📚চাকরির প্রস্তুতি:মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স:সেপ্টেম্বর,২০২৪:MCQ প্রশ্নোত্তর📚
প্রশ্ন 1: কোন দেশ ব্রিকস সদস্যভুক্ত গোষ্ঠীর সহায়তায় 'সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল কম্পিটেন্সেস' চালু করতে চলেছে?
(а) সংযুক্ত আরব আমিরশাহি।
(b) ভারত।
(c) চীন।
(d) ব্রাজিল।
উত্তর: (а) সংযুক্ত আরব আমিরশাহি।
প্রশ্ন 2: কোন কোম্পানি ফেয়ার প্রাইস শপগুলিকে 'জন পোষণ কেন্দ্র'-এ রূপান্তরিত করতে কেন্দ্রীয় মন্ত্রক এবং সিডবি'-র সঙ্গে চুক্তি করেছে?
(а) Flipkart।
(b) Amazon।
(c) Udaan।
(d) Paytm।
উত্তর: (c) Udaan।
প্রশ্ন 3: ১৯ আগস্ট কোন দিবস সারা বিশ্বজুড়ে পালিত হয়?
(а) আন্তর্জাতিক সংস্কৃতি দিবস।
(b) বিশ্ব সংস্কৃত দিবস।
(c) জাতীয় সংস্কৃত দিবস।
(d) সংস্কৃতি সচেতনতা দিবস।
উত্তর: (b) বিশ্ব সংস্কৃত দিবস।
প্রশ্ন 4: সম্প্রতি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
(а) সলমান আল ফারিসি।
(b) সঞ্জীব রঞ্জন।
(c) দেবযানী ঘোষ।
(d) রাজেশ নাম্বিয়ার।
উত্তর: (b) সঞ্জীব রঞ্জন।
প্রশ্ন 5: 'ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড-২০২৩'-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট বিভাগে কে পুরস্কৃত হয়েছেন?
(а) ড. অরবিন্দ সিং।
(b) শ্রী গৌতম মিত্র।
(c) ধীরাজ মোহন ব্যানার্জি।
(d) শ্রীপতি দাস।
উত্তর: (c) ধীরাজ মোহন ব্যানার্জি।
প্রশ্ন 6: সম্প্রতি কোন ব্যাংক 'অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস অফ মিউচুয়াল ফান্ডস' গড়ে তোলার জন্য আরবিআই-এর অনুমোদন পেয়েছে?
(а) HDFC Bank।
(b) IndusInd Bank।
(c) ICICI Bank।
(d) Axis Bank।
উত্তর: (b) IndusInd Bank।
প্রশ্ন 7: 'সম্পূর্ণা রক্ষা প্রমিস' নামক বিমা পলিসি কোন কোম্পানি চালু করেছে?
(а) এচিআইএ লাইফ।
(b) টাটা এআইএ লাইফ।
(c) মাক্স লাইফ।
(d) লাইফ ইন্ডিয়া।
উত্তর: (b) টাটা এআইএ লাইফ।
প্রশ্ন 8: কোন ব্যাংক মহিলাদের ক্ষমতায়নে ‘অবনি' নামক সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে?
(а) বন্ধন ব্যাঙ্ক।
(b) HDFC ব্যাংক।
(c) ICICI ব্যাংক।
(d) SBI ব্যাংক।
উত্তর: (a) বন্ধন ব্যাঙ্ক।
প্রশ্ন 9: সম্প্রতি National Remote Sensing Centre কোন প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষর করেছে Geo-Coded Addressing System চালু করতে?
(а) ভারতীয় ডাক বিভাগ।
(b) ISRO।
(c) NIC।
(d) BSNL।
উত্তর: (a) ভারতীয় ডাক বিভাগ।
প্রশ্ন 10: সম্প্রতি গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিন কর্তৃক পুরস্কৃত আরবিআই'য়ের গর্ভনর কে?
(а) শক্তিকান্ত দাস।
(b) রঘুরাম রাজন।
(c) মনমোহন সিং।
(d) উর্জিত প্যাটেল।
উত্তর: (a) শক্তিকান্ত দাস।
প্রশ্ন 11: সম্প্রতি কোন ব্যাংক টাটা পাওয়ার সোলার সিস্টেমস লিমিটেডের সঙ্গে মউ স্বাক্ষর করেছে সোলার প্যানেল ক্রয়ের জন্য ঋণ প্রদানের জন্য?
