🌹চাকরির প্রস্তুতি:মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স: অক্টোবর,২০২৪:MCQ প্রশ্নোত্তর🌹

📚চাকরির প্রস্তুতি:মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স: অক্টোবর,২০২৪:MCQ প্রশ্নোত্তর📚

 

 
 
 
 
 
 
 
 1. সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক কর্তৃক মাইনোরিটিজ সম্প্রদায়ের জন্য যে সেভিংস কাম পেনশন স্কিম চালু করেছে তার নাম কী?  
(a) NPS Vatsalya  (b) NPS Sukanya  (c) NPS Awas  (d) NPS Samriddhi  
উত্তর: (a) NPS Vatsalya।  

2. মিজোরামে কৃষক ও ক্ষুদ্র উদ্যোগপতিদের আর্থিক সাহায্যের জন্য চালু হওয়া স্কিমের নাম কী?  
(a) Bana Sangram  (b) Bana Vikas  (c) Bana Kaih  (d) Bana Seva  
উত্তর: (c) Bana Kaih।  

3. মাহি বনসাওরা প্রোজেক্ট অধিগ্রহণ ও ভারতে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানটি কোনটি?  
(a) ভারত বিদ্যুৎ নিগম  (b) অনুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেড  (c) ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন  (d) ভারতের পরমাণু শক্তি বিভাগ  
উত্তর: (b) অনুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেড।  

4. সম্প্রতি প্রকাশিত 'Randhurandhar Shahajiraje Bhosle' নামক গ্রন্থের রচয়িতা কে?  
(a) অজয় দাভে  (b) অমর যুবরাজ দানাগাট  (c) মহেন্দ্র দেশমুখ  (d) সঞ্জয় সিং  
উত্তর: (b) অমর যুবরাজ দানাগাট।  

5. সম্প্রতি 'নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো'র ডিজি হিসাবে নিযুক্ত হলেন কে?  
(a) রাজেশ মিত্র  (b) অনিল সিং  (c) অনুরাগ গর্গ  (d) দেবাশীষ বর্মন  
উত্তর: (c) অনুরাগ গর্গ।  

6. ভারতের প্রথম ডোমেস্টিক্যালি সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী সংস্থাটি কোনটি?  
(a) টিসিএস  (b) ইনফোসিস  (c) রিলায়েন্স  (d) বিএসএনএল  
উত্তর: (a) টিসিএস।  

7. ভারতের ডেয়ারি সেক্টরে White Revolution 2.0 চালু করেছে কোন মন্ত্রক?  
(a) কেন্দ্রীয় কো-অপারেশন মন্ত্রক  (b) কৃষি মন্ত্রক  (c) খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক  (d) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক  
উত্তর: (a) কেন্দ্রীয় কো-অপারেশন মন্ত্রক।  

8. সেনসিটাইজেশন অ্যান্ড ইন্টারনাল কমপ্ল্যান্ট কমিটির চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন কে?  
(a) রঞ্জনা দেশাই  (b) বিভি নাগারাথনা  (c) হিমা কোহলি  (d) গীতা মিত্তল  
উত্তর: (b) বিভি নাগারাথনা।  

9. IDFC First Bank সম্প্রতি কোন দুটি ক্রেডিট কার্ড চালু করেছে?  
(a) Ashva এবং Maurya  (b) Bharat এবং Maha  (c) Vikas এবং Nirman  (d) Swadesh এবং Samriddhi  
উত্তর: (a) Ashva এবং Maurya।  

10. ভারতের প্রথম হাইস্পিড বুলেট ট্রেন নির্মাণ করছে কোন সংস্থা?  
(a) বিইএমএল  (b) রেলটেল  (c) টিসিএস  (d) এলএন্ডটি  
উত্তর: (a) বিইএমএল।  

11. অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির ভিজি হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন কে?  
(a) রাঘব মিশ্র  (b) জিতেন্দ্র জে যাদব  (c) মনোজ গিল  (d) প্রকাশ চন্দ্র  
উত্তর: (b) জিতেন্দ্র জে যাদব।  

12. সম্প্রতি গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে ভূষিত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা কে?  
(a) বিনোদ বচ্চন  (b) রণবীর কাপুর  (c) অজয় দেবগন  (d) আমির খান  
উত্তর: (a) বিনোদ বচ্চন।  

