাসর আলী Ⓒ সৈয়দ আমির আলী Ⓓ সৈয়দ মীর মুহাম্মদ খান
✔ উত্তর: Ⓑ সৈয়দ মীর নাসর আলী।
ব্যাখ্যা: ‘তিতুমীর’ ছিলেন সৈয়দ মীর নাসর আলী, যিনি ব্রিটিশ ও জমিদার শোষণের বিরুদ্ধে বাঁশের কেল্লা স্থাপন করে বিদ্রোহ পরিচালনা করেন।
📝 349. ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানা স্থাপন করে—
Ⓐ বোম্বে Ⓑ চিঠি Ⓒ সুতানুটি Ⓓ মাদ্রাজ
✔ উত্তর: Ⓓ মাদ্রাজ।
ব্যাখ্যা: ১৬১১ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানা প্রতিষ্ঠা করে দক্ষিণ ভারতের মাদ্রাজে।
📝 350. ১৮৭২ সালের আইন III কী ছিল? (বিশেষ বিবাহ আইন)
Ⓐ সমাজ সংস্কার আইন Ⓑ জুরি আইন Ⓒ রাজস্ব আইন Ⓓ নির্বাহী আইন
✔ উত্তর: Ⓐ সমাজ সংস্কার আইন।
ব্যাখ্যা: ১৮৭২ সালের বিশেষ বিবাহ আইন ভারতীয় সমাজে বিধবা বিবাহ ও আন্তঃসম্প্রদায় বিবাহকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে প্রণীত হয়েছিল।
📝 351. কোন আইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল?
Ⓐ ১৮১৩ সালের সনদ নবায়ন আইন Ⓑ ১৭৭৩ সালের নিয়ন্ত্রণ আইন Ⓒ ১৭৮৪ সালের পিটের ভারত আইন Ⓓ ১৮৩০ সালের সনদ নবায়ন আইন
✔ উত্তর: Ⓐ ১৮১৩ সালের সনদ নবায়ন আইন।
ব্যাখ্যা: ১৮১৩ সালের চার্টার আইন প্রথম শিক্ষা খাতে সরকারি অর্থ বরাদ্দের ব্যবস্থা করে এবং বার্ষিক ১ লক্ষ টাকা রাখা হয়।
📝 352. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম সুতি বস্ত্র শিল্প কোন সালে স্থাপিত হয়? (ফোর্ট গ্লস্টার, হাওড়া)
Ⓐ ১৮১৮ Ⓑ ১৮২১ Ⓒ ১৮১৯ Ⓓ ১৮২৩
✔ উত্তর: Ⓐ ১৮১৮।
ব্যাখ্যা: ১৮১৮ সালে হাওড়ার ঘুসুরিতে ভারতের প্রথম আধুনিক সুতি মিল ‘ফোর্ট গ্লস্টার’ স্থাপিত হয়।
📝 353. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? (১৮৩৯)
Ⓐ দেবেন্দ্রনাথ ঠাকুর Ⓑ রামমোহন রায় Ⓒ কেশবচন্দ্র সেন Ⓓ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✔ উত্তর: Ⓐ দেবেন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা: ৬ অক্টোবর ১৮৩৯ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, যা ব্রাহ্ম আন্দোলনের একটি প্রধান সংগঠন ছিল।
📝 354. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? (২০ জানুয়ারি)
Ⓐ ১৮০০ খ্রিস্টাব্দ Ⓑ ১৮১৭ খ্রিস্টাব্দ Ⓒ ১৮৫৫ খ্রিস্টাব্দ Ⓓ ১৮৫৭ খ্রিস্টাব্দ
✔ উত্তর: Ⓑ ১৮১৭ খ্রিস্টাব্দ।
ব্যাখ্যা: রামমোহন রায় ও ডেভিড হেয়ার উদ্যোগে ২০ জানুয়ারি ১৮১৭ সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়, পরে এটি প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়।