(а) HDFC ব্যাংক।
(b) ICICI ব্যাংক।
(c) Axis ব্যাংক।
(d) AU Small Finance Bank।
উত্তর: (b) ICICI ব্যাংক।
প্রশ্ন 12: সম্প্রতি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
(а) এম সুরেশ।
(b) সঞ্জীব কুমার।
(c) শ্রীকান্ত পাল।
(d) দেবযানী ঘোষ।
উত্তর: (a) এম সুরেশ।
প্রশ্ন 13: সম্প্রতি Khadi and Village Industries Commission কোন প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষর করেছে PMEGP-এর আওতায় নতুন ইউনিট গড়ে তুলতে?
(а) ভারতীয় ডাক বিভাগ।
(b) NABARD।
(c) MSME।
(d) SIDBI।
উত্তর: (a) ভারতীয় ডাক বিভাগ।
প্রশ্ন 14: সম্প্রতি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কোন পোর্টাল চালু করেছে বিল্ডিং ও অন্যান্য নির্মাণ কর্মীদের জন্য?
(а) Construction Worker Portal।
(b) Employment Information System।
(c) Management Information System।
(d) Building Safety Portal।
উত্তর: (c) Management Information System।
প্রশ্ন 15: ন্যাসকমের প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
(а) রাজেশ নাম্বিয়ার।
(b) দেবযানী ঘোষ।
(c) অরুণ শ্রীবাস্তব।
(d) সঞ্জীব সিং।
উত্তর: (a) রাজেশ নাম্বিয়ার।
প্রশ্ন 16: সম্প্রতি বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্ক কোন মোবাইল অ্যাপ চালু করেছে Visa and Mintoak-এর যৌথ অংশীদারিত্বে?
(а) Neo for Customers।
(b) Neo for Merchants।
(c) Neo Payments।
(d) Neo Shopping।
উত্তর: (b) Neo for Merchants।
প্রশ্ন 17: সম্প্রতি Ather নামক কোম্পানি ভারতের পঞ্চম কোন স্টার্টআপ সংস্থা হিসেবে ইউনিকর্ন স্ট্যাটাস লাভ করেছে?
(а) প্রথম।
(b) দ্বিতীয়।
(c) তৃতীয়।
(d) পঞ্চম।
উত্তর: (d) পঞ্চম।
প্রশ্ন 18: LIC Housing Finance Limited কোন নতুন গৃহঋণ পরিষেবা চালু করেছে ভারতীয় সমরকর্মীদের জন্য?
(а) গৃহরক্ষক।
(b) গৃহঋণ।
(c) কর্মী ঋণ।
(d) সমরকর্মী গৃহঋণ।
উত্তর: (a) গৃহরক্ষক।
প্রশ্ন 19: সম্প্রতি AU Small Finance Bank কোন কোম্পানির সঙ্গে যৌথ সহযোগিতায় কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে?
(а) Aditya Birla Finance Limited।
(b) HDFC Finance।
(c) SBI Cards।
(d) Axis Cards।
উত্তর: (a) Aditya Birla Finance Limited।
প্রশ্ন 20: ২৩ আগস্ট কোন দিন সারা দেশজুড়ে পালিত হয়?
(а) National Science Day।
(b) National Technology Day।
(c) National Space Day।
(d) National Environment Day।
উত্তর: (c) National Space Day।
প্রশ্ন 21: সম্প্রতি কোন মন্ত্রক Indian Coal Mines Safety Report Portal চালু করেছে?
(а) খনি ও কয়লা মন্ত্রক।
(b) পরিবেশ মন্ত্রক।
(c) শ্রম মন্ত্রক।
(d) তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।
উত্তর: (a) খনি ও কয়লা মন্ত্রক।
প্রশ্ন 22: সম্প্রতি কোন প্রতিষ্ঠান Solar Panel ক্রয়ের জন্য ঋণ দিতে ICICI ব্যাংকের সঙ্গে মউ স্বাক্ষর করেছে?