13. ষষ্ঠ স্টেট ফুড সেফটি ইন্ডেক্স-এ প্রথম স্থানে রয়েছে কোন কোন রাজ্য?  
(a) মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক  (b) কেরল, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর  (c) পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার  (d) আসাম, ত্রিপুরা, সিকিম  
উত্তর: (b) কেরল, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর।  

14. সম্প্রতি NDMA এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়ার নাম কী?  
(a) বিজয়  (b) প্রতিরোধ  (c) দিশা  (d) ঐক্য  
উত্তর: (d) ঐক্য।  

15. iBUS Network & Infrastructure Private Limited- কে সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ প্রদান করেছে কোন সংস্থা?  
(a) বিশ্ব ব্যাংক  (b) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক  (c) ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন  (d) নিউ ডেভেলপমেন্ট ব্যাংক  
উত্তর: (c) ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন।  

16. সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?  
(a) অনুরা কুমারা দিসানায়েক  (b) মাহিন্দা রাজাপক্ষে  (c) রনিল বিক্রমাসিংহে  (d) সজিথ প্রেমদাসা  
উত্তর: (a) অনুরা কুমারা দিসানায়েক।  

17. পেপারলেস ভোটিং প্রক্রিয়া চালু করা প্রথম ভারতীয় রাজ্য কোনটি?  
(a) রাজস্থান  (b) মধ্যপ্রদেশ  (c) পাঞ্জাব  (d) তামিলনাড়ু  
উত্তর: (b) মধ্যপ্রদেশ।  

18. ভারতীয় বায়ুসেনাবাহিনীর চিফ অফ এয়ার স্টাফ হিসাবে নিযুক্ত হলেন কে?  
(a) বিকাশ শর্মা  (b) অমর প্রীত সিং  (c) করণ সিং  (d) সুনীল শর্মা  
উত্তর: (b) অমর প্রীত সিং।  

19. কুষ্ঠ নিরাময়ের জন্য প্রথম স্বীকৃতিপ্রাপ্ত দেশ কোনটি?  
(a) ভারত  (b) জর্ডন  (c) পাকিস্তান  (d) জাপান  
উত্তর: (b) জর্ডন।  

20. অস্কারের জন্য মনোনীত ভারতীয় চলচ্চিত্র 'লাপাতা লেডিজ'-এর পরিচালক কে?  
(a) কিরণ রাও  (b) অনুরাগ বসু  (c) মীরা নায়ার  (d) অনুভব সিনহা  
উত্তর: (a) কিরণ রাও।  

21. সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে?  
(a) সন্দীপ গাঙ্গুলি  (b) বিবেক গোগিয়া  (c) অরূপ সেন  (d) আলোক রঞ্জন  
উত্তর: (d) আলোক রঞ্জন।  

22. Tobacco Free Youth Campaign 2.0 প্রচারাভিযানটি চালু করেছে কোন মন্ত্রক?  
(a) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক  (b) ক্রীড়া মন্ত্রক  (c) শিক্ষা মন্ত্রক  (d) পরিবেশ মন্ত্রক  
উত্তর: (a) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক।  

23. ভারতের প্রথম কো-ব্র্যান্ডেড ট্রাভেল ক্রেডিট কার্ড কোন ব্যাঙ্ক চালু করেছে?  
(a) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া  (b) আইসিআইসিআই ব্যাংক  (c) এইচডিএফসি ব্যাংক  (d) ব্যাঙ্ক অফ বরোদা  
উত্তর: (d) ব্যাঙ্ক অফ বরোদা।  

24. মহাকাশ পরিস্থিতিগত সতর্কতার জন্য আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউটের সাথে সমঝোতা করেছে কোন প্রতিষ্ঠান?  
(a) ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন  (b) ভারত ইলেকট্রনিক্স লিমিটেড  (c) টাটা কনসালটেন্সি সার্ভিসেস  (d) মহিন্দ্রা গ্রুপ  
উত্তর: (b) ভারত ইলেকট্রনিক্স লিমিটেড।  

25. সম্প্রতি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এর সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কে?  
(a) জর্জি টেরো  (b) ডেভিড মুরগান  (c) ডেভিড হাগার্স  (d) স্টিভেন বেকার  
উত্তর: (b) ডেভিড মুরগান।
 