📝 355. কার গভর্নর জেনারেলের অধীনে ভারতে রেলপথ চালু হয়? (১৮৪৮–৫৬)
Ⓐ লর্ড ওয়েলেসলি Ⓑ লর্ড কর্নওয়ালিস Ⓒ লর্ড ক্যানিং Ⓓ লর্ড ডালহৌসি
✔ উত্তর: Ⓓ লর্ড ডালহৌসি।
ব্যাখ্যা: ১৮৫৩ সালে মুম্বাই থেকে ঠাণে পর্যন্ত প্রথম রেল চালু হয় লর্ড ডালহৌসির শাসনামলে।
📝 356. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় অস্তিত্ব লাভ করে? (১৮৫৪)
Ⓐ ম্যাকলের মিনিট Ⓑ হান্টার কমিশন Ⓒ সনদ আইন Ⓓ উডের ডিসপ্যাচ
✔ উত্তর: Ⓓ উডের ডিসপ্যাচ।
ব্যাখ্যা: ১৮৫৪ সালের উডের শিক্ষা প্রতিবেদনের ভিত্তিতে ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়।
📝 357. সতীদাহ প্রথা রহিতকরণের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? (৪ ডিসেম্বর ১৮২৯)
Ⓐ লর্ড বেন্টিঙ্ক Ⓑ লর্ড হেস্টিংস Ⓒ লর্ড ডালহৌসি Ⓓ লর্ড ক্যানিং
✔ উত্তর: Ⓐ লর্ড বেন্টিঙ্ক।
ব্যাখ্যা: ৪ ডিসেম্বর ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বিলোপ ঘোষণা করেন, রামমোহন রায় এ আন্দোলনে অনন্য ভূমিকা রাখেন।
📝 358. সেরাঙ্গাপত্তনমে ‘স্বাধীনতা বৃক্ষ’ কে রোপণ করেছিলেন?
Ⓐ হায়দার আলী Ⓑ টিপু সুলতান Ⓒ চিন কিলিচ খান Ⓓ মুরশিদ কুলি খান
✔ উত্তর: Ⓑ টিপু সুলতান।
ব্যাখ্যা: ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে টিপু সুলতান সেরাঙ্গাপত্তনে ‘স্বাধীনতা বৃক্ষ’ রোপণ করেন।
📝 359. ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র কে শুরু করেন? (১৭৮০)
Ⓐ বাল গঙ্গাধর তিলক Ⓑ রাজা রামমোহন রায় Ⓒ জে. এ. হিকি Ⓓ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
✔ উত্তর: Ⓒ জে. এ. হিকি।
ব্যাখ্যা: ১৭৮০ সালে জেমস অগাস্টাস হিকি প্রথম ইংরেজি সংবাদপত্র ‘হিকিস বেঙ্গল গেজেট’ প্রকাশ করেন, যা ভারতের প্রথম সংবাদপত্র।
📝 360. বিরজিস কাদের কে ছিলেন?
Ⓐ হায়দ্রাবাদের নিজাম Ⓑ অযোধ্যার নবাব Ⓒ মুঘল সম্রাট Ⓓ বাংলার নবাব
✔ উত্তর: Ⓑ অযোধ্যার নবাব।
ব্যাখ্যা: ১৮৫৭ সালের বিদ্রোহের সময় বিরজিস কাদের অযোধ্যার নবাব হিসেবে প্রতিষ্ঠিত হন এবং বেগম হজরত মহলের পুত্র ছিলেন।।
📝 361. 'খেরওয়ারী হুল' বলতে কী বোঝানো হয়েছিল? (জুন ১৮৫৫)
Ⓐ চুয়ার আন্দোলন Ⓑ পাইক বিদ্রোহ Ⓒ সাঁওতাল আন্দোলন Ⓓ নীল বিদ্রোহ
✔ উত্তর: Ⓒ সাঁওতাল আন্দোলন।
ব্যাখ্যা: ‘খেরওয়ারী হুল’ সাঁওতালরা তাদের বিদ্রোহকে যে নামে ডাকত, তা বোঝায়; ১৮৫৫ সালে সিধো-কানহোর নেতৃত্বে এই বিদ্রোহ সংঘটিত হয়।।