(а) Tata Power Solar Systems Limited।
(b) Reliance Energy।
(c) Adani Solar।
(d) NTPC Limited।
উত্তর: (a) Tata Power Solar Systems Limited।
প্রশ্ন 23: সম্প্রতি Indian Ocean Rim Association-এর সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
(а) সঞ্জীব রঞ্জন।
(b) রাজেশ নাম্বিয়ার।
(c) শ্রী গৌতম মিত্র।
(d) দেবযানী ঘোষ।
উত্তর: (a) সঞ্জীব রঞ্জন।
প্রশ্ন 24: ২৫-২৯ আগস্ট 'ওয়ার্ল্ড ওয়াটার উইক' পালিত হল যার এবছরের থিম হল Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future।
(а) অ্যাচিভার্স।
(b) ব্রিজিং বর্ডারস।
(c) জল রক্ষা।
(d) জল বাঁচাও।
উত্তর: (а) অ্যাচিভার্স।
প্রশ্ন 25: সম্প্রতি ভারত যে Re-Useable Hybrid Rocket-এর সফল উৎক্ষেপণ করেছে তার নাম হল-RHUMI-1।
(а) RHUMI-1।
(b) RHUMI-2।
(c) RHUMI-3।
(d) RHUMI-4।
উত্তর: (a) RHUMI-1।
প্রশ্ন 26: সম্প্রতি ২০২৪ সালের 'ডাচ গ্রাঁপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ব্রিটেনের লান্দো নরিস।
(а) চার্লস লেকারেক।
(b) লান্দো নরিস।
(c) ম্যাক্স ভার্স্ট্যাপেন।
(d) লুইস হ্যামিলটন।
উত্তর: (b) লান্দো নরিস।
প্রশ্ন 27: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ১৫ আগস্ট 'জলজীবন মিশন' চালু করেছিলেন।
(а) অ্যাচিভার্স।
(b) জল জীবনের সুরক্ষা।
(c) জল নিরাপত্তা।
(d) জল ও জীবন।
উত্তর: (а) অ্যাচিভার্স।
প্রশ্ন 28: সম্প্রতি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন সতীশ কুমার।
(а) সতীশ কুমার।
(b) জয়া ভার্মা সিনহা।
(c) অনীশ দয়াল সিং।
(d) রাজবিন্দর সিং ভাটি।
উত্তর: (b) জয়া ভার্মা সিনহা।
প্রশ্ন 29: সম্প্রতি PayU নামক অনলাইন পেমেন্ট গেটওয়ে ভারতীয় দোকানদারদের জন্য তৎক্ষণাৎ ডিজিটালি অর্থ প্রদানের জন্য Amazon Pay Later-এর সঙ্গে মউ স্বাক্ষর করেছে।
(а) Amazon Pay Later।
(b) PayU।
(c) Google Pay।
(d) PhonePe।
উত্তর: (a) Amazon Pay Later।
প্রশ্ন 30: সম্প্রতি AlphaMERS Ltd. নামক প্রতিষ্ঠান উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক দূষণের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার গড়ে তুলতে ইসরোর সঙ্গে মউ স্বাক্ষর করেছে।
(а) স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার।
(b) ISRO।
(c) NASSCOM।
(d) DRDO।
উত্তর: (a) স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার।
প্রশ্ন 31: সম্প্রতি আইসিসি'র চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন জয় শাহ।
(а) জয় শাহ।
(b) গ্রেগ বার্কলে।
(c) রঘুরাম রাজন।
(d) শক্তিকান্ত দাস।
উত্তর: (a) জয় শাহ।
প্রশ্ন 32: প্রশ্নে উল্লেখিত হেমিস লাদাখের নবগঠিত জেলা নয়।
(а) জাস্কর।
(b) দ্রাস।
(c) নুবরা।
(d) হেমিস।
উত্তর: (d) হেমিস।
প্রশ্ন 33: সম্প্রতি প্রয়াত লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম হল সেলিম আহমেদ আল হুস।
(а) আল হুস।
(b) আহমেদ আল হুস।
(c) সেলিম।
(d) হাসান।
উত্তর: (a) আল হুস।
প্রশ্ন 34: সম্প্রতি আইসিসি এমার্জিং এশিয়া ব্যাঙ্কিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস-এর বেস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্ক হিসেবে পুরস্কৃত হয়েছে জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক।
(а) জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক।
(b) Ujjivan Small Finance Bank।
(c) Fincare Small Finance Bank।
(d) ESAF Small Finance Bank।
উত্তর: (a) জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক।
প্রশ্ন 35: সম্প্রতি প্রকাশিত 'The Scientist Enterpreneur: Empowering Millions of Women' নামক গ্রন্থটির রচয়িতা হলেন কল্পনা শঙ্কর।
(а) কল্পনা শঙ্কর।
(b) সঞ্জীব সিং।
(c) দেবযানী ঘোষ।