 26. সম্প্রতি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের CMD হিসাবে নিযুক্ত হয়েছেন কে?  
   (a) শ্রীধর পাত্র (b) বৃজেন্দ্র প্রতাপ সিং (c) অজয় কুমার (d) সঞ্জীব ভার্মা  
   উত্তর: (b) বৃজেন্দ্র প্রতাপ সিং।

27. সম্প্রতি কোন দেশে অনুষ্ঠিত ৪৫তম চেস অলিম্পিয়াডে ভারত সোনার পদক জয় করেছে?  
   (a) জার্মানি (b) ফ্রান্স (c) হাঙ্গেরি (d) রাশিয়া  
   উত্তর: (c) হাঙ্গেরি।

28. সম্প্রতি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে?  
   (a) হারিনি আমারাসুরিয়া (b) রনিল বিক্রমাসিংহে (c) দীনেশ গুনবর্ধনে (d) শ্রীলঙ্কা পার্লামেন্ট  
   উত্তর: (a) হারিনি আমারাসুরিয়া।

29. সম্প্রতি কোথায় পুরুষদের সপ্তম লেভার কাপ টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে?  
   (a) প্যারিস (b) বার্লিন (c) লন্ডন (d) নিউ ইয়র্ক  
   উত্তর: (b) বার্লিন।

30. কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক সম্প্রতি কোন মোবাইল অ্যাপ চালু করেছে?  
   (a) এক পেড মা কে নাম (b) মিশন গ্রিন (c) গাছ লাগাও অভিযান (d) মা কে নাম  
   উত্তর: (a) এক পেড মা কে নাম।

31. সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে?  
   (a) ইয়োশিহিদে সুগা (b) শিগেরু ইশিবা (c) ফুমিও কিশিদা (d) সিনজো আবে  
   উত্তর: (b) শিগেরু ইশিবা।

32. সম্প্রতি ভারত ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদান করেছে। এই অ্যালায়েন্সের অন্য সদস্য দেশগুলির মধ্যে একটি হল –  
   (a) সোমালিয়া (b) ব্রাজিল (c) জাপান (d) মেক্সিকো  
   উত্তর: (a) সোমালিয়া।

33. কোন বিমা সংস্থা সম্প্রতি ‘Health Super Top Up Policy’ চালু করেছে?  
   (a) LIC (b) SBI General Insurance (c) ICICI Lombard (d) HDFC Life  
   উত্তর: (b) SBI General Insurance।

34. সম্প্রতি কিংবদন্তী টেনিস তারকা জীবন নেধুনচেঝিয়ান কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন?  
   (a) ফ্রেঞ্চ ওপেন (b) হ্যাংঝাউ ওপেন (c) উইম্বলডন (d) ইউএস ওপেন  
   উত্তর: (b) হ্যাংঝাউ ওপেন।

35. সম্প্রতি এশিয়া প্যাসিফিক অ্যাডভেঞ্চার কাপের আয়োজক দেশ কোনটি?  
    (a) ভারত (b) মালয়েশিয়া (c) ইন্দোনেশিয়া (d) শ্রীলঙ্কা  
    উত্তর: (c) ইন্দোনেশিয়া।

36. সম্প্রতি Power Finance Corporation কোন সংস্থাকে ৩১৬৭৩.৭৯ কোটি টাকা ঋণ প্রদান করেছে?  
    (a) ICICI (b) মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (c) রিজার্ভ ব্যাংক (d) স্টেট ব্যাংক  
    উত্তর: (b) মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি।

37. সম্প্রতি ৫৪তম দাদা সাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে?  
    (a) অমিতাভ বচ্চন (b) ধর্মেন্দ্র (c) মিঠুন চক্রবর্তী (d) জিতেন্দ্র  
    উত্তর: (c) মিঠুন চক্রবর্তী।

38. সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া “KAZIND-24” অনুষ্ঠিত হয়েছে?  
    (a) যুক্তরাষ্ট্র (b) কাজাকস্থান (c) ফ্রান্স (d) চীন  
    উত্তর: (b) কাজাকস্থান।