(d) শ্রী গৌতম মিত্র।
উত্তর: (a) কল্পনা শঙ্কর।
প্রশ্ন 36: সম্প্রতি ন্যাসকামের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন।
(а) সিন্ধু গঙ্গাধরন।
(b) রাজেশ নাম্বিয়ার।
(c) দেবযানী ঘোষ।
(d) সঞ্জীব সিং।
উত্তর: (b) রাজেশ নাম্বিয়ার।
প্রশ্ন 37: সম্প্রতি ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্সিয়োরেন্স কোম্পানি লিমিটেড গুজরাটের GIFT City -তে জীবন বিমা পরিষেবা শুরু করেছে।
(а) লাইফ ইন্সিওরেন্স।
(b) গুজরাটের GIFT City।
(c) অরবিন্দ সিং।
(d) দেবযানী ঘোষ।
উত্তর: (a) লাইফ ইন্সিওরেন্স।
প্রশ্ন 38: সম্প্রতি আইওসিএল-এর চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন সতীশ কুমার ভাদুগুরি।
(а) সতীশ কুমার ভাদুগুরি।
(b) শ্রীকান্ত মাধব বৈদ্য।
(c) রাজবিন্দর সিং ভাটি।
(d) অরবিন্দ সিং।
উত্তর: (b) শ্রীকান্ত মাধব বৈদ্য।
প্রশ্ন 39: ৩০ আগস্ট 'ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে' পালিত হল।
(а) ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে।
(b) ন্যাশনাল ইন্ডাস্ট্রি ডে।
(c) ন্যাশনাল এন্টারপ্রাইজ ডে।
(d) ন্যাশনাল কর্মসংস্থান ডে।
উত্তর: (a) ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে।
প্রশ্ন 40: সম্প্রতি শ্রীরাম ক্যাপিটাল প্রাইভেট লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন শুভশ্রী শ্রীরাম।
(а) শুভশ্রী শ্রীরাম।
(b) দেবযানী ঘোষ।
(c) রাজেশ নাম্বিয়ার।
(d) সিন্ধু গঙ্গাধরন।
উত্তর: (a) শুভশ্রী শ্রীরাম।
প্রশ্ন 41: সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন বি শ্রীনিবাসন।
(а) বি শ্রীনিবাসন।
(b) অনীশ দয়াল সিং।
(c) রাজবিন্দর সিং।
(d) দেবযানী ঘোষ।
উত্তর: (a) বি শ্রীনিবাসন।
প্রশ্ন 42: ২৯ আগস্ট ‘ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট নিউক্লিয়ার টেস্ট' পালিত হল।
(а) ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট নিউক্লিয়ার টেস্ট।
(b) ইন্টারন্যাশনাল পিস ডে।
(c) নিউক্লিয়ার সেফটি ডে।
(d) মানবাধিকার ডে।
উত্তর: (a) ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট নিউক্লিয়ার টেস্ট।
প্রশ্ন 43: মাইক্রোসফট ৪৩৭.৬ মেগাওয়াট ক্লিন পাওয়ার সেল এগ্রিমেন্টের জন্য রিনিউ পাওয়ার প্রাইভেট লিমিটেডের সঙ্গে মউ স্বাক্ষর করেছে।
(а) রিনিউ পাওয়ার প্রাইভেট লিমিটেড।
(b) পেট্রোলিয়াম মন্ত্রণালয়।
(c) মাইক্রোসফট।
(d) সোলার পাওয়ার।
উত্তর: (a) রিনিউ পাওয়ার
প্রাইভেট লিমিটেড।
প্রশ্ন 44: সম্প্রতি NPCI নামক প্রতিষ্ঠান ইউপিআই নির্ভর ভারত বিলপে সিস্টেম (BBPS) ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে।
(а) NPCI।
(b) RBI।
(c) SBI।
(d) HDFC।
উত্তর: (a) NPCI।
প্রশ্ন 45: সম্প্রতি Central Electronics Ltd. সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ নবরত্ন সংস্থার তকমা পেয়েছে।
(а) সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ।
(b) নবরত্ন।
(c) মাইক্রোসফট।
(d) আইসিএমআর।
উত্তর: (a) সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ।
প্রশ্ন 46: সম্প্রতি সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন রাজবিন্দর সিং ভাটি।
(а) রাজবিন্দর সিং ভাটি।
(b) অনীশ দয়াল সিং।
(c) সিন্ধু গঙ্গাধরন।
(d) দেবযানী ঘোষ।
উত্তর: (a) রাজবিন্দর সিং ভাটি।
প্রশ্ন 47: সম্প্রতি সৌদি আরব অডিটিং-এর ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য ক্যাগ (CAG)-এর সঙ্গে মউ স্বাক্ষর করেছে।
(а) ক্যাগ।
(b) অডিটিং।
(c) সৌদি আরব।
(d) ভারত।
উত্তর: (a) ক্যাগ।
প্রশ্ন 48: ভারতের বর্তমান ক্যাগ হিসেবে নিযুক্ত রয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু।
(а) গিরিশ চন্দ্র মুর্মু।
(b) রাজেশ নাম্বিয়ার।
(c) দেবযানী ঘোষ।
(d) অনীশ দয়াল সিং।
উত্তর: (a) গিরিশ চন্দ্র মুর্মু।
প্রশ্ন 49: সম্প্রতি ভিস্তারা এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া লিমিটেডের সংযুক্তিকরণে এফডিআই বিনিয়োগে অনুমোদন লাভ করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।
(а) ভিস্তারা এয়ারলাইন্স।
(b) এয়ার ইন্ডিয়া।
(c) সিঙ্গাপুর এয়ারলাইন্স।
(d) রাজেশ নাম্বিয়ার।
উত্তর: (c) সিঙ্গাপুর এয়ারলাইন্স।
প্রশ্ন 50: সম্প্রতি সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন নেহাল ভোরা।
(а) নেহাল ভোরা।
(b) রাজেশ নাম্বিয়ার।
(c) দেবযানী ঘোষ।
(d) অনীশ দয়াল সিং।
উত্তর: (a) নেহাল ভোরা।
প্রশ্ন 51: সম্প্রতি অনুষ্ঠিত ইটালিয়ান গ্রপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন চার্লস লেকারেক।
(а) চার্লস লেকারেক।
(b) ম্যাক্স ভার্স্ট্যাপেন।
(c) লুইস হ্যামিলটন।
(d) সেবাস্টিয়ান ভেটেল।
উত্তর: (a) চার্লস লেকারেক।
প্রশ্ন 52: সম্প্রতি ২০২৪ সালের ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হলেন জাপানের মিয়াজাকি হায়াও।
(а) মিয়াজাকি হায়াও।
(b) রাজেশ নাম্বিয়ার।
(c) দেবযানী ঘোষ।
(d) অনীশ দয়াল সিং।
উত্তর: (a) মিয়াজাকি হায়াও।
প্রশ্ন 53: সম্প্রতি 'অলিম্পিক অর্ডার ইন গোল্ড' সম্মানে ভূষিত হয়েছেন ইমানুয়েল ম্যাকরন।
(а) ইমানুয়েল ম্যাকরন।
(b) রাজেশ নাম্বিয়ার।
(c) দেবযানী ঘোষ।
(d) অনীশ দয়াল সিং।
উত্তর: (a) ইমানুয়েল ম্যাকরন।
54. সম্প্রতি তেজিন্দর সিং ভারতীয় বিমানবাহিনীর ডেপুটি প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি পূর্ববর্তী পদাধিকারী কে?
(a) এয়ার মার্শাল রঘুনাথ
(b) এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত
(c) এয়ার মার্শাল বিপিন রাও
(d) এয়ার মার্শাল সুদীপ সেন
উত্তর: (b) এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।
55. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পেনশন প্রাপক প্রতিরক্ষা কর্মীদের ও তাদের পরিবারের জন্য কোন প্রকল্প চালু করেছে?
(a) NAMAN
(b) SAHAYAK
(c) ABHIMANYU
(d) SAMARTH
উত্তর: (a) NAMAN।
56. ২ সেপ্টেম্বর 'ওয়ার্ল্ড কোকোনাট ডে' পালিত হয়। এবারের থিম কি ছিল?
(a) Coconut for a Sustainable Future
(b) Coconut for a Circular Economy: Building Partnership for Maximum Value
(c) Coconut for Health and Nutrition
(d) Coconut for Economic Growth
উত্তর: (b) Coconut for a Circular Economy: Building Partnership for Maximum Value।
57. জরুরিকালীন পরিস্থিতি মোকাবিলার বিষয়ে সম্প্রতি ভারতের সঙ্গে কোন দেশের চুক্তি স্বাক্ষর করেছে?
(a) চীন
(b) রাশিয়া
(c) পাকিস্তান
(d) আমেরিকা
উত্তর: (b) রাশিয়া।
58. ভারতে কুস্তি খেলার মানোন্নয়নে সম্প্রতি কোন সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছে?
(a) ইউএনএসসি
(b) ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং
(c) ফিফা
(d) আইসিসি
উত্তর: (b) ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।
59. কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক 'এগ্রিফান্ড ফর স্টার্ট-আপস অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজেস'-এ কত টাকা ব্যয় বরাদ্দ করেছে?
(a) ৫০০ কোটি টাকা
(b) ৭৫০ কোটি টাকা
(c) ১০০০ কোটি টাকা
(d) ৮০০ কোটি টাকা
উত্তর: (b) ৭৫০ কোটি টাকা।
60. সম্প্রতি নাবার্ড কনসালটেন্সি সার্ভিসেস-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
(a) অজিত পুরকায়স্থ
(b) ওয়াই হরগোপাল
(c) রাহুল মিত্র
(d) জয়ন্ত সিং
উত্তর: (b) ওয়াই হরগোপাল।
61. এক লক্ষ কোটি এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড স্কিমের আওতায় কোন রাজ্য সাফল্যের নিরিখে প্রথম স্থানে আছে?