39. সম্প্রতি ভারত 'Utilities for Net Zero Alliance (UNEZA)’-এ যোগদান করেছে, এই গ্রুপটি কি বিষয়ে কাজ করে?  
    (a) স্বাস্থ্যসেবা (b) নবায়নযোগ্য শক্তি (c) বিজ্ঞান (d) পরিবেশ  
    উত্তর: (b) নবায়নযোগ্য শক্তি।

40. সম্প্রতি ISRO কোন সংস্থার সাথে প্রযুক্তি ট্রান্সফার বিষয়ে মউ স্বাক্ষর করেছে?  
    (a) Tata Motors (b) IN-SPACE (c) Reliance Industries (d) Infosys  
    উত্তর: (b) IN-SPACE।

41. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?  
    (a) যুক্তরাষ্ট্র (b) চীন (c) ভারত (d) সুইজারল্যান্ড  
    উত্তর: (d) সুইজারল্যান্ড।

42. কোন সংস্থা সম্প্রতি 'Health Booster Maternity Cover Rider' চালু করেছে?  
    (a) LIC (b) Aditya Birla Health Insurance (c) HDFC Life (d) SBI General Insurance  
    উত্তর: (b) Aditya Birla Health Insurance।

43. সম্প্রতি Cruise Bharat Mission কোথায় চালু করা হয়েছে?  
    (a) চেন্নাই (b) কলকাতা (c) মুম্বাই (d) দিল্লি  
    উত্তর: (c) মুম্বাই।

44. ভারত সম্প্রতি কোন আন্তর্জাতিক সংগঠনের সদস্য হয়েছে যা দুর্নীতিবিরোধী আইন প্রয়োগকারী সংস্থাগুলির গ্লোবাল অপারেশন নেটওয়ার্ক?  
    (a) জাতিসংঘ (b) Steering Committee of Global Operation Network (c) IMF (d) ASEAN  
    উত্তর: (b) Steering Committee of Global Operation Network।

45. সম্প্রতি ভারতের কোথায় 5G Open RAN Testing Lab চালু হয়েছে?  
    (a) দিল্লি (b) চেন্নাই (c) মুম্বাই (d) বেঙ্গালুরু  
    উত্তর: (d) বেঙ্গালুরু।

46. সম্প্রতি কোন সংস্থা Dream Sports Inc. অধিগ্রহণের জন্য CCI-এর ছাড়পত্র পেয়েছে?  
    (a) Tata Sons (b) TIGA Investments (c) Reliance (d) Adani Group  
    উত্তর: (b) TIGA Investments।

47. সম্প্রতি ISRO কোন ধরনের মিনি মুন উৎক্ষেপণ করেছে?  
    (a) 2024 PT5 (b) 2024 LT2 (c) 2025 MN1 (d) 2026 KT9  
    উত্তর: (a) 2024 PT5।

48. সম্প্রতি আলেকজান্ডার দুন কোন সম্মানে ভূষিত হয়েছেন?  
    (a) নোবেল পুরস্কার (b) SASTRA রামানুজন প্রাইজ (c) ভারতরত্ন (d) নেশনাল সায়েন্স অ্যাওয়ার্ড  
    উত্তর: (b) SASTRA রামানুজন প্রাইজ।

49. সম্প্রতি ভারতের কোন শহরে World Food India (WFI) 2024 অনুষ্ঠিত হয়েছে?  
    (a) মুম্বাই (b) কলকাতা (c) চেন্নাই (d) নতুন দিল্লি  
    উত্তর: (d) নতুন দিল্লি।

50. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারতের স্থান কত?  
    (a) ৩৯তম (b) ২৫তম (c) ৩০তম (d) ৩২তম  
    উত্তর: (a) ৩৯তম।

51. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খন্ডের হাজারিবাগে কত টাকা ব্যয়ে 'ধাত্রী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান' স্কিম চালু করেছেন?  
(a) 79156 কোটি টাকা | (b) 50000 কোটি টাকা | (c) 60000 কোটি টাকা | (d) 70000 কোটি টাকা  
উত্তর: (a) 79156 কোটি টাকা।

52. 'Central Drugs Standard Control Organisation' নামক প্রতিষ্ঠান কোন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আফিলিয়েটেড মেম্বারশিপ লাভ করেছে?  
(a) International Medical Devices Association | (b) World Health Organization | (c) International Medical Device Regulatory Forum | (d) European Medical Device Regulations  
উত্তর: (c) International Medical Device Regulatory Forum।