(a) রাজস্থান
(b) মধ্যপ্রদেশ
(c) পঞ্জাব
(d) গুজরাট
উত্তর: (b) মধ্যপ্রদেশ।
62. সম্প্রতি শরত কমল কোন সংস্থার দূত হিসেবে নিযুক্ত হয়েছেন?
(a) ইউনাইটেড নেশনস
(b) আইসিসি
(c) ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফাউন্ডেশন
(d) অলিম্পিক কাউন্সিল
উত্তর: (c) ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফাউন্ডেশন।
63. ২-৪ সেপ্টেম্বর ভারত ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত যৌথ নৌ-মহড়ার নাম কি?
(a) VARUNA 24
(b) INDRA 23
(c) MALABAR 2024
(d) SAMUDRA SHAKTI
উত্তর: (a) VARUNA 24।
64. সম্প্রতি ফিনটেক কোম্পানি রূপে এবং ইয়েস ব্যাঙ্কের যৌথ সহযোগিতায় কোন কোম্পানি India's প্রথম মাল্টি ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে?
(a) Paytm
(b) POPtech Growth Pvt. Ltd.
(c) PhonePe
(d) Razorpay
উত্তর: (b) POPtech Growth Pvt. Ltd.।
65. সম্প্রতি দক্ষিণ আফ্রিকার নৌবাহিনী সাবমেরিন উদ্ধারের বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতে কোন দেশের সঙ্গে মউ স্বাক্ষর করেছে?
(a) ব্রিটেন
(b) ভারত
(c) জাপান
(d) আমেরিকা
উত্তর: (b) ভারত।
66. সম্প্রতি মতিলাল অসোয়াল মিউচুয়াল ফান্ড কোম্পানি ভারতে প্রথম কোন ফান্ড চালু করেছে?
(a) Nifty 50 Index Fund
(b) Nifty 500 Momentum 50 Index Fund
(c) Sensex Fund
(d) Nifty Next 50 Fund
উত্তর: (b) Nifty 500 Momentum 50 Index Fund।
67. সম্প্রতি অনুষ্ঠিত ফ্যাশন ফোরকাস্টিং কর্মসূচীর নাম কি?
(a) Fashion Forward
(b) Fashion for All
(c) Fashion Innovation
(d) Fashion Revolution
উত্তর: (d) Fashion Revolution।
68. সম্প্রতি এসবিআই-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?
(a) দীপক মুখার্জি
(b) রামামোহন রাও আমারা
(c) মনোজ গোহিল
(d) সঞ্জীব যাদব
উত্তর: (b) রামামোহন রাও আমারা।
69. সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি 'পাবলিক সেক্টর অডিটিং'-এর ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য ক্যাগ (CAG)-এর সঙ্গে মউ স্বাক্ষর করেছে। সঠিক উত্তরটি নির্বাচন করুন।
(a) হ্যাঁ
(b) না
(c) নিশ্চিত নয়
(d) তথ্য নেই
উত্তর: (a) হ্যাঁ।
70. সম্প্রতি সেবির পরিচালন বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে?
(a) দীপ্তি গৌর মুখার্জি
(b) রোহিত সিং
(c) সুশ্রীতি সিং
(d) বিনোদ শর্মা
উত্তর: (a) দীপ্তি গৌর মুখার্জি।
71. সম্প্রতি সেবি রামা শুভ্রমনিয়াম গান্ধীর নেতৃত্বে কত সদস্যের একটি অ্যাডভাইজরি কমিটি গঠন করেছে?
(a) ২০ সদস্য
(b) ২২ সদস্য
(c) ২৫ সদস্য
(d) ১৮ সদস্য
উত্তর: (b) ২২ সদস্য।
72. সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফিন্যান্সিয়ালস' (PCAF)-এ যোগদান করেছে। সঠিক উত্তরটি নির্বাচন করুন।
(a) হ্যাঁ
(b) না
(c) নিশ্চিত নয়
(d) তথ্য নেই
উত্তর: (a) হ্যাঁ।
73. সম্প্রতি ২০২৪ সালের ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন কে?
(a) জোকারোভিচ
(b) জাগ্নিক সিন্নার
(c) আলকারাজ
(d) মারি
উত্তর: (b) জাগ্নিক সিন্নার।
74. সম্প্রতি আলজেরিয়ার রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন কে?