53. রাজস্থান রাজ্য সরকার সম্প্রতি পরিকাঠামো উন্নয়নে কত টাকা আর্থিক সাহায্য দিচ্ছে?  
(a) 100000 কোটি টাকা | (b) 200000 কোটি টাকা | (c) 300000 কোটি টাকা | (d) 400000 কোটি টাকা  
উত্তর: (c) 300000 কোটি টাকা।

54. 'National Legal Services Authority' ভাইরাস সম্পর্কিত আইনের প্রচারাভিযানের জন্য কোন মন্ত্রকের সঙ্গে মউ স্বাক্ষর করেছে?  
(a) কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক | (b) আইন মন্ত্রক | (c) কেন্দ্রীয় সরকার | (d) শিক্ষা মন্ত্রক  
উত্তর: (a) কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক।

55. ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার কোন তিন বিজ্ঞানী পেয়েছেন?  
(a) ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, জন এম জাম্পার | (b) মারি কুরি, লুই পাস্তুর, আলবার্ট আইনস্টাইন | (c) রবার্ট ফ্রাংকলিন, মাইকেল স্যান্ড্রা | (d) স্টিফেন হকিং, মাইকেল ফিশম্যান  
উত্তর: (a) ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, জন এম জাম্পার।

56. 'Food Corporation of India' কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে?  
(a) Anna Darpan | (b) ePDS | (c) FCI Digital | (d) Smart Food Platform  
উত্তর: (a) Anna Darpan।

57. MOIL লিমিটেডের সিএমডি হিসেবে সম্প্রতি কার নিযুক্ত করা হয়েছে?  
(a) অজিত কুমার স্যাক্সেনা | (b) দিনেশ আগরওয়াল | (c) রাজীব শর্মা | (d) হারিশ কুমার  
উত্তর: (a) অজিত কুমার স্যাক্সেনা।

58. 'Rural Enterprise Acceleration Project' নামক প্রকল্পের নাম সম্প্রতি কী পরিবর্তন করা হয়েছে?  
(a) Gramothan Yojana | (b) Village Development Project | (c) Rural Development Scheme | (d) Rural Enterprise Development  
উত্তর: (a) Gramothan Yojana।

59. ২০২৪ সালে 'Asia Human Resource Development Lifetime Achievement Award' কোন নেতা প্রদান করা হয়েছে?  
(a) এম কে স্ট্যালিন | (b) অমিত শাহ | (c) মমতা বন্দ্যোপাধ্যায় | (d) মোদী  
উত্তর: (a) এম কে স্ট্যালিন।

60. ২০২৪ সালে অনুর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী কোন দল?  
(a) ভারত | (b) বাংলাদেশ | (c) শ্রীলঙ্কা | (d) নেপাল  
উত্তর: (a) ভারত।

61. ২০২৪ সালে 'India-US Commercial Dialogue' এর কো-চেয়ারম্যান হিসেবে কারা নিযুক্ত হয়েছেন?  
(a) পীযূষ গোয়েল এবং গিনা রাইমোন্দো | (b) নরেন্দ্র মোদী এবং জো বাইডেন | (c) রঘুরাম রাজন এবং স্টিভেন মিনচিন | (d) অমিত শাহ এবং কামালা হ্যারিস  
উত্তর: (a) পীযূষ গোয়েল এবং গিনা রাইমোন্দো।

62. 'Swachh Bharat Divas' কোথায় অনুষ্ঠিত হয়েছিল?  
(a) দিল্লি | (b) মুম্বাই | (c) গুজরাট | (d) কনকন  
উত্তর: (a) দিল্লি।

63. ২০২৪ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার কোন দুই বিজ্ঞানী লাভ করেছেন?  
(a) ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকেন | (b) জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন | (c) রিচার্ড ফেনম্যান এবং স্টিভেন হকিং | (d) মাইকেল ফিশম্যান এবং রিচার্ড ব্লুম  
উত্তর: (a) ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকেন।

64. 'Rural Enterprise Acceleration Project' নামক প্রকল্পটি কোন রাজ্য চালু করেছে?  
(a) উত্তরাখণ্ড | (b) মেঘালয় | (c) তামিলনাড়ু | (d) রাজস্থান  
উত্তর: (a) উত্তরাখণ্ড।

65. ২০২৪ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার যৌথভাবে কে লাভ করেছেন?  
(a) জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন | (b) অ্যালবার্ট আইনস্টাইন এবং মেরি কুরি | (c) স্টিফেন হকিং এবং লরেন্স ক্রাউন | (d) অ্যান্ড্রু হোল্ডেন এবং ব্রুস মেঙ্কিন  
উত্তর: (a) জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন।

66. ২০২৪ সালে 'Asia Human Resource Development Lifetime Achievement Award' কাকে প্রদান করা হয়েছে?  
(a) এম কে স্ট্যালিন | (b) অমিত শাহ | (c) মমতা বন্দ্যোপাধ্যায় | (d) মোদী  
উত্তর: (a) এম কে স্ট্যালিন।

67. 'Green Plus' নামক প্রকল্পটি কোথায় চালু হয়েছে?  
(a) ভুটান | (b) মেঘালয় | (c) উত্তরাখণ্ড | (d) সিকিম  
উত্তর: (b) মেঘালয়।

68. ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কোন দেশের লেখক পেয়েছেন?  
(a) দক্ষিণ কোরিয়া | (b) যুক্তরাষ্ট্র | (c) ব্রিটেন | (d) নরওয়ে  
উত্তর: (a) দক্ষিণ কোরিয়া।

69. ২০২৪ সালে 'India-US Commercial Dialogue' এর কো-চেয়ারম্যান হিসেবে ভারতের কোন নেতা নিযুক্ত হয়েছেন?  
(a) পীযূষ গোয়েল | (b) নরেন্দ্র মোদী | (c) অমিত শাহ | (d) রাজনাথ সিং  
উত্তর: (a) পীযূষ গোয়েল।

70. সম্প্রতি 'Swachh Bharat Divas' কোথায় অনুষ্ঠিত হয়েছে?  
(a) দিল্লি | (b) মুম্বাই | (c) কলকাতা | (d) চেন্নাই  
উত্তর: (a) দিল্লি।

71. ২০২৪ সালে 'Swachh Bharat Divas' কে উদ্বোধন করেছিলেন?  
(a) নরেন্দ্র মোদী | (b) মমতা বন্দ্যোপাধ্যায় | (c) অমিত শাহ | (d) রাহুল গান্ধী  
উত্তর: (a) নরেন্দ্র মোদী।

72. সম্প্রতি কোন রাজ্য সরকার 'Rural Enterprise Acceleration Project' এর নাম পরিবর্তন করে 'Gramothan Yojana' রেখেছে?  
(a) উত্তরাখণ্ড | (b) মেঘালয় | (c) রাজস্থান | (d) তামিলনাড়ু  
উত্তর: (a) উত্তরাখণ্ড।

73. ২০২৪ সালে 'National Legal Services Authority' ভাইরাস সম্পর্কিত আইনের প্রচারাভিযানের জন্য কোন মন্ত্রকের সঙ্গে মউ স্বাক্ষর করেছে?  
(a) কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক | (b) আইন মন্ত্রক | (c) স্বাস্থ্য মন্ত্রক | (d) শিক্ষা মন্ত্রক  
উত্তর: (a) কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক।

74. ২০২৪ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্তরা কাদের মধ্যে ছিল?  
(a) জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন | (b) স্টিফেন হকিং এবং লরেন্স ক্রাউন | (c) অ্যান্ড্রু হোল্ডেন এবং ব্রুস মেঙ্কিন | (d) আলবার্ট আইনস্টাইন এবং মেরি কুরি  
উত্তর: (a) জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্ট

ন।

75. 'National Legal Services Authority' ভাইরাস সম্পর্কিত আইন প্রচারের জন্য কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষর করেছে কোন মন্ত্রক?  
(a) সামাজিক ন্যায়বিচার মন্ত্রক | (b) শিক্ষামন্ত্রী | (c) পরিবেশ মন্ত্রক | (d) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক  
উত্তর: (a) সামাজিক ন্যায়বিচার মন্ত্রক।

76. সম্প্রতি মেঘালয় রাজ্য সরকার প্রাকৃতিক অরণ্য সংরক্ষণের জন্য কোন স্কিম চালু করেছে?  
(a) Green Plus | (b) Eco-Protection | (c) Nature First | (d) Conservation Plus  
উত্তর: (a) Green Plus।