(a) আব্দলমদজিদ তেবিউন
(b) আব্দুল ফাতাহ আল-সিসি
(c) আলি বেনফ্লিস
(d) ইমেল দেইন
উত্তর: (a) আব্দলমদজিদ তেবিউন।
75. ৭ সেপ্টেম্বর 'ইন্টারন্যাশনাল ভালচার অ্যাওয়ারনেস ডে' পালিত হল। সঠিক উত্তরটি নির্বাচন করুন।
(a) হ্যাঁ
(b) না
(c) নিশ্চিত নয়
(d) তথ্য নেই
উত্তর: (a) হ্যাঁ।
76. তুহিন কাস্ত পাণ্ডে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব হিসাবে পূর্ববর্তী পদাধিকারী কে?
(a) টি. ভি. সোমানাথন
(b) রণজিৎ সিং
(c) রবি শঙ্কর
(d) অরুণ জেটলি
উত্তর: (a) টি. ভি
. সোমানাথন।
77. সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর কন্ট্রোলার অফ পার্সোনেল সার্ভিসেস হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
(a) ভাইস অ্যাডমিরাল বিনিত ম্যাককার্থি
(b) ভাইস অ্যাডমিরাল সুভাষ চন্দ্র
(c) ভাইস অ্যাডমিরাল সঞ্জয় যাদব
(d) ভাইস অ্যাডমিরাল রমেশ ভদ্র
উত্তর: (a) ভাইস অ্যাডমিরাল বিনিত ম্যাককার্থি।
78. সম্প্রতি প্রয়াত কে চেল্লাপ্পান ২০২০ সালে কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন?
(a) সাহিত্য অ্যাকাডেমি ট্রান্সলেশন প্রাইজ
(b) সাহিত্য আকাদেমি অ্যাওয়ার্ড
(c) গুজরাট সাহিত্য পুরস্কার
(d) রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার
উত্তর: (a) সাহিত্য অ্যাকাডেমি ট্রান্সলেশন প্রাইজ।
79. ৫-৬ সেপ্টেম্বর নতুন দিল্লির ভারত মন্ডপমে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কর্তৃক দুই দিনের কোন উৎসব আয়োজন করা হয়েছে?
(a) ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল
(b) সোলার প্যানেল মেলাঅ
(c) সোলার টেকনোলজি এক্সপো
(d) সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সামিট
উত্তর: (a) ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল।
80. সম্প্রতি আলজেরিয়া ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করুন।
(a) হ্যাঁ
(b) না
(c) নিশ্চিত নয়
(d) তথ্য নেই
উত্তর: (a) হ্যাঁ।
81. সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে?
(a) রাজা রণধীর সিং
(b) শাহীনের রাজা
(c) মোহাম্মদ বিন সালমান
(d) হোয়াং চি পিং
উত্তর: (a) রাজা রণধীর সিং।
82. ২০২৮ সাল নাগাদ ইসরো কর্তৃক ভারতের প্রথম যে মহাকাশ স্টেশন চালু হতে চলেছে তার নাম কি?
(a) ভারতীয় মহাকাশ স্টেশন
(b) ভারতীয় আন্তরীক্ষ স্টেশন
(c) গ্লোবাল স্পেস স্টেশন
(d) ভারতীয় স্পেস হাব
উত্তর: (b) ভারতীয় আন্তরীক্ষ স্টেশন।
83. সম্প্রতি কোন অনলাইন ডেলিভারি সংস্থা স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচীর জন্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের সঙ্গে মউ স্বাক্ষর করেছে?
(a) সুইগি
(b) জোম্যাটো
(c) ফ্লিপকার্ট
(d) অ্যামাজন
উত্তর: (a) সুইগি।
84. ১১ সেপ্টেম্বর কোন দিবস পালিত হয়?
(a) ন্যাশনাল ফরেস্ট ডে
(b) ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে
(c) ন্যাশনাল ফরেস্ট মার্টায়ার্স ডে
(d) ওয়ার্ল্ড নেচার ডে
উত্তর: (c) ন্যাশনাল ফরেস্ট মার্টায়ার্স ডে।
85. সম্প্রতি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন কে?
(a) মহম্মদ তায়েব টিকরম
(b) মানু বালস
(c) জন ক্লার্ক
(d) পিটার হেনরি
উত্তর: (a) মহম্মদ তায়েব টিকরম।
86. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন কোন ইংল্যান্ডের ক্রিকেটার?
(a) জস বাটলার
(b) বেন স্টোকস
(c) মঈন আলি
(d) ক্রিস ওকস
উত্তর: (c) মঈন আলি।
87. ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর কোন যোজনা চালু হয়েছিল?