77. ২০২৪ সালের চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানীরা কারা?  
(a) ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকেন | (b) স্টিফেন হকিং এবং মাইকেল ফিশম্যান | (c) রিচার্ড ব্লুম এবং মেরি কুরি | (d) হিদেকি শিমাজু এবং জন রেটলিফ  
উত্তর: (a) ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকেন।

78. ২০২৪ সালে ভারতে কোন আন্তর্জাতিক খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে?  
(a) সাফ চ্যাম্পিয়নশিপ | (b) অলিম্পিক গেমস | (c) ফিফা বিশ্বকাপ | (d) এশিয়ান গেমস  
উত্তর: (a) সাফ চ্যাম্পিয়নশিপ।

79. ২০২৪ সালে কোন রাজ্য সরকার পর্যটন শিল্পের উন্নয়নে ADB'র কাছ থেকে ঋণ গ্রহণ করেছে?  
(a) হিমাচল প্রদেশ | (b) তামিলনাড়ু | (c) মুম্বাই | (d) রাজস্থান  
উত্তর: (a) হিমাচল প্রদেশ।

80. ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?  
(a) হান কাং | (b) ব্রায়ান লারা | (c) জনাথন ফ্রানজেন | (d) অ্যালিস মুনরো  
উত্তর: (a) হান কাং।

81. সম্প্রতি প্রকাশিত ২০২৪ সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী ভারত কোন স্থান অধিকার করেছে?  
(a) ১০৫তম | (b) ১০০তম | (c) ১০৮তম | (d) ১১৫তম  
উত্তর: (a) ১০৫তম।

82. ২০২৫ সালের খো খো ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে?  
(a) পাকিস্তান | (b) বাংলাদেশ | (c) ভারত | (d) শ্রীলঙ্কা  
উত্তর: (c) ভারত।

83. ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার কোন জাপানি গোষ্ঠী পেয়েছে?  
(a) হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করা গোষ্ঠী | (b) টাইগার রিজার্ভ গড়ে তোলার জন্য | (c) পরিবেশ সুরক্ষা কাজের জন্য | (d) গণতন্ত্র প্রচারের জন্য  
উত্তর: (a) হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করা গোষ্ঠী।

84. সম্প্রতি ভারত কোন দেশে রূপে কার্ড পরিষেবা চালু করতে চলেছে?  
(a) শ্রীলঙ্কা | (b) মালদ্বীপ | (c) নেপাল | (d) বাংলাদেশ  
উত্তর: (b) মালদ্বীপ।

85. ২-৮ অক্টোবর সারা বিশ্বজুড়ে কোন সপ্তাহ পালিত হয়েছে?  
(a) Earth Week | (b) Wildlife Week | (c) Water Conservation Week | (d) Environment Week  
উত্তর: (b) Wildlife Week।

86. সম্প্রতি 'গ্রাম সড়ক সার্ভে অ্যান্ড প্ল্যানিং টুল' কোথায় চালু হয়েছে?  
(a) পশ্চিমবঙ্গ | (b) মধ্যপ্রদেশ | (c) উত্তর প্রদেশ | (d) রাজস্থান  
উত্তর: (b) মধ্যপ্রদেশ।

87. সম্প্রতি বিহার রাজ্য সরকার কোথায় দ্বিতীয় ন্যাশনাল টাইগার রিজার্ভ গড়ে তোলার জন্য অনুমোদন লাভ করেছে?  
(a) পাটনা | (b) কাইমুর | (c) মুঙ্গের | (d) বখুন্দা  
উত্তর: (b) কাইমুর।

88. সম্প্রতি ভারতের লাদাখের কোথায় এশিয়ার বৃহত্তম 'Major Atmospheric Cherenkov Experiment' গড়ে উঠতে চলেছে?  
(a) হ্যানলে | (b) লামবাথ | (c) শিমলা | (d) মণালি  
উত্তর: (a) হ্যানলে।

89. সম্প্রতি বিশ্বব্যাংক কোন রাজ্যে ১৫০০০ কোটি টাকা ঋণ প্রদান করতে অনুমোদন দিয়েছে?  
(a) অন্ধ্রপ্রদেশ | (b) রাজস্থান | (c) মহারাষ্ট্র | (d) মধ্যপ্রদেশ  
উত্তর: (a) অন্ধ্রপ্রদেশ।