(a) প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা
(b) প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা
(c) প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা
(d) প্রধানমন্ত্রী গ্রামীণ উন্নয়ন যোজনা
উত্তর: (c) প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।
88. সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া কোন নতুন কার্ড চালু করেছে?
(a) MTS RuPay National Common Mobility Card
(b) SBI Global Visa Card
(c) SBI Maestro Card
(d) SBI Platinum Credit Card
উত্তর: (a) MTS RuPay National Common Mobility Card।
89. রাষ্ট্রসংঘের নতুন ঘোষিত দিনটি কি?
(a) ওয়ার্ল্ড রুরাল ডেভেলপমেন্ট ডে
(b) ওয়ার্ল্ড পিস ডে
(c) ওয়ার্ল্ড এডুকেশন ডে
(d) ওয়ার্ল্ড টেকনোলজি ডে
উত্তর: (a) ওয়ার্ল্ড রুরাল ডেভেলপমেন্ট ডে।
90. সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ১০১তম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে?
(a) নেপাল
(b) শ্রীলঙ্কা
(c) ভুটান
(d) বাংলাদেশ
উত্তর: (a) নেপাল।
91. সম্প্রতি 'কমিটি অফ পার্লামেন্ট অন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ'-এর চেয়ারপার্সন হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
(a) অমিত শাহ
(b) রাজনাথ সিং
(c) জয়শঙ্কর
(d) নরেন্দ্র মোদী
উত্তর: (a) অমিত শাহ।
92. কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক সম্প্রতি কোন কমিটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে?
(a) স্ট্যান্ডিং কমিটি অন স্ট্যাটিসটিক্স
(b) ইকোনমিক কমিটি
(c) রেভিনিউ কমিটি
(d) ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি
উত্তর: (a) স্ট্যান্ডিং কমিটি অন স্ট্যাটিসটিক্স।
93. সম্প্রতি ভারত কোন প্যারা অলিম্পিক গেমসে কতগুলি মেডেল জয় করেছে?
(a) ২৯টি মেডেল (৭টি সোনা, ৯টি রূপো ও ১৩টি ব্রোঞ্জ)
(b) ৫টি সোনা, ১০টি রূপো ও ১২টি ব্রোঞ্জ
(c) ৮টি সোনা, ৭টি রূপো ও ১৫টি ব্রোঞ্জ
(d) ৯টি সোনা, ১১টি রূপো ও ১০টি ব্রোঞ্জ
উত্তর: (a) ২৯টি মেডেল (৭টি সোনা, ৯টি রূপো ও ১৩টি ব্রোঞ্জ)।
94. সম্প্রতি ভারতের প্রথম সিলিকন কার্বাইড ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় গড়ে উঠতে চলেছে?
(a) ওড়িশা
(b) মহারাষ্ট্র
(c) গুজরাট
(d) তামিলনাড়ু
উত্তর: (a) ওড়িশা।
95. ২০২৪ সালের 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন' কোথায় আয়োজিত হতে চলেছে?
(a) নতুন দিল্লি
(b) মুম্বাই
(c) কলকাতা
(d) বেঙ্গালুরু
উত্তর: (a) নতুন দিল্লি।
96. হিন্দি ভাষার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে কোন দিন পালিত হয়?
(a) ১৪ সেপ্টেম্বর
(b) ১০ জানুয়ারি
(c) ১৫ আগস্ট
(d) ২ অক্টোবর
উত্তর: (a) ১৪ সেপ্টেম্বর।
97. ভারত ও ওমানের মধ্যে অনুষ্ঠিত যৌথ বায়ুসেনা মহড়ার নাম কি?
(a) Desert Eagle - 24
(b) Eastern Bridge - 24
(c) Falcon Strike - 24
(d) Iron Hawk - 24
উত্তর: (b) Eastern Bridge - 24।
98. 'ইন্ডিয়া ডিফেন্স অ্যাভিয়েশন এক্সপোজিশন' (IDAX 24) সম্প্রতি কোথায় আয়োজিত হয়েছে?
(a) যোধপুর
(b) মুম্বাই
(c) নয়াদিল্লি
(d) হায়দ্রাবাদ
উত্তর: (a) যোধপুর।
99. সম্প্রতি ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় কোন কোম্পানির বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন?
(a) শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড
(b) HDFC ব্যাঙ্ক
(c) ICICI ব্যাঙ্ক
(d) LIC
উত্তর: (a) শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড।
100. সম্প্রতি জর্ডনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
(a) জাফর হাসান
(b) আব্দুল্লাহ মিসরি
(c) আমিন জাভেদ
(d) আলি তাবরেজ
উত্তর: (a) জাফর হাসান।
.........................