90. সম্প্রতি বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন?  
(a) পার্থ প্রতীম সেনগুপ্ত | (b) রতন কুমার কেশ | (c) শশী ধর | (d) দেবী লাল  
উত্তর: (a) পার্থ প্রতীম সেনগুপ্ত।

91. ৮-১৮ অক্টোবর আয়োজিত MALABAR-24-এ কোন দেশ অংশগ্রহণ করেনি?  
(a) ভারত | (b) শ্রীলঙ্কা | (c) যুক্তরাষ্ট্র | (d) অস্ট্রেলিয়া  
উত্তর: (b) শ্রীলঙ্কা।

92. সম্প্রতি 'Electronic Payment and Services Limited' নামক সংস্থা কি লাইসেন্স পেয়েছে?  
(a) হোয়াইট লেবেল এটিএম | (b) ক্রেডিট কার্ড | (c) ডেবিট কার্ড | (d) ই-ওয়ালেট  
উত্তর: (a) হোয়াইট লেবেল এটিএম।

93. সম্প্রতি ভারত, ব্রাজিল এবং দক্ষিন আফ্রিকার নৌবাহিনীর মধ্যে যৌথ নৌ মহড়ার নাম কী ছিল?  
(a) IBSAMAR VIII | (b) SAMUDRA | (c) OCEANIC | (d) NAUSHERA  
উত্তর: (a) IBSAMAR VIII।

94. সম্প্রতি ICICI ব্যাঙ্ক MakeMyTrip-এর যৌথ সহযোগিতায় কোন ক্রেডিট কার্ড চালু করেছে?  
(a) MakeMyTrip Credit Card | (b) ICICI Travel Card | (c) MakeMyTrip Debit Card | (d) ICICI AirMiles Card  
উত্তর: (a) MakeMyTrip Credit Card।

95. সম্প্রতি ২০২৪ সালের ইউএনএইচসিআর নানসেন রেফিউজি অ্যাওয়ার্ডে কোন ব্রাজিলের বিশিষ্ট সন্ন্যাসিনী ভূষিত হয়েছেন?  
(a) ক্যারলিন ফার্নান্ডেজ | (b) ইমানুয়েল পিয়ার | (c) কার্লা থমাস | (d) অ্যাজেলা ফোরজি  
উত্তর: (b) ইমানুয়েল পিয়ার।

96. সম্প্রতি কোন এয়ারলাইন 'World Travel Award' এ এশিয়া'জ লিডিং এয়ারলাইন ইনফ্লাইট এন্টারটেনমেন্ট বিভাগে পুরস্কৃত হয়েছে?  
(a) এয়ার ইন্ডিয়া | (b) ভিজয় এয়ার | (c) স্পাইসজেট | (d) জেট এয়ারওয়ে  
উত্তর: (a) এয়ার ইন্ডিয়া।

97. সম্প্রতি নীতি আয়োগ ২০২৪-২৫ অর্থবর্ষে কোন পরিমাণ 'Asset Monetisation Target' ধার্য করেছে?  
(a) ১.১ ট্রিলিয়ন টাকা | (b) ১.৫ ট্রিলিয়ন টাকা | (c) ২ ট্রিলিয়ন টাকা | (d) ২.৫ ট্রিলিয়ন টাকা  
উত্তর: (a) ১.১ ট্রিলিয়ন টাকা।

98. সম্প্রতি গারুদা অ্যারোস্পেস-এর বিপণনদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন?  
(a) মহেন্দ্র সিং ধোনি | (b) বিরাট কোহলি | (c) সুনীল ছেত্রি | (d) রোহিত শর্মা  
উত্তর: (a) মহেন্দ্র সিং ধোনি।

99. সম্প্রতি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন?  
(a) মেহবুবা মুফতি | (b) গুলাম নবী আজাদ | (c) ওমর আব্দুল্লা | (d) ইমরান খান  
উত্তর: (c) ওমর আব্দুল্লা।

100. সম্প্রতি জম্মু ও কাশ্মীরের ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন?  
(a) সুরিন্দর কুমার চৌধুরি | (b) রবি কুমার | (c) শামিম আহমেদ | (d) নরেশ মালিক  
উত্তর: (a) সুরিন্দর কুমার চৌধুরি।
 
 
 
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.